Ajker Patrika

টেস্ট দল থেকে সাকিবের প্রত্যাহার চেয়ে শিক্ষার্থীদের স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ১৭: ৫৯
টেস্ট দল থেকে সাকিবের প্রত্যাহার চেয়ে শিক্ষার্থীদের স্মারকলিপি

সাকিব আল হাসানের দেশে ফেরা ঠেকাতে এবং তাঁকে টেস্ট সিরিজের দল থেকে বাদ দেওয়ার দাবিতে উত্তাল মিরপুরের হোম অব ক্রিকেট। এই দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) স্মারকলিপিও জমা দিয়েছে।

বেলা ২টা নাগাদ শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের আশপাশে অবস্থান নেন সাকিববিরোধীরা। বিভিন্ন স্লোগানও দিতে থাকেন তাঁরা। দেয়ালে দেয়ালে কাউকে কাউকে প্রতিবাদী স্লোগানও লিখতে দেখা যায়। গ্রাফিতিও এঁকেছেন কেউ কেউ। বিক্ষোভকারীদের হাতেও ছিল নানা স্লোগান সংবলিত ব্যানার।

বাইরে এমন পরিস্থিতির মধ্যেই শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্টেডিয়াম এলাকায় অবস্থান নেয়। নিরাপত্তা নিশ্চিত করতে আইনপ্রয়োগকারী সংস্থা শেরেবাংলা স্টেডিয়ামের ৩ নম্বর গেট থেকে মিডিয়া গেট পর্যন্ত ৫০০ গজের মধ্যে যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে।

২অবশ্য সাকিববিরোধীদের মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামের বাইরে অবস্থান নেওয়ার আগেই খবর আসে যে নির্ধারিত সময়ে ফেরা হচ্ছে না সাকিবের। দুবাইয়ের স্থানীয় সময় বিকেল ৫টার ফ্লাইটে তাঁর দেশে ফেরার কথা ছিল। তবে উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে সাকিব ফ্লাইট বাতিল করেন। তাঁর ফ্লাইট বাতিলের খবরও সাকিববিরোধীদের ক্ষোভ প্রশমিত করতে পারেনি। বিকেল ৪টার দিকে আন্দোলনকারীরা বিসিবিকে স্মারকলিপি দিয়ে স্টেডিয়াম এলাকা ছেড়ে যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: বাকের মজুমদার

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত