দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শোচনীয় পরাজয়ের পর বাংলাদেশ দলকে নিয়ে চলছে একের পর এক সমালোচনা। তবে সিডনিতে বৃহস্পতিবারের সেই পরাজয় নিয়ে ভাবছেন না শ্রীধরন শ্রীরাম। তাঁর মতে, বিশাল পরাজয়ের পরও বাংলাদেশ দল মানসিকভাবে অনেক শক্ত।
সিডনিতে গত বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার দেওয়া ২০৬ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ১০১ রানে অলআউট হয় বাংলাদেশ। ১০৪ রানে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো শতরানের ব্যবধানে ম্যাচ হারের লজ্জা পায় বাংলাদেশ। রাইলি রুশোর একার সমান রানই (১০৯) করতে পারেনি বাংলাদেশ। শ্রীরামের মতে, বিশাল পরাজয়ের পরও বাংলাদেশ মানসিকভাবে শক্ত। একই সঙ্গে দক্ষিণ আফ্রিকার প্রশংসা ঝড়েছে তাঁর কণ্ঠে। বাংলাদেশের টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালটেন্ট বলেন, ‘আমি মনে করি, দল এখনো চাঙা আছে। দক্ষিণ আফ্রিকা সেদিন খুব দারুণ খেলেছে। তারা খুব শক্তিশালী দল। ৩ নম্বরে রাইলি রুশো যা খেলেছে, এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা। কুইন্টন ডি কক এবং রাইলি রুশো দারুণ খেলেছে। আমরা তাদের থেকে শিখছি।’
নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করে বাংলাদেশ, যেখানে ১৫ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জয় পেল বাংলাদেশ। এই জয়ে বাংলাদেশ দলকে কৃতিত্ব দিয়ে শ্রীরাম বলেন, ‘সুপার টুয়েলভে আমাদের প্রথম ম্যাচ জয়টা সত্যিই দারুণ। ১৫ বছর পর জিতেছি। সত্যিই এটা দুর্দান্ত। তারা যে চেষ্টা করেছে, তাতে তাদের পুরো কৃতিত্ব দিতে হবে।’
টুর্নামেন্টে দুই ম্যাচ খেলা বাংলাদেশ জিতেছে এক ম্যাচ এবং হেরেছে এক ম্যাচ। ২ পয়েন্ট নিয়ে গ্রুপ-২-এ ৪ নম্বরে এখন বাংলাদেশ। সেমিফাইনাল খেলতে হলে অনেক সমীকরণ মেলাতে হবে বাংলাদেশকে। শ্রীরাম ভবিষ্যৎ নিয়ে অত না ভেবে বরং ম্যাচ ধরে ধরে চিন্তা করতে চান। তাঁর বক্তব্য, ‘আমরা একটা একটা ম্যাচ নিয়েই ভাবছি। আমরা বেশি দূর ভাবছি না। আমাদের পরবর্তী চ্যালেঞ্জ জিম্বাবুয়ে।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শোচনীয় পরাজয়ের পর বাংলাদেশ দলকে নিয়ে চলছে একের পর এক সমালোচনা। তবে সিডনিতে বৃহস্পতিবারের সেই পরাজয় নিয়ে ভাবছেন না শ্রীধরন শ্রীরাম। তাঁর মতে, বিশাল পরাজয়ের পরও বাংলাদেশ দল মানসিকভাবে অনেক শক্ত।
সিডনিতে গত বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার দেওয়া ২০৬ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ১০১ রানে অলআউট হয় বাংলাদেশ। ১০৪ রানে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো শতরানের ব্যবধানে ম্যাচ হারের লজ্জা পায় বাংলাদেশ। রাইলি রুশোর একার সমান রানই (১০৯) করতে পারেনি বাংলাদেশ। শ্রীরামের মতে, বিশাল পরাজয়ের পরও বাংলাদেশ মানসিকভাবে শক্ত। একই সঙ্গে দক্ষিণ আফ্রিকার প্রশংসা ঝড়েছে তাঁর কণ্ঠে। বাংলাদেশের টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালটেন্ট বলেন, ‘আমি মনে করি, দল এখনো চাঙা আছে। দক্ষিণ আফ্রিকা সেদিন খুব দারুণ খেলেছে। তারা খুব শক্তিশালী দল। ৩ নম্বরে রাইলি রুশো যা খেলেছে, এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা। কুইন্টন ডি কক এবং রাইলি রুশো দারুণ খেলেছে। আমরা তাদের থেকে শিখছি।’
নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করে বাংলাদেশ, যেখানে ১৫ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জয় পেল বাংলাদেশ। এই জয়ে বাংলাদেশ দলকে কৃতিত্ব দিয়ে শ্রীরাম বলেন, ‘সুপার টুয়েলভে আমাদের প্রথম ম্যাচ জয়টা সত্যিই দারুণ। ১৫ বছর পর জিতেছি। সত্যিই এটা দুর্দান্ত। তারা যে চেষ্টা করেছে, তাতে তাদের পুরো কৃতিত্ব দিতে হবে।’
টুর্নামেন্টে দুই ম্যাচ খেলা বাংলাদেশ জিতেছে এক ম্যাচ এবং হেরেছে এক ম্যাচ। ২ পয়েন্ট নিয়ে গ্রুপ-২-এ ৪ নম্বরে এখন বাংলাদেশ। সেমিফাইনাল খেলতে হলে অনেক সমীকরণ মেলাতে হবে বাংলাদেশকে। শ্রীরাম ভবিষ্যৎ নিয়ে অত না ভেবে বরং ম্যাচ ধরে ধরে চিন্তা করতে চান। তাঁর বক্তব্য, ‘আমরা একটা একটা ম্যাচ নিয়েই ভাবছি। আমরা বেশি দূর ভাবছি না। আমাদের পরবর্তী চ্যালেঞ্জ জিম্বাবুয়ে।’
দুই দিনের ব্যবধানে আবাহনী-বসুন্ধরা কিংস আবারও মুখোমুখি হলো। আবাহনীর সামনে সুযোগ ছিল দারুণ কিছু করে ফেডারেশন কাপের ফাইনালে হারের দুঃখ কিছুটা মোচন করার। সেটি তো সম্ভব হলোই না, উল্টো বসুন্ধরার কাছে ২-০ গোলে হেরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপাদৌড়ে কিছুটা পিছিয়েই পড়ল তারা। দুই অর্ধের শুরুতে দুটি গোলই
৪ ঘণ্টা আগেকাশ্মীরের পেহেলগাম হত্যাকাণ্ডে ভারত-পাকিস্তানের মধ্যে চলছে তুমুল উত্তেজনা। এর মধ্যেই ভারত সরকার পাকিস্তানের গুরুত্বপূর্ণ ব্যক্তি, সংবাদমাধ্যম, ইউটিউব চ্যানেল ব্লক করে দিয়েছে তাদের দেশে। রেহায় পায়নি ক্রীড়াঙ্গনের ব্যক্তিরাও। শোয়েব আখতারের ইউটিউব চ্যানেল ব্লক করেছে তারা। এবার ভারতীয় সংবাদমাধ্যমের প্রতি
৫ ঘণ্টা আগেসাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আগস্টে নির্ধারিত ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই। বিসিবি আশাবাদী যে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ যথাসময়েই হবে।
৬ ঘণ্টা আগেতিনটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ খেলতে নিউজিল্যান্ড ‘এ’ দল এখন বাংলাদেশে। প্রথম দুই ওয়ানডের দলে প্রথমে মোস্তাফিজুর রহমানকে রাখা হলেও আজ তাঁকে সরিয়ে নিয়েছে বিসিবির নির্বাচক প্যানেল। তাঁর বদলি হিসেবে ‘এ’ দলের ওয়ানডে দলে নেওয়া হয়েছে আরেক পেসার খালেদ আহমেদকে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জান
৭ ঘণ্টা আগে