Ajker Patrika

পাকিস্তান নয়, ভারতকে বিশ্বচ্যাম্পিয়ন দেখছেন আমির

আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ১১: ২২
পাকিস্তান নয়, ভারতকে বিশ্বচ্যাম্পিয়ন দেখছেন আমির

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর না নিলে হয়তো এবারের বিশ্বকাপে খেলতে পারতেন মোহাম্মদ আমির। ২০২০ সালে তিন সংস্করণ থেকে অবসর নেওয়ায় সেই সুযোগ আর নেই তাঁর। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেই সন্তুষ্ট থাকতে হচ্ছে তাঁকে।

এর বাইরে বিভিন্ন বিষয়ে কথা বলে শিরোনাম হচ্ছেন সংবাদে। দুই দিন পর বিশ্বকাপ শুরুর আগে তাই আরেকবার শিরোনাম হলেন আমির। বিশ্বকাপে কোন দল চ্যাম্পিয়ন হবে তা জানিয়েছেন ৩১ বছর বয়সী পাকিস্তানি পেসার। চ্যাম্পিয়ন হিসেবে নিজ দেশকে নয়, ভারতকে দেখছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে এমনটিই জানিয়েছেন পাকিস্তানের সাবেক পেসার।

কেন পাকিস্তান বিশ্বচ্যাম্পিয়ন না হয়ে ভারত হবে, তার ব্যাখ্যাও দিয়েছেন আমির। অবশ্য শুধু পাকিস্তান নয়, বাকি দলগুলোর ক্ষেত্রেও একই বিষয় বলেছেন, ‘ভারত স্পষ্টতই হট ফেবারিট। যেহেতু ঘরের মাঠে বিশ্বকাপ খেলছে ভারত। ভারতের বিপক্ষে যে দলই খেলুক না কেন, জিততে হলে ১১০ ভাগ দিতে হবে। নিজেদের কন্ডিশনে ভারত ভয়ংকর দল। ভারতে জয় পাওয়া সহজ নয়। যখন আপনি অস্ট্রেলিয়ায় খেলতে যাবেন, তখন দেখবে প্রতি দলকে সংগ্রাম করতে। একইভাবে ভারত সফরেও প্রতিটি দলকে সংগ্রাম করতে হয়। বিশ্বচ্যাম্পিয়ন হতে রোহিত শর্মার ভারত হট ফেবারিট।’

আমিরের কথা সত্য হলে এক দশক পর আইসিসির কোনো টুর্নামেন্ট জিতবে ভারত। সর্বশেষ মাহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০১৩ সালে আইসিসি ট্রফি জেতে ভারত। এর দুই বছর আগে ২৮ বছরের অপেক্ষা ফুরায় ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে। সেবারও উইকেটরক্ষক-ব্যাটার ধোনির নেতৃত্বেই বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এবার দেশকে শিরোপা এনে দেওয়ার পালা রোহিতের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত