Ajker Patrika

টপাটপ উইকেট হারিয়ে ফের চাপে বাংলাদেশ

টপাটপ উইকেট হারিয়ে ফের চাপে বাংলাদেশ

দল বিপদে পড়লে মাহমুদউল্লাহ রিয়াদ হাল ধরবেন-২০২৩ বিশ্বকাপে এটা যেন অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। কলকাতার ইডেন গার্ডেনসে আজ পাকিস্তানের বিপক্ষেও দেখা গেছে একই চিত্র। দুর্দান্ত ফিফটিতে বিপদে পড়া বাংলাদেশকে এগিয়ে নিচ্ছিলেন মাহমুদউল্লাহ। তবে ফিফটির পর দ্রুত আউট হয়ে যাওয়ায় আবার চাপে পড়েছে বাংলাদেশ।

টস জিতে আজ প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। ইনিংসের পঞ্চম বলেই তানজিদ হাসান তামিমকে এলবিডব্লু করেন শাহিন। বাংলাদেশের তরুণ বাঁহাতি ব্যাটার ৫ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। তাতে উইকেটের সেঞ্চুরি হয়ে যায় শাহিনের। বাংলাদেশের স্কোর হয়ে যায় ০ রানে ১ উইকেট।

তামিমের পর ব্যাটিংয়ে আসেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে শর্ট থার্ড ম্যান দিয়ে ইফতিখার আহমেদকে লেট কাটে চার মেরেছেন শান্ত। শান্তর সাফল্য বলতে এটুকুই। তৃতীয় ওভারের চতুর্থ বলে শাহিনকে ফ্লিক করেছেন শান্ত। ফরোয়ার্ড স্কয়ার লেগে ডাইভ দিয়ে দুর্দান্ত ক্যাচ ধরেছেন উসামা মীর। ৩ বলে ৪ রান করেছেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার।

তামিম, শান্ত দ্রুত আউট হলে বাংলাদেশের স্কোর হয়ে যায় ২.৪ ওভারে ২ উইকেটে ৬ রান। এরপর উইকেটে আসেন মুশফিকুর রহিম। ওপেনার লিটন দাস ও মুশফিক বেশ সাবলীলভাবেই এগোতে থাকেন। তবে তৃতীয় উইকেটে তাঁদের এই জুটি ছিল ২০ বলে ১৭ রান। ষষ্ঠ ওভারের শেষ বলে হারিস রউফের লাফিয়ে ওঠা বলে কিছু বুঝে উঠতে পারেননি মুশফিক। মুশফিকের ব্যাটে খোঁচা লেগে পাকিস্তানি উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান সহজ ক্যাচ ধরেছেন। ৮ বলে ৫ রান করেছেন মুশফিক। বাংলাদেশের স্কোর হয়ে যায় ৬ ওভারে ৩ উইকেটে ২৩ রান। 

তামি, লিটন, মুশফিকের আউটের পর পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামেন মাহমুদউল্লাহ রিয়াদ। চতুর্থ উইকেট জুটিতে ভালোভাবেই এগোতে থাকেন মাহমুদউল্লাহ ও লিটন। ৮৯ বলে ৭৯ রানের জুটি গড়েছেন বাংলাদেশের এই দুই ব্যাটার। যেখানে ২১ তম ওভারের পঞ্চম বলে নিজের উইকেট ছুড়ে এসেছেন লিটন। ইফতিখার আহমদেদকে লেগ সাইডে ঘোরাতে গিয়ে মিড উইকেটে আগা সালমানের হাতে ধরা পড়েছেন লিটন। ৬৪ বলে ৬ চারে ৪৫ রান করেছেন বাংলাদেশের এই ব্যাটার। তাতে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ২০.৫ ওভারে ৪ উইকেটে ১০২ রান। 

লিটন না পারলেও ফিফটি তুলে নিয়েছেন মাহমুদউল্লাহ। ২৬ তম ওভারের শেষ বলে হারিস রউফকে অফসাইডে ঠেলে মাহমুদউল্লাহ তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের ২৮ তম ফিফটি। তবে ফিফটির পর ইনিংস বড় করতে পারেননি। ৩১ তম ওভারের চতুর্থ বলে শাহিনের অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড হয়েছেন মাহমুদউল্লাহ। ৭০ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৬ রান করেছেন বাংলাদেশের এই মিডল অর্ডার ব্যাটার। 

মাহমুদউল্লার বিদায়ের পর ছয় নম্বরে ব্যাটিংয়ে নামা তাওহীদ হৃদয় দারুণ এক সুইপ শটে উসামা মীরকে ছক্কা মেরেছেন। তবে পরের বলেই আউট হয়ে গেছেন হৃদয়। ৩ বলে ৭ রান করা হৃদয় বিদায় নিলে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১৪০ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৪ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ১৪৯ রান। সাকিব অপরাজিত আছেন ২০ রানে আর ৪ রানে ব্যাটিং করছেন মেহেদী হাসান মিরাজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

ভারতের ব্ল্যাকআউট মহড়া, সীমান্তে আটার মজুত বাড়াচ্ছে পাকিস্তান, যুদ্ধ কি লেগে যাচ্ছে

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত