লিডসের হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারের পর ভারতীয় দলের মুণ্ডুপাত করেছিলেন অনেকে। ব্যাট হাতে নিষ্প্রভ বিরাট কোহলিকে কম কথা শুনতে হয়নি।
তবে সবকিছুর জবাব কোহলিরা দিয়েছেন গতকাল। ইংলিশদের ২১০ রানে গুটিয়ে দিয়ে ৫০ বছর পর ওভাল টেস্ট জিতেছে ভারত। এ জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছে সফরকারীরা।
ভারতকে এভাবে ‘কামব্যাক’ করতে সমালোচকদেরও সুর বদলে গেছে। এখন কোহলির স্তূতি গাইতে শুরু করে দিয়েছেন সবাই। এই দলে আছেন শেন ওয়ার্নও। এই স্পিন কিংবদন্তির মতে, গ্রহের সবচেয়ে বড় নক্ষত্র হলেন কোহলি। তাঁকে পেয়ে ভারত বিশ্ব ক্রিকেটের পাওয়ার হাউসে পরিণত হয়েছ।
স্কাই স্পোর্টসে ম্যাচ-পরবর্তী আলোচনায় ওয়ার্ন বলেছেন, ‘সবাই তার (কোহলি) দিকে তাকিয়ে থাকে। দলের সব খেলোয়াড়ের সম্মান পায় সে। সবাই তাকে সমর্থন দেয়। যেকোনো অধিনায়কের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে, দল তার জন্য খেলে। আমার মতে, কোহলি যেভাবে দলকে পরিচালিত করে, আমাদের সবার উচিত তাকে ধন্যবাদ দেওয়া।’
‘কোহলি টেস্ট ক্রিকেটকে সব সময় প্রাধান্য দিয়ে এসেছে এবং খেলাটাকে সে ভালোবাসে। বিশ্ব ক্রিকেটের একটা পাওয়ার হাউস ভারত এবং তারা এই গ্রহের সবচেয়ে বড় নক্ষত্রকে পেয়েছে। কোহলি টেস্ট ক্রিকেটকে গুরুত্বপূর্ণ বলে অস্ট্রেলিয়ায় গিয়ে জিতেছে, ইংল্যান্ডে গিয়েও জিতছে’—যোগ করেন ওয়ার্ন।
আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ওয়ার্নের বিশ্বাস, কোহলিরা যত দিন আছেন, টেস্ট ক্রিকেট তত দিন ভালোভাবেই বেঁচে থাকবে। কারণ এই খেলোয়াড়েরা টেস্টকে হৃদয়ে ধারণ করে, ‘যত দিন কোহলিদের মতো খেলোয়াড় আছে, টেস্ট ক্রিকেট তত দিন নিরাপদ। সে আরও লম্বা সময় খেলুক, টেস্ট ক্রিকেট দীর্ঘজীবী হোক।’
লিডসের হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারের পর ভারতীয় দলের মুণ্ডুপাত করেছিলেন অনেকে। ব্যাট হাতে নিষ্প্রভ বিরাট কোহলিকে কম কথা শুনতে হয়নি।
তবে সবকিছুর জবাব কোহলিরা দিয়েছেন গতকাল। ইংলিশদের ২১০ রানে গুটিয়ে দিয়ে ৫০ বছর পর ওভাল টেস্ট জিতেছে ভারত। এ জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছে সফরকারীরা।
ভারতকে এভাবে ‘কামব্যাক’ করতে সমালোচকদেরও সুর বদলে গেছে। এখন কোহলির স্তূতি গাইতে শুরু করে দিয়েছেন সবাই। এই দলে আছেন শেন ওয়ার্নও। এই স্পিন কিংবদন্তির মতে, গ্রহের সবচেয়ে বড় নক্ষত্র হলেন কোহলি। তাঁকে পেয়ে ভারত বিশ্ব ক্রিকেটের পাওয়ার হাউসে পরিণত হয়েছ।
স্কাই স্পোর্টসে ম্যাচ-পরবর্তী আলোচনায় ওয়ার্ন বলেছেন, ‘সবাই তার (কোহলি) দিকে তাকিয়ে থাকে। দলের সব খেলোয়াড়ের সম্মান পায় সে। সবাই তাকে সমর্থন দেয়। যেকোনো অধিনায়কের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে, দল তার জন্য খেলে। আমার মতে, কোহলি যেভাবে দলকে পরিচালিত করে, আমাদের সবার উচিত তাকে ধন্যবাদ দেওয়া।’
‘কোহলি টেস্ট ক্রিকেটকে সব সময় প্রাধান্য দিয়ে এসেছে এবং খেলাটাকে সে ভালোবাসে। বিশ্ব ক্রিকেটের একটা পাওয়ার হাউস ভারত এবং তারা এই গ্রহের সবচেয়ে বড় নক্ষত্রকে পেয়েছে। কোহলি টেস্ট ক্রিকেটকে গুরুত্বপূর্ণ বলে অস্ট্রেলিয়ায় গিয়ে জিতেছে, ইংল্যান্ডে গিয়েও জিতছে’—যোগ করেন ওয়ার্ন।
আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ওয়ার্নের বিশ্বাস, কোহলিরা যত দিন আছেন, টেস্ট ক্রিকেট তত দিন ভালোভাবেই বেঁচে থাকবে। কারণ এই খেলোয়াড়েরা টেস্টকে হৃদয়ে ধারণ করে, ‘যত দিন কোহলিদের মতো খেলোয়াড় আছে, টেস্ট ক্রিকেট তত দিন নিরাপদ। সে আরও লম্বা সময় খেলুক, টেস্ট ক্রিকেট দীর্ঘজীবী হোক।’
বদলি হয়ে মাঠ থেকে উঠে যাওয়ার সময় বোতল ছুড়ে সজোরে ঘুষি মারলেন ডাগআউটে। কোচের সিদ্ধান্তে নাখোশ ছিলেন বলেই হয়তো। তিনি না থাকায় বাংলাদেশের খেলায় প্রভাবও পড়ে কিছুটা। কিন্তু এভাবে ম্যাচে মেজাজ হারিয়ে কি নিজের ওপরই অযাচিত চাপ বয়ে আনছেন ফাহামিদুল ইসলাম।
৮ ঘণ্টা আগেহামজা চৌধুরী-শমিত শোম নেই। দলের শক্তির ভারও নেমে পড়ে খানিকটা। তবু নেপালের বিপক্ষে জয়ই ছিল প্রত্যাশা। কিন্তু প্রথম ম্যাচে গোলশূন্য ড্রয়ে মাঠ ছেড়েছে হাভিয়ের কাবরেরার দল।
৯ ঘণ্টা আগেবাংলাদেশের জন্য লড়াইটা ছিল প্রতিশোধের। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সবশেষ ম্যাচে নেপালের কাছে হারতে হয়েছিল ৩-১ ব্যবধানে। তিন বছর পর বুকে প্রতিশোধের আগুন নিয়ে নামলেও মাঠে সেই ছাপ মেলেনি হাভিয়ের কাবরেরার দলের। প্রথম প্রীতি ম্যাচে আজ মাঠ ছাড়তে হলো গোলশূন্য ড্র নিয়ে।
১০ ঘণ্টা আগেইয়েমেনের গোলের পথে বড় বাধা হয়ে ছিলেন মেহেদী হাসান শ্রাবণ। তাঁর বেশ কয়েকটি সেভে ১০ জন নিয়েও ১ পয়েন্ট প্রায় পেয়েই যাচ্ছিল বাংলাদেশ। কিন্তু ম্যাচের শেষ মিনিটে সেই শ্রাবণই বোকা বনে গেলেন। ইসাম আল আওয়ামির গোলে ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ইয়েমেন। টানা দুই হারে বাংলাদেশের অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের মূলপর্
১২ ঘণ্টা আগে