নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার লক্ষ্য থাকে অনেক ক্রিকেটারই। এবার আইপিএলে বাংলাদেশের হয়ে খেলছেন মোস্তাফিজুর রহমান ও লিটন দাস। চার্টার্ড ফ্লাইটে (ভাড়া করা বিমানে) মোস্তাফিজকে নিয়ে গেলেও এখনো পর্যন্ত এক ম্যাচেই তাঁকে একাদশে নিয়ে নেমেছে দিল্লি ক্যাপিটালস। লিটন এখনো কলকাতা নাইটরাইডার্সের একাদশে সুযোগ পাওয়ার অপেক্ষা।
আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আইপিএলে লিটন-মেস্তাফিজের প্রতি প্রত্যাশা নিয়ে সাংবাদিকদের মাশরাফি বিন মুর্তজা বললেন, ‘আইপিএলে লিটন খেলবে কি খেলবে না, এটা আমার চিন্তার বিষয় না। আইপিএল আমার কাছে মাথাব্যথা না, মাথাব্যথা হচ্ছে বাংলাদেশ দল। বাংলাদেশ দল ভালো খেলবে, আমরা যারা আছি, আপনারা যারা আছেন, সবাই খুশি হব।’
আজ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ শেষে লেজেন্ডস অব রূপগঞ্জের অধিনায়ক মাশরাফি বললেন, ‘আইপিএলে লিটন খেলছে, খুবই ভালো যে আমাদের হয়ে একজন খেলছে। কিন্তু আপনি দেখুন, আমাদের মোস্তাফিজকে চার্টার্ড ফ্লাইটে নিয়ে ম্যাচ খেলাবে না। এখানে অনেক বিষয় থাকে, সামাজিক যোগাযোগমাধ্যমের বিষয় থাকে, আমরাও উদ্গ্রীব হয়ে যাই। বাংলাদেশ ক্রিকেটের একটা ফ্যান বেজ আছে। যেটা হয়তো তারা ব্যবহার করতে পারে। এই অগ্রাধিকার দেওয়া, আমাদের খেলোয়াড়দের তো ওই সামর্থ্য আছে। আমাদের নিলে যেন খেলায়। কিন্তু হয় না। এই জন্য এটা নিয়ে মাথাব্যথা করে লাভ নেই, আমাদের মাথাব্যথা হচ্ছে বাংলাদেশ দল।’
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার লক্ষ্য থাকে অনেক ক্রিকেটারই। এবার আইপিএলে বাংলাদেশের হয়ে খেলছেন মোস্তাফিজুর রহমান ও লিটন দাস। চার্টার্ড ফ্লাইটে (ভাড়া করা বিমানে) মোস্তাফিজকে নিয়ে গেলেও এখনো পর্যন্ত এক ম্যাচেই তাঁকে একাদশে নিয়ে নেমেছে দিল্লি ক্যাপিটালস। লিটন এখনো কলকাতা নাইটরাইডার্সের একাদশে সুযোগ পাওয়ার অপেক্ষা।
আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আইপিএলে লিটন-মেস্তাফিজের প্রতি প্রত্যাশা নিয়ে সাংবাদিকদের মাশরাফি বিন মুর্তজা বললেন, ‘আইপিএলে লিটন খেলবে কি খেলবে না, এটা আমার চিন্তার বিষয় না। আইপিএল আমার কাছে মাথাব্যথা না, মাথাব্যথা হচ্ছে বাংলাদেশ দল। বাংলাদেশ দল ভালো খেলবে, আমরা যারা আছি, আপনারা যারা আছেন, সবাই খুশি হব।’
আজ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ শেষে লেজেন্ডস অব রূপগঞ্জের অধিনায়ক মাশরাফি বললেন, ‘আইপিএলে লিটন খেলছে, খুবই ভালো যে আমাদের হয়ে একজন খেলছে। কিন্তু আপনি দেখুন, আমাদের মোস্তাফিজকে চার্টার্ড ফ্লাইটে নিয়ে ম্যাচ খেলাবে না। এখানে অনেক বিষয় থাকে, সামাজিক যোগাযোগমাধ্যমের বিষয় থাকে, আমরাও উদ্গ্রীব হয়ে যাই। বাংলাদেশ ক্রিকেটের একটা ফ্যান বেজ আছে। যেটা হয়তো তারা ব্যবহার করতে পারে। এই অগ্রাধিকার দেওয়া, আমাদের খেলোয়াড়দের তো ওই সামর্থ্য আছে। আমাদের নিলে যেন খেলায়। কিন্তু হয় না। এই জন্য এটা নিয়ে মাথাব্যথা করে লাভ নেই, আমাদের মাথাব্যথা হচ্ছে বাংলাদেশ দল।’
পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালটা লিটন দাসকে দেখতে হয়েছে ডাগ আউটে বসে। দুবাইয়ে তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, জাকের আলী অনিকদের একের পর এক আত্মাহুতি দেখে লিটনের মুখটা বেশ ফ্যাকাশে দেখিয়েছে। ওয়াসিম আকরামের মতে লিটন থাকলে ম্যাচের ফল অন্য কিছু হতেও পারত।
২৩ মিনিট আগেজিতলেই ফাইনাল—দুবাইয়ে গত রাতে সুপার ফোরের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটা ছিল এমনই। অলিখিত সেমিফাইনালে প্রথম ইনিংস শেষে বাংলাদেশের ফাইনাল খেলা মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান কখন যে পাশার দান উল্টে দেবে, সেটা বোঝা মুশকিল।
১ ঘণ্টা আগেদুবাইয়ে গত রাতে বাংলাদেশ-পাকিস্তান সুপার ফোরের ম্যাচে ছিল না কোনো জটিল সমীকরণের খেলা। অলিখিত সেমিফাইনালের বাধা যে টপকতে পারবে, সেই দল কাটবে ফাইনালের টিকিট। বাংলাদেশ সেখানে নিজেদের হাতে থাকা ম্যাচ ফস্কেছে বলে মনে করেন ওয়াসিম আকরাম।
১ ঘণ্টা আগেজয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
১১ ঘণ্টা আগে