নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মোস্তাফিজুর রহমানের বলেই যেন কথা বলত মিরপুর শেরেবাংলার উইকেট। যেখানে মোস্তাফিজ মানেই ছিল দুর্দান্ত কিছু। কিন্তু চেনা মাঠেও অনেক দিন ধরে অচেনা এই বাঁহাতি পেসার। বিশ্বকাপের আগে তাঁর স্বরূপে ফেরা ছিল গুরুত্বপূর্ণ।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজটি মোস্তাফিজকে ছন্দে ফেরার মঞ্চ বললেও ভুল হবে না। আর প্রথম ওয়ানডে ম্যাচে শুরুটা দারুণই করলেন তিনি। টপাটপ দুই উইকেট নিয়ে মাইলফলকেও পৌঁছে গেলেন। মিরপুরে ওয়ানডেতে সংস্করণে ৫০ উইকেট হলো তাঁর।
মোস্তাফিজ যে কারণে এই বাঁহাতি পেসার মিরপুরে উজ্জ্বল, তাও স্পষ্ট করা যাক। ২০১৫ সালে অভিষেকের পর এই মাঠে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের ২৬ তম ওয়ানডে ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। ইতিমধ্যে ফিন অ্যালেন ও চ্যাড বয়েসকে ফিরিয়ে মিরপুরে উইকেটের ফিফটি করলেন মোস্তাফিজ। এই মাঠে মোস্তাফিজের ইকোনমি রেটও নজরকাড়া: ৪.০৫। আর গড় ১৬.৮৬।
মিরপুরেই গত দুই বছর আবার অচেনা হয়ে গিয়েছিলেন মোস্তাফিজ। আজ কিউইদের বিপক্ষে বাদ দিলে, দুই বছর ধরে এই মাঠে কোনো ওয়ানডে ম্যাচে সর্বোচ্চ ২ উইকেটও নিতে পারেননি তিনি। সর্বশেষ ২০২১ সালের মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ১৬ রান দিয়ে পেয়েছিলেন ৩ উইকেট।
মাঝে পাঁচ ওয়ানডেতে মোস্তাফিজ পেয়েছিলেন ১ উইকেট। তাঁর স্বরূপে ফেরার শুরুটাও দারুণই হলো। প্রথম ৫ ওভারে ১২ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ১৮ ওভারে ২ উইকেটে ৬৫ রান। ওপেনার উইল ইয়ং ৫৯ বলে ২৭ ও হেনরি নিকোলস ২৭ বলে ২২ রানে অপরাজিত আছেন। এর আগে অ্যালেনকে ৯ রানে এবং বয়েসকে ১ রানে ফেরান মোস্তাফিজ। এর আগে ম্যাচের ৪.৩ ওভারে যেতেই শুরু হয় বৃষ্টি। সময়ক্ষেপণ হওয়ায় ডিএলএস মেথডে ওভার কমে আসে ৪২ ওভারে।
মোস্তাফিজুর রহমানের বলেই যেন কথা বলত মিরপুর শেরেবাংলার উইকেট। যেখানে মোস্তাফিজ মানেই ছিল দুর্দান্ত কিছু। কিন্তু চেনা মাঠেও অনেক দিন ধরে অচেনা এই বাঁহাতি পেসার। বিশ্বকাপের আগে তাঁর স্বরূপে ফেরা ছিল গুরুত্বপূর্ণ।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজটি মোস্তাফিজকে ছন্দে ফেরার মঞ্চ বললেও ভুল হবে না। আর প্রথম ওয়ানডে ম্যাচে শুরুটা দারুণই করলেন তিনি। টপাটপ দুই উইকেট নিয়ে মাইলফলকেও পৌঁছে গেলেন। মিরপুরে ওয়ানডেতে সংস্করণে ৫০ উইকেট হলো তাঁর।
মোস্তাফিজ যে কারণে এই বাঁহাতি পেসার মিরপুরে উজ্জ্বল, তাও স্পষ্ট করা যাক। ২০১৫ সালে অভিষেকের পর এই মাঠে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের ২৬ তম ওয়ানডে ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। ইতিমধ্যে ফিন অ্যালেন ও চ্যাড বয়েসকে ফিরিয়ে মিরপুরে উইকেটের ফিফটি করলেন মোস্তাফিজ। এই মাঠে মোস্তাফিজের ইকোনমি রেটও নজরকাড়া: ৪.০৫। আর গড় ১৬.৮৬।
মিরপুরেই গত দুই বছর আবার অচেনা হয়ে গিয়েছিলেন মোস্তাফিজ। আজ কিউইদের বিপক্ষে বাদ দিলে, দুই বছর ধরে এই মাঠে কোনো ওয়ানডে ম্যাচে সর্বোচ্চ ২ উইকেটও নিতে পারেননি তিনি। সর্বশেষ ২০২১ সালের মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ১৬ রান দিয়ে পেয়েছিলেন ৩ উইকেট।
মাঝে পাঁচ ওয়ানডেতে মোস্তাফিজ পেয়েছিলেন ১ উইকেট। তাঁর স্বরূপে ফেরার শুরুটাও দারুণই হলো। প্রথম ৫ ওভারে ১২ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ১৮ ওভারে ২ উইকেটে ৬৫ রান। ওপেনার উইল ইয়ং ৫৯ বলে ২৭ ও হেনরি নিকোলস ২৭ বলে ২২ রানে অপরাজিত আছেন। এর আগে অ্যালেনকে ৯ রানে এবং বয়েসকে ১ রানে ফেরান মোস্তাফিজ। এর আগে ম্যাচের ৪.৩ ওভারে যেতেই শুরু হয় বৃষ্টি। সময়ক্ষেপণ হওয়ায় ডিএলএস মেথডে ওভার কমে আসে ৪২ ওভারে।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৪ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৫ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৭ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৭ ঘণ্টা আগে