করাচিতে কাল ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। তবে এই জুটিকে একটু ভিন্ন স্বরে অভিনন্দন জানিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। মজা করে পাকিস্তানের দুই ওপেনারকে ‘স্বার্থপর’ বলেছেন তিনি।
টুইটারে শাহিন লিখেছেন, ‘আমার মনে হয়, অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে ছেঁটে ফেলার সময় এসেছে। এত স্বার্থপর! ঠিকমতো খেললে ১৫ ওভারের মধ্যে খেলা শেষ হওয়ার কথা। শেষ ওভার পর্যন্ত লাগল। চলুন আন্দোলন করি, নাকি! এমন পাকিস্তান দলকে নিয়ে সত্যিই গর্বিত।’
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাবর-রিজওয়ান ওপেনিংয়ে ২০৩ রানের জুটি গড়ে তিন বল হাতে রেখে পাকিস্তানকে ১০ উইকেটের বিশাল জয় এনে দিয়েছেন, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০ উইকেটের জয়ে সর্বোচ্চ রানের তাড়া। এমনকি রান তাড়ায় বাবর-রিজওয়ান জুটি নিজেদেরই রেকর্ড ভেঙে নতুন করে গড়েছেন। ২০২১ সালে তাঁরা সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওপেনিংয়ে ১৯৭ রানের জুটি গড়েছিলেন।
এই জুটি সম্পর্কে শহীদ আফ্রিদির টুইট, ‘কী সুন্দরভাবে খেলাটা শেষ করল! বাবর-রিজওয়ানসহ পুরো পাকিস্তানের জন্য স্মরণীয় রান তাড়া এটা। তোমাদের মতো সেরাদের কেউ থামিয়ে রাখতে পারবে না।’
এই ম্যাচে সেঞ্চুরি করা ইনিংসে বাবর দুটি অনন্য রেকর্ডও গড়েছেন। প্রথম পাকিস্তানি হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুটো সেঞ্চুরির মালিক হলেন তিনি। আর তৃতীয় অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একাধিক সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন পাকিস্তানি ব্যাটার।
পাকিস্তানি অধিনায়ককে প্রশংসায় ভাসিয়ে মাইকেল ভনের টুইট, ‘বাবর আজমের খেলা দেখতে সত্যিই ভালো লাগে।’
করাচিতে কাল ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। তবে এই জুটিকে একটু ভিন্ন স্বরে অভিনন্দন জানিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। মজা করে পাকিস্তানের দুই ওপেনারকে ‘স্বার্থপর’ বলেছেন তিনি।
টুইটারে শাহিন লিখেছেন, ‘আমার মনে হয়, অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে ছেঁটে ফেলার সময় এসেছে। এত স্বার্থপর! ঠিকমতো খেললে ১৫ ওভারের মধ্যে খেলা শেষ হওয়ার কথা। শেষ ওভার পর্যন্ত লাগল। চলুন আন্দোলন করি, নাকি! এমন পাকিস্তান দলকে নিয়ে সত্যিই গর্বিত।’
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাবর-রিজওয়ান ওপেনিংয়ে ২০৩ রানের জুটি গড়ে তিন বল হাতে রেখে পাকিস্তানকে ১০ উইকেটের বিশাল জয় এনে দিয়েছেন, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০ উইকেটের জয়ে সর্বোচ্চ রানের তাড়া। এমনকি রান তাড়ায় বাবর-রিজওয়ান জুটি নিজেদেরই রেকর্ড ভেঙে নতুন করে গড়েছেন। ২০২১ সালে তাঁরা সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওপেনিংয়ে ১৯৭ রানের জুটি গড়েছিলেন।
এই জুটি সম্পর্কে শহীদ আফ্রিদির টুইট, ‘কী সুন্দরভাবে খেলাটা শেষ করল! বাবর-রিজওয়ানসহ পুরো পাকিস্তানের জন্য স্মরণীয় রান তাড়া এটা। তোমাদের মতো সেরাদের কেউ থামিয়ে রাখতে পারবে না।’
এই ম্যাচে সেঞ্চুরি করা ইনিংসে বাবর দুটি অনন্য রেকর্ডও গড়েছেন। প্রথম পাকিস্তানি হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুটো সেঞ্চুরির মালিক হলেন তিনি। আর তৃতীয় অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একাধিক সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন পাকিস্তানি ব্যাটার।
পাকিস্তানি অধিনায়ককে প্রশংসায় ভাসিয়ে মাইকেল ভনের টুইট, ‘বাবর আজমের খেলা দেখতে সত্যিই ভালো লাগে।’
সিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি অসাধারণ অবদান রাখেন। বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়ার পুরস্কার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে পেয়েছেন মুজারাবানি।
৩০ মিনিট আগেচট্টগ্রাম টেস্টে ২১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছে জিম্বাবুয়ে। কিন্তু ব্যাটিংয়ে নেমেই তাইজুল ইসলাম-নাঈম হাসানদের ঘূর্ণি জাদুতে কাঁপাকাঁপি অবস্থা তাদের। ২২ রানেই হারিয়েছে ৩ উইকেট। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া তাইজুল এরই মধ্যে শিকার করেছেন ২ উইকেট। নাঈম নিয়েছেন একটি।
৪০ মিনিট আগেচট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুরের সূর্যটা তখন মাথার ওপরে। কিছুক্ষণ আগে আকাশে যে মেঘ ছিল, সেটাও সরে গেছে। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করতে যে ২৪ রান বাকি ছিল, সেটা মেহেদী হাসান মিরাজ পূর্ণ করেছেন লাঞ্চের পরে।
১ ঘণ্টা আগেবিপিএল ছাড়াও দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার সুযোগ হয়েছে তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়ের। দুজনেই খেলেছেন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। আর ২০২৫ এলপিএল মাঠে গড়ানোর আগে বাংলাদেশি ক্রিকেটারদের স্মৃতি জড়ানো দলগুলোর সঙ্গে চুক্তি বাতিল করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
৩ ঘণ্টা আগে