আফগানিস্তান-নিউজিল্যান্ড ঐতিহাসিক টেস্ট শুরুর অপেক্ষা বেড়েই চলেছে। দুই দিন হয়ে গেল। অথচ গ্রেটার নয়ডা স্পোর্টিং কমপ্লেক্সে খেলা মাঠেই গড়াতে পারল না। ভারতের এই মাঠের বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
বাংলাদেশ সময় আজ সকাল ১০টায় শুরু হওয়ার কথা ছিল আফগানিস্তান-নিউজিল্যান্ড টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ। ম্যাচ হওয়ার কথা ছিল ৯৮ ওভারের। মাঠের আবহাওয়াও ছিল রৌদ্রোজ্জ্বল। কিন্তু খেলা তো দূরে থাক, ম্যাচই মাঠে গড়ায়নি। কারণ মধ্যরাতের বৃষ্টিতে মাঠের আউটফিল্ডের খুবই ভয়াবহ অবস্থা। মাঠের মিডউইকেট অংশ খোড়া হয়েছে। কৃত্রিম ঘাস লাগিয়ে ক্ষত মেরামতের চেষ্টা করা হয়েছে। এমনকি ফ্যানের হাওয়াও দেওয়া হয়েছে। আম্পায়াররা কয়েক দফা মাঠের অবস্থা পর্যবেক্ষণ করেও আশাবাদী হওয়ার মতো কিছু খুঁজে পাননি। শেষ পর্যন্ত বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩৪ মিনিটে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।
আম্পায়াররা মাঠের অবস্থা পর্যবেক্ষণের মাঝে মাঝে আফগানিস্তান ও নিউজিল্যান্ডের ক্রিকেটাররা এসেছেন। বারবার এসেও যখন তাঁরা দেখছেন ম্যাচ হচ্ছে না, তখন বিরক্ত হওয়াটাই স্বাভাবিক। ম্যাচ শেষে এসিবির এক কর্মকর্তা বলেন, ‘এখানে খুবই বিশৃঙ্খল পরিস্থিতি। কখনোই এখানে ফিরব না। খেলোয়াড়েরাও এই মাঠের ব্যবস্থা নিয়ে অসন্তুষ্ট। এই দায়িত্বে যারা আছে, তাদের সঙ্গে কথা বলেছি এবং স্টেডিয়ামের ছেলেরা বলেছে সবকিছু ঠিক হয়ে যাবে।’
গ্রেটার নয়ডার ড্রেনেজ ব্যবস্থাপনা নিয়ে টেস্ট শুরুর আগে থেকেই আলোচনা হচ্ছিল। নয়ডার তীব্র গরমের মধ্যেও যখন মাঠ খেলা চালানোর মতো উপযুক্ত হলো না, আবারও তাই চলে এল মাঠের ড্রেনেজ ব্যবস্থাপনা। এসিবির এক কর্মকর্তা বলেন, ‘এখানে আসার পর কোনো কিছুরই পরিবর্তন হয়নি। বিন্দুমাত্র কোনো উন্নতি হয়নি।’ বাংলাদেশ সময় আগামীকাল সকাল সাড়ে ৯টায় তৃতীয় দিনে টস হওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো ১০টা থেকেই শুরু হবে আফগানিস্তান-নিউজিল্যান্ড ঐতিহাসিক টেস্ট।
আফগানিস্তান-নিউজিল্যান্ড ঐতিহাসিক টেস্ট শুরুর অপেক্ষা বেড়েই চলেছে। দুই দিন হয়ে গেল। অথচ গ্রেটার নয়ডা স্পোর্টিং কমপ্লেক্সে খেলা মাঠেই গড়াতে পারল না। ভারতের এই মাঠের বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
বাংলাদেশ সময় আজ সকাল ১০টায় শুরু হওয়ার কথা ছিল আফগানিস্তান-নিউজিল্যান্ড টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ। ম্যাচ হওয়ার কথা ছিল ৯৮ ওভারের। মাঠের আবহাওয়াও ছিল রৌদ্রোজ্জ্বল। কিন্তু খেলা তো দূরে থাক, ম্যাচই মাঠে গড়ায়নি। কারণ মধ্যরাতের বৃষ্টিতে মাঠের আউটফিল্ডের খুবই ভয়াবহ অবস্থা। মাঠের মিডউইকেট অংশ খোড়া হয়েছে। কৃত্রিম ঘাস লাগিয়ে ক্ষত মেরামতের চেষ্টা করা হয়েছে। এমনকি ফ্যানের হাওয়াও দেওয়া হয়েছে। আম্পায়াররা কয়েক দফা মাঠের অবস্থা পর্যবেক্ষণ করেও আশাবাদী হওয়ার মতো কিছু খুঁজে পাননি। শেষ পর্যন্ত বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩৪ মিনিটে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।
আম্পায়াররা মাঠের অবস্থা পর্যবেক্ষণের মাঝে মাঝে আফগানিস্তান ও নিউজিল্যান্ডের ক্রিকেটাররা এসেছেন। বারবার এসেও যখন তাঁরা দেখছেন ম্যাচ হচ্ছে না, তখন বিরক্ত হওয়াটাই স্বাভাবিক। ম্যাচ শেষে এসিবির এক কর্মকর্তা বলেন, ‘এখানে খুবই বিশৃঙ্খল পরিস্থিতি। কখনোই এখানে ফিরব না। খেলোয়াড়েরাও এই মাঠের ব্যবস্থা নিয়ে অসন্তুষ্ট। এই দায়িত্বে যারা আছে, তাদের সঙ্গে কথা বলেছি এবং স্টেডিয়ামের ছেলেরা বলেছে সবকিছু ঠিক হয়ে যাবে।’
গ্রেটার নয়ডার ড্রেনেজ ব্যবস্থাপনা নিয়ে টেস্ট শুরুর আগে থেকেই আলোচনা হচ্ছিল। নয়ডার তীব্র গরমের মধ্যেও যখন মাঠ খেলা চালানোর মতো উপযুক্ত হলো না, আবারও তাই চলে এল মাঠের ড্রেনেজ ব্যবস্থাপনা। এসিবির এক কর্মকর্তা বলেন, ‘এখানে আসার পর কোনো কিছুরই পরিবর্তন হয়নি। বিন্দুমাত্র কোনো উন্নতি হয়নি।’ বাংলাদেশ সময় আগামীকাল সকাল সাড়ে ৯টায় তৃতীয় দিনে টস হওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো ১০টা থেকেই শুরু হবে আফগানিস্তান-নিউজিল্যান্ড ঐতিহাসিক টেস্ট।
কদিন পর পরই পাকিস্তান দলের কোচ নিয়োগ। এবার সাদা বলের জন্য নতুন কোচ ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণে বাবর-রিজওয়ানদের নতুন প্রধান কোচ মাইক হেসন। বর্তমানে পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন এই কিউই কোচ। আগামী ২৬ মে থেকে পাকিস্তান দলের
২০ মিনিট আগেবিপদের সময়ই জ্বলে ওঠেন মেহেদী হাসান মিরাজ। খাদের কিনারা থেকে দলকে টেনে তোলেন বলে হয়ে উঠেছেন বাংলাদেশের ‘ক্রাইসিসম্যান’। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের লক্ষ্য এখন আরও ওপরে যাওয়া।
৩০ মিনিট আগেমাঝপথে বন্ধ, আবার একই দিনেই শুরু হচ্ছে আইপিএল ও পিএসএল। গতকাল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ঘোষণা দিয়েছিল পুনরায় শুরুর কথা। আজ ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ১৭ মে থেকে আবার মাঠে গড়াবে টুর্নামেন্ট দুটি।
১ ঘণ্টা আগেভারত-পাকিস্তান সামরিক সংঘাতের প্রভাব পড়েছে ক্রিকেটেও। আইপিএল, পিএসএল বাধ্য হয়ে স্থগিত করা হয়েছে। অবশেষে দুই দেশের দুই ফ্র্যাঞ্চাইজি লিগ পুনরায় মাঠে গড়াতে যাচ্ছে। এর ফলে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ পিছিয়ে যেতে পারে।
১ ঘণ্টা আগে