Ajker Patrika

হেরেও বাংলাদেশ চাঙা আছে, দাবি শ্রীরামের

আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ১২: ১৯
হেরেও বাংলাদেশ চাঙা আছে, দাবি শ্রীরামের

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শোচনীয় পরাজয়ের পর বাংলাদেশ দলকে নিয়ে চলছে একের পর এক সমালোচনা। তবে সিডনিতে বৃহস্পতিবারের সেই পরাজয় নিয়ে ভাবছেন না শ্রীধরন শ্রীরাম। তাঁর মতে, বিশাল পরাজয়ের পরও বাংলাদেশ দল মানসিকভাবে অনেক শক্ত।

সিডনিতে গত বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার দেওয়া ২০৬ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ১০১ রানে অলআউট হয় বাংলাদেশ। ১০৪ রানে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো শতরানের ব্যবধানে ম্যাচ হারের লজ্জা পায় বাংলাদেশ। রাইলি রুশোর একার সমান রানই (১০৯) করতে পারেনি বাংলাদেশ। শ্রীরামের মতে, বিশাল পরাজয়ের পরও বাংলাদেশ মানসিকভাবে শক্ত। একই সঙ্গে দক্ষিণ আফ্রিকার প্রশংসা ঝড়েছে তাঁর কণ্ঠে। বাংলাদেশের টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালটেন্ট বলেন, ‘আমি মনে করি, দল এখনো চাঙা আছে। দক্ষিণ আফ্রিকা সেদিন খুব দারুণ খেলেছে। তারা খুব শক্তিশালী দল। ৩ নম্বরে রাইলি রুশো যা খেলেছে, এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা। কুইন্টন ডি কক এবং রাইলি রুশো দারুণ খেলেছে। আমরা তাদের থেকে শিখছি।’

নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করে বাংলাদেশ, যেখানে ১৫ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জয় পেল বাংলাদেশ। এই জয়ে বাংলাদেশ দলকে কৃতিত্ব দিয়ে শ্রীরাম বলেন, ‘সুপার টুয়েলভে আমাদের প্রথম ম্যাচ জয়টা সত্যিই দারুণ।  ১৫ বছর পর জিতেছি। সত্যিই এটা দুর্দান্ত। তারা যে চেষ্টা করেছে, তাতে তাদের পুরো কৃতিত্ব দিতে হবে।’

টুর্নামেন্টে দুই ম্যাচ খেলা বাংলাদেশ জিতেছে এক ম্যাচ এবং হেরেছে এক ম্যাচ। ২ পয়েন্ট নিয়ে গ্রুপ-২-এ ৪ নম্বরে এখন বাংলাদেশ। সেমিফাইনাল খেলতে হলে অনেক সমীকরণ মেলাতে হবে বাংলাদেশকে। শ্রীরাম ভবিষ্যৎ নিয়ে অত না ভেবে বরং ম্যাচ ধরে ধরে চিন্তা করতে চান। তাঁর বক্তব্য, ‘আমরা একটা একটা ম্যাচ নিয়েই ভাবছি। আমরা বেশি দূর ভাবছি না। আমাদের পরবর্তী চ্যালেঞ্জ জিম্বাবুয়ে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত