ক্রীড়া ডেস্ক
লিটন দাস, রিশাদ হোসেন, নাহিদ রানা—২০২৫ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছেন এই তিন বাংলাদেশি ক্রিকেটার। টুর্নামেন্টের প্রথম দিনই মাঠে নামছে রিশাদের দল।
পিএসএলের অফিশিয়াল এক্স হ্যান্ডলে ২০২৫ টুর্নামেন্টের সূচি আজ প্রকাশ করা হয়েছে। ১১ এপ্রিল রাওয়ালপিন্ডিতে লাহোর কালান্দার্স-ইসলামাবাদ ইউনাইটেড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে দশম পিএসএল। রিশাদকে এবার নিয়েছে লাহোর কালান্দার্স। এবারের পিএসএলে বাংলাদেশের অপর দুই ক্রিকেটার লিটন দাস ও নাহিদ রানাকে নিয়েছে করাচি কিংস ও পেশোয়ার জালমি। ১২ এপ্রিল রাওয়ালপিন্ডিতে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলতে নামবে পেশোয়ার জালমি। একই দিনে করাচি ন্যাশনাল স্টেডিয়ামে শুরু করবে দশম পিএসএল অভিযান শুরু করবে লিটনের দল। এই ম্যাচে করাচি কিংসের প্রতিপক্ষ মুলতান সুলতানস।
Mark your calendars! 🗓️
— PakistanSuperLeague (@thePSLt20) February 28, 2025
The #HBLPSLX schedule is HERE! ⚡
Read more: https://t.co/Nh5xUOkEYA
Which match are you hyped for? 🤩#HBLPSL10 l #DECADEOFHBLPSL pic.twitter.com/qAlmbWqt1R
লাহোর কালান্দার্স, করাচি কিংস, পেশোয়ার জালমি, মুলতান সুলতানস, ইসলামাবাদ ইউনাইটেড, কোয়েটা গ্ল্যাডিয়েটর্স—এবারের পিএসএলে খেলছে এই ছয় দল। ছয় দলের টুর্নামেন্টে সব মিলিয়ে ম্যাচ হবে ৩৪টি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম, করাচি ন্যাশনাল স্টেডিয়াম, রাওয়ালপিন্ডি, মুলতান—এই চার স্টেডিয়ামে হবে টুর্নামেন্ট। ১৩ মে রাওয়ালপিন্ডিতে হবে কোয়ালিফায়ার। প্রথম ও দ্বিতীয় এলিমিনেটর হবে ১৪ ও ১৬ মে। এই দুই ম্যাচ হবে লাহোরে। ১৮ মে ফাইনালও হবে লাহোরে। তবে ম্যাচ শুরুর সময় জানানো হয়নি।
লিগ পর্বে বাংলাদেশি ক্রিকেটারদের মুখোমুখি লড়াই দেখা যাবে ৬ ম্যাচে। লাহোর-করাচি, পেশোয়ার-করাচি, লাহোর-পেশোয়ার—ডাবল লিগ পদ্ধতিতে এই তিন ম্যাচ হবে দুই বার করে। এমনকি এলিমিনেটরেও বাংলাদেশি ক্রিকেটারদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।
২০২৫ পিএসএলের লিগ পর্বে বাংলাদেশের ক্রিকেটারদের ম্যাচের সূচি
তারিখ ভেন্যু
লাহোর-ইসলামাবাদ ১১ এপ্রিল রাওয়ালপিন্ডি
পেশোয়ার-কোয়েটা ১২ এপ্রিল রাওয়ালপিন্ডি
করাচি-মুলতান ১২ এপ্রিল করাচি
লাহোর-কোয়েটা ১৩ এপ্রিল রাওয়ালপিন্ডি
পেশোয়ার-ইসলামাবাদ ১৪ এপ্রিল রাওয়ালপিন্ডি
লাহোর-করাচি ১৫ এপ্রিল করাচি
করাচি-কোয়েটা ১৮ এপ্রিল করাচি
পেশোয়ার-মুলতান ১৯ এপ্রিল রাওয়ালপিন্ডি
করাচি-ইসলামাবাদ ২০ এপ্রিল করাচি
করাচি-পেশোয়ার ২১ এপ্রিল করাচি
লাহোর-মুলতান ২২ এপ্রিল মুলতান
লাহোর-পেশোয়ার ২৪ এপ্রিল লাহোর
করাচি-কোয়েটা ২৫ এপ্রিল লাহোর
লাহোর-মুলতান ২৬ এপ্রিল লাহোর
পেশোয়ার-কোয়েটা ২৭ এপ্রিল লাহোর
লাহোর-ইসলামাবাদ ৩০ এপ্রিল লাহোর
করাচি-মুলতান ১ মে মুলতান
লাহোর-কোয়েটা ১ মে লাহোর
পেশোয়ার-ইসলামাবাদ ২ মে লাহোর
লাহোর-করাচি ৪ মে লাহোর
পেশোয়ার-মুলতান ৫ মে মুলতান
পেশোয়ার-করাচি ৮ মে রাওয়ালপিন্ডি
পেশোয়ার-লাহোর ৯ মে রাওয়ালপিন্ডি
ইসলামাবাদ-করাচি ১০ মে রাওয়ালপিন্ডি
* লাহোর কালান্দার্স-রিশাদ হোসেন
*করাচি কিংস-লিটন দাস
*পেশোয়ার জালমি-নাহিদ রানা
লিটন দাস, রিশাদ হোসেন, নাহিদ রানা—২০২৫ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছেন এই তিন বাংলাদেশি ক্রিকেটার। টুর্নামেন্টের প্রথম দিনই মাঠে নামছে রিশাদের দল।
পিএসএলের অফিশিয়াল এক্স হ্যান্ডলে ২০২৫ টুর্নামেন্টের সূচি আজ প্রকাশ করা হয়েছে। ১১ এপ্রিল রাওয়ালপিন্ডিতে লাহোর কালান্দার্স-ইসলামাবাদ ইউনাইটেড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে দশম পিএসএল। রিশাদকে এবার নিয়েছে লাহোর কালান্দার্স। এবারের পিএসএলে বাংলাদেশের অপর দুই ক্রিকেটার লিটন দাস ও নাহিদ রানাকে নিয়েছে করাচি কিংস ও পেশোয়ার জালমি। ১২ এপ্রিল রাওয়ালপিন্ডিতে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলতে নামবে পেশোয়ার জালমি। একই দিনে করাচি ন্যাশনাল স্টেডিয়ামে শুরু করবে দশম পিএসএল অভিযান শুরু করবে লিটনের দল। এই ম্যাচে করাচি কিংসের প্রতিপক্ষ মুলতান সুলতানস।
Mark your calendars! 🗓️
— PakistanSuperLeague (@thePSLt20) February 28, 2025
The #HBLPSLX schedule is HERE! ⚡
Read more: https://t.co/Nh5xUOkEYA
Which match are you hyped for? 🤩#HBLPSL10 l #DECADEOFHBLPSL pic.twitter.com/qAlmbWqt1R
লাহোর কালান্দার্স, করাচি কিংস, পেশোয়ার জালমি, মুলতান সুলতানস, ইসলামাবাদ ইউনাইটেড, কোয়েটা গ্ল্যাডিয়েটর্স—এবারের পিএসএলে খেলছে এই ছয় দল। ছয় দলের টুর্নামেন্টে সব মিলিয়ে ম্যাচ হবে ৩৪টি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম, করাচি ন্যাশনাল স্টেডিয়াম, রাওয়ালপিন্ডি, মুলতান—এই চার স্টেডিয়ামে হবে টুর্নামেন্ট। ১৩ মে রাওয়ালপিন্ডিতে হবে কোয়ালিফায়ার। প্রথম ও দ্বিতীয় এলিমিনেটর হবে ১৪ ও ১৬ মে। এই দুই ম্যাচ হবে লাহোরে। ১৮ মে ফাইনালও হবে লাহোরে। তবে ম্যাচ শুরুর সময় জানানো হয়নি।
লিগ পর্বে বাংলাদেশি ক্রিকেটারদের মুখোমুখি লড়াই দেখা যাবে ৬ ম্যাচে। লাহোর-করাচি, পেশোয়ার-করাচি, লাহোর-পেশোয়ার—ডাবল লিগ পদ্ধতিতে এই তিন ম্যাচ হবে দুই বার করে। এমনকি এলিমিনেটরেও বাংলাদেশি ক্রিকেটারদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।
২০২৫ পিএসএলের লিগ পর্বে বাংলাদেশের ক্রিকেটারদের ম্যাচের সূচি
তারিখ ভেন্যু
লাহোর-ইসলামাবাদ ১১ এপ্রিল রাওয়ালপিন্ডি
পেশোয়ার-কোয়েটা ১২ এপ্রিল রাওয়ালপিন্ডি
করাচি-মুলতান ১২ এপ্রিল করাচি
লাহোর-কোয়েটা ১৩ এপ্রিল রাওয়ালপিন্ডি
পেশোয়ার-ইসলামাবাদ ১৪ এপ্রিল রাওয়ালপিন্ডি
লাহোর-করাচি ১৫ এপ্রিল করাচি
করাচি-কোয়েটা ১৮ এপ্রিল করাচি
পেশোয়ার-মুলতান ১৯ এপ্রিল রাওয়ালপিন্ডি
করাচি-ইসলামাবাদ ২০ এপ্রিল করাচি
করাচি-পেশোয়ার ২১ এপ্রিল করাচি
লাহোর-মুলতান ২২ এপ্রিল মুলতান
লাহোর-পেশোয়ার ২৪ এপ্রিল লাহোর
করাচি-কোয়েটা ২৫ এপ্রিল লাহোর
লাহোর-মুলতান ২৬ এপ্রিল লাহোর
পেশোয়ার-কোয়েটা ২৭ এপ্রিল লাহোর
লাহোর-ইসলামাবাদ ৩০ এপ্রিল লাহোর
করাচি-মুলতান ১ মে মুলতান
লাহোর-কোয়েটা ১ মে লাহোর
পেশোয়ার-ইসলামাবাদ ২ মে লাহোর
লাহোর-করাচি ৪ মে লাহোর
পেশোয়ার-মুলতান ৫ মে মুলতান
পেশোয়ার-করাচি ৮ মে রাওয়ালপিন্ডি
পেশোয়ার-লাহোর ৯ মে রাওয়ালপিন্ডি
ইসলামাবাদ-করাচি ১০ মে রাওয়ালপিন্ডি
* লাহোর কালান্দার্স-রিশাদ হোসেন
*করাচি কিংস-লিটন দাস
*পেশোয়ার জালমি-নাহিদ রানা
কাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটি
৭ ঘণ্টা আগেসাত বছর চলছে সাদমান ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ারের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দেখা পেয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সঙ্গে পূর্ণ করলেন ১০০০ রান। বাংলাদেশের ১৮ তম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান সাদমানের।
৮ ঘণ্টা আগে৩ উইকেটে ২০৪ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ দল। তৃতীয় সেশনেও ব্যাটিংটা ভালোই করছিলেন স্বাগতিক ব্যাটাররা। দলীয় ২৫৯ রান পর্যন্ত ছিল সেই তিন উইকেটই। কিন্তু শেষ বিকেলে ভিনসেন্ট মাসেকেসার ঘূর্ণি জাদুতে বেশ এলোমেলো হয়ে যায় ব্যাটিং। শেষ ৩০ রানে ৪ উইকেট হারিয়েছে তারা। তবু ৬৪ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ
১০ ঘণ্টা আগে