Ajker Patrika

ভারতের বিপক্ষে এবার ‘প্রতিশোধ’ নিতে তৈরি পাকিস্তান

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ২৭
গ্রুপ পর্বের ম্যাচে সালমান আলী আঘা-সূর্যকুমার যাদব টসের সময় করমর্দন করেননি। দুবাইয়ে ২১ সেপ্টেম্বর ফিরতি লড়াইয়ে মুখোমুখি হচ্ছেন তাঁরা। ছবি: ক্রিকইনফো
গ্রুপ পর্বের ম্যাচে সালমান আলী আঘা-সূর্যকুমার যাদব টসের সময় করমর্দন করেননি। দুবাইয়ে ২১ সেপ্টেম্বর ফিরতি লড়াইয়ে মুখোমুখি হচ্ছেন তাঁরা। ছবি: ক্রিকইনফো

দুবাইয়ে ১৪ সেপ্টেম্বরের ভারত-পাকিস্তান ম্যাচটা ‘বিশেষ ফ্রেমে বাঁধিয়ে রাখা’র মতোই। মাঠের পারফরম্যান্স ছাপিয়ে সেই ম্যাচে সালমান আলী আঘার সঙ্গে সূর্যকুমার যাদবের করমর্দন না করার কাহিনিতেই বেশি আলোচিত-সমালোচিত। ফিরতি লড়াইয়ে ভারতকে দেখে নেওয়ার হুমকি দিল পাকিস্তান।

বাংলাদেশ সময় গতকাল রাত ৮টা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা ছিল পাকিস্তান-সংযুক্ত আরব আমিরাত ম্যাচ। কিন্তু ম্যাচ মাঠে গড়ানোর আগেই শঙ্কা তৈরি হয়, পাকিস্তান আদৌ ম্যাচটা খেলবে তো? কারণ, ‘বাঁচা-মরা’র ম্যাচ হলেও মনে হচ্ছিল পাকিস্তান ম্যাচ বয়কট করতে পারে। কিছুক্ষণ পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি নিশ্চিত করেছেন, সালমান-শাহিন শাহ আফ্রিদিরা ম্যাচ খেলতে হোটেল ছেড়ে দুবাই স্টেডিয়ামের উদ্দেশে রওনা দিয়েছেন। ১ ঘণ্টা দেরিতে শুরু হওয়া ম্যাচে আরব আমিরাতকে ৪১ রানে হারিয়ে সুপার ফোরের টিকিট কেটেছে পাকিস্তান।

সুপার ফোরে তিন প্রতিপক্ষের মধ্যে পাকিস্তানের এক প্রতিপক্ষের নাম তো জানা গেছে গতকালই। ২১ সেপ্টেম্বর সুপার ফোরে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ভারতের বিপক্ষে ফের যে পাকিস্তান মুখোমুখি হবে, এটা নিয়ে গতকাল আমিরাত ম্যাচ শেষে সালমান বলেন, ‘আমরা যেকোনো ধরনের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। গত চার মাস ধরে যে খেলাটা খেলছি, তাতে যেকোনো দলের বিপক্ষে আমরা ভালো খেলতে পারি।’

অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ-সেরা হয়েছেন শাহিন শাহ আফ্রিদি। ৯ নম্বরে নেমে ১৪ বলে ৩ চার ও ২ ছক্কায় ২৯ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। বোলিংয়ে ৩ ওভারে ১৬ রানে নিয়েছেন ২ উইকেট, যার মধ্যে রয়েছে আরব আমিরাতের বিধ্বংসী ওপেনার আলিশান শারাফুর উইকেট। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাহিন বলেন, ‘নেটে শুধু অনুশীলন করেছি। বিশেষ কিছু নয়। খেলায় সেটা প্রয়োগের চেষ্টা করেছি। যখন দলের জয়ে অবদান রাখতে পারবেন, তখন আপনার খুব ভালো লাগবে।’

হার্ডহিটিং ব্যাটিংয়ের কারণে পরিচিতি পাওয়া সাইম আইয়ুব এবারের এশিয়া কাপে এখন পর্যন্ত রানের খাতা খুলতে পারেননি। আরব আমিরাতের বিপক্ষে তিনি ২ বলে শূন্য রান করে আউট হয়েছেন। সালমান নিজেও ‘ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’ হয়ে উঠতে পারছেন না। আমিরাতের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে করেছেন ২৭ বলে ২০ রান। সুপার ফোরে ওঠার পরও নির্ভার থাকতে পারছেন না সালমান। পাকিস্তান অধিনায়ক বলেন, ‘আমরা আমাদের কাজটা করেছি। কিন্তু আমাদের মিডল অর্ডারে ব্যাটিংয়ে আরও উন্নতি করতে হবে। এটা অনেক দুশ্চিন্তার বিষয়। শাহিন শাহ আফ্রিদির ব্যাটিংয়ে অনেক উন্নতি হয়েছে। বোলিংয়ে সে তো আগে থেকেই ভালো।’

দুবাইয়ে ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচে পাইক্রফট ছিলেন ম্যাচ রেফারির দায়িত্বে। ৭ উইকেটে জয়ের পর ভারতীয় ক্রিকেটাররা হাত মেলাননি সালমান আলী আঘা, শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে। এমনকি টসের সময়ও পাকিস্তান দলপতি সালমানের সঙ্গে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব করমর্দন করেননি। পিসিবির থেকে অভিযোগ করা হয়েছিল, সালমানকে টসের সময় সূর্যকুমারের সঙ্গে করমর্দন করতে নিষেধ করেছিলেন পাইক্রফট। আইসিসির কাছে পিসিবি দাবি করেছিল, এই ঘটনার কারণে পাইক্রফটকে টুর্নামেন্ট থেকে যেন বহিষ্কার করা হয়। কিন্তু পরশু আইসিসি দাবি করেছিল, পিসিবির অভিযোগের কোনো ভিত্তি নেই।

আমিরাত-পাকিস্তান ম্যাচে অ্যান্ডি পাইক্রফটের না থাকা নিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। পরবর্তীতে আইসিসির অভিজ্ঞ এই ম্যাচ রেফারির উপস্থিতিতেই টস করেছেন সালমান ও আরব আমিরাত অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম। ৪১ রানে জিতে পাকিস্তান কাটল সুপার ফোরের টিকিট। সুপার ফোরের অপর দুই প্রতিপক্ষ ঠিক হবে আবুধাবিতে। বাংলাদেশ সময় আজ রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে ‘বি’ গ্রুপের শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টর্চ জ্বালিয়ে গাজা যুদ্ধবিরতির বার্তা দিয়ে ভাইরাল সেই সাংবাদিক নিহত

মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

ইসরায়েল থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের বহনকারী প্রথম বাস গাজায় পৌঁছাল

পুতিনকে বলব—যুদ্ধ বন্ধ কর, নইলে ইউক্রেনকে ট্যোমাহক দেব: ট্রাম্প

সরকারি উচ্চবিদ্যালয়ের কক্ষে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সংসার!

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত