Ajker Patrika

অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতির পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতির পদত্যাগ

গত মাসের মাঝামাঝিতে পদত্যাগপত্রে স্বাক্ষর করেন বিওএ সভাপতি সাবেক সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। কিন্তু বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে সেই চিঠি এসে পৌঁছায় গতকাল। আজ সেই পদত্যাগপত্র পেয়েছেন বিওএ মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সামছুল আলম খান (অব.)।

ক্ষমতার পালাবদলে ক্রীড়াঙ্গনেও পরিবর্তন ও সংস্কার চলছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের যৌথ তত্ত্বাবধানে অল্প দিনের মধ্যে সার্চ কমিটি গঠন করা হয়। যাদের প্রতিবেদন হাতে পাওয়ার পর ৪৫ ফেডারেশনের সভাপতিকে অব্যাহতি দেয় মন্ত্রণালয়। তিন ফেডারেশনে আগেই সভাপতিশূন্য ছিল। সব মিলিয়ে বর্তমানে ৪৮ ফেডারেশনে নেই সভাপতি। পাশাপাশি চারটি ফেডারেশনে নেই সাধারণ সম্পাদকও।

কয়েকটি ফেডারেশনের সাধারণ সম্পাদক রয়েছেন আত্মগোপনে। এর মধ্যেই সরে গেলেন দেশের অন্যতম শীর্ষ ক্রীড়া সংগঠন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) সভাপতিও।

নিয়ম অনুযায়ী বিওএ সভাপতি পদে সেনাপ্রধান দায়িত্ব পালন করেন। এই অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির মেয়াদ চার বছর। সেই হিসেবে বর্তমান কমিটির আরও এক বছরের বেশি সময় রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত