চেমসফোর্ডে বৃষ্টির শঙ্কা আগে থেকেই ছিল। ধারণা করা হয়েছিল, বৃষ্টিতে ভেস্তে যেতে পারে বাংলাদেশ-আয়ারল্যান্ডের প্রথম ওয়ানডে। শেষ পর্যন্ত তা-ই হয়েছে। গতকাল অবশ্য নির্দিষ্ট সময়েই ম্যাচটি শুরু হয়েছিল। কিন্তু শুরু হলেও শেষটা আর দেখা যায়নি।
প্রথম ওয়ানডে ভেস্তে গেলেও নিজেদের পারফরম্যান্স নিয়ে খুশি হাসান মাহমুদ। গতকাল ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর এমনটিই জানিয়েছেন বাংলাদেশি পেসার। সঙ্গে গত কয়েক বছর ধরে বাংলাদেশের পেস আক্রমণের নেতা তাসকিন আহমেদকে ইংল্যান্ডের কন্ডিশনে মিস করছেন বলেও জানিয়েছেন ২৩ বছর বয়সী এই পেসার।
প্রথমে ব্যাটিং করে মুশফিকুর রহিমের ফিফটিতে বাংলাদেশ ৯ উইকেটে ২৪৬ রান করে। এই রানে প্রতিপক্ষকে আটকাতে বোলিংয়ে দুর্দান্ত শুরু করেছিলেন বাংলাদেশের বোলাররা। ৬৩ রানের মধ্যেই আয়ারল্যান্ডের ৩ উইকেট নেন তাঁরা। বোলিংয়ের সময় নিজেদের পরিকল্পনা নিয়ে হাসান বলেছেন, ‘ফোর্থ থেকে ফিফথ স্টাম্পে ওদের বল করা, স্টাম্প টু স্টাম্প বল করা, জায়গা না দেওয়া, যতটুকু সম্ভব স্টাম্পে বল করা, সুইং ও নতুন বলের ব্যবহার করতে পারা। আমি ও শরিফুল মোটামুটি খুব ভালো শুরু করেছিলাম। ওদের ২টা উইকেট পড়েছে আমাদের স্পেলে, পরে তাইজুল ভাই একটা নিয়েছেন। আমরা খুবই ভালো অবস্থায় ছিলাম।’
ইংল্যান্ডের কন্ডিশনে প্রথমবারের মতো খেলতে যাওয়া হাসান নিজেদের বোলিং আক্রমণকে সবকিছু মিলিয়ে খুব ভালো হিসেবে দাবি করেছেন। সঙ্গে তাসকিনকে মিস করার বিষয়ে তিনি বলেছেন, ‘শুরুতে বলি, আমি ও শরিফুল আজকে ভালো একটা শুরু করেছি। যদিও আমরা দুজনেই চোটের মধ্যে ছিলাম কিছু সময়। এখন আমরা মোটামুটি ফিট আছি। আর তাসকিন ভাই যেহেতু চোটে, উনি আবার কামব্যাক করবেন ইনশা আল্লাহ। উনাকে মিস করছিলাম আজকে। ওভার অল বলতে গেলে আমার পেস বোলিং ইউনিট খুব ভালো। এবাদত ভাই, মোস্তাফিজ ভাই বলেন, তাসকিন ভাই, সবাই একটা রিদমে আছেন। সবাই মিলে চেষ্টা করব বাংলাদেশ দলের জন্য একটা ইউনিট হিসেবে কাজ করতে। এর জন্য সবাই দোয়া করবেন।’
চেমসফোর্ডে বৃষ্টির শঙ্কা আগে থেকেই ছিল। ধারণা করা হয়েছিল, বৃষ্টিতে ভেস্তে যেতে পারে বাংলাদেশ-আয়ারল্যান্ডের প্রথম ওয়ানডে। শেষ পর্যন্ত তা-ই হয়েছে। গতকাল অবশ্য নির্দিষ্ট সময়েই ম্যাচটি শুরু হয়েছিল। কিন্তু শুরু হলেও শেষটা আর দেখা যায়নি।
প্রথম ওয়ানডে ভেস্তে গেলেও নিজেদের পারফরম্যান্স নিয়ে খুশি হাসান মাহমুদ। গতকাল ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর এমনটিই জানিয়েছেন বাংলাদেশি পেসার। সঙ্গে গত কয়েক বছর ধরে বাংলাদেশের পেস আক্রমণের নেতা তাসকিন আহমেদকে ইংল্যান্ডের কন্ডিশনে মিস করছেন বলেও জানিয়েছেন ২৩ বছর বয়সী এই পেসার।
প্রথমে ব্যাটিং করে মুশফিকুর রহিমের ফিফটিতে বাংলাদেশ ৯ উইকেটে ২৪৬ রান করে। এই রানে প্রতিপক্ষকে আটকাতে বোলিংয়ে দুর্দান্ত শুরু করেছিলেন বাংলাদেশের বোলাররা। ৬৩ রানের মধ্যেই আয়ারল্যান্ডের ৩ উইকেট নেন তাঁরা। বোলিংয়ের সময় নিজেদের পরিকল্পনা নিয়ে হাসান বলেছেন, ‘ফোর্থ থেকে ফিফথ স্টাম্পে ওদের বল করা, স্টাম্প টু স্টাম্প বল করা, জায়গা না দেওয়া, যতটুকু সম্ভব স্টাম্পে বল করা, সুইং ও নতুন বলের ব্যবহার করতে পারা। আমি ও শরিফুল মোটামুটি খুব ভালো শুরু করেছিলাম। ওদের ২টা উইকেট পড়েছে আমাদের স্পেলে, পরে তাইজুল ভাই একটা নিয়েছেন। আমরা খুবই ভালো অবস্থায় ছিলাম।’
ইংল্যান্ডের কন্ডিশনে প্রথমবারের মতো খেলতে যাওয়া হাসান নিজেদের বোলিং আক্রমণকে সবকিছু মিলিয়ে খুব ভালো হিসেবে দাবি করেছেন। সঙ্গে তাসকিনকে মিস করার বিষয়ে তিনি বলেছেন, ‘শুরুতে বলি, আমি ও শরিফুল আজকে ভালো একটা শুরু করেছি। যদিও আমরা দুজনেই চোটের মধ্যে ছিলাম কিছু সময়। এখন আমরা মোটামুটি ফিট আছি। আর তাসকিন ভাই যেহেতু চোটে, উনি আবার কামব্যাক করবেন ইনশা আল্লাহ। উনাকে মিস করছিলাম আজকে। ওভার অল বলতে গেলে আমার পেস বোলিং ইউনিট খুব ভালো। এবাদত ভাই, মোস্তাফিজ ভাই বলেন, তাসকিন ভাই, সবাই একটা রিদমে আছেন। সবাই মিলে চেষ্টা করব বাংলাদেশ দলের জন্য একটা ইউনিট হিসেবে কাজ করতে। এর জন্য সবাই দোয়া করবেন।’
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
৪ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
৬ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
৭ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
৮ ঘণ্টা আগে