Ajker Patrika

চাঁদে জেগে উঠেছে জাপানের মুন স্নাইপার, আবার শুরু মিশন

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ০১: ০১
চাঁদে জেগে উঠেছে জাপানের মুন স্নাইপার, আবার শুরু মিশন

বিদ্যুৎ সরবরাহে সমস্যার কারণে এক সপ্তাহ বন্ধ ছিল চাঁদে অবতরণকারী জাপানের মনুষ্যবিহীন চন্দ্রযান ল্যান্ডার স্লিম বা ‘মুন স্নাইপার’ । সেটি আবার কাজ শুরু করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (জাক্সা) বলেছে, তারা গতকাল রোববার ল্যান্ডারের সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপন করতে পেরেছে। এতে ত্রুটি ঠিক হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে।

জাক্সা বলছে, আলোর উৎস অর্থাৎ, সূর্যের অবস্থানের পরিবর্তনের পরে ল্যান্ডার স্লিমের সৌরকোষগুলো আবার কাজ করছে। গত ২০ জানুয়ারি চন্দ্রপৃষ্ঠে সফলভাবে অবতরণের সময় থেকেই স্লিমের সৌরবিদ্যুৎব্যবস্থা কাজ করেনি। চন্দ্রযানটির সৌরকোষগুলো সূর্য থেকে আড়ালে থাকায় বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি।

সূর্যালোকের কোণ পরিবর্তিত হলে সৌরবিদ্যুৎব্যবস্থা আবারও কাজ করতে পারে—এমন সম্ভাবনা সামনে রেখে ব্যাটারিতে সঞ্চিত চার্জে কয়েক ঘণ্টা চলার পর চন্দ্রযানটিকে বন্ধ করে রাখার সিদ্ধান্ত নিয়েছিল জাক্সা।

সৌরবিদ্যুৎব্যবস্থায় সমস্যা প্রসঙ্গে জাক্সার প্রধান হিতোশি কুনিনাকা বলেছিলেন, চাঁদে সৌরকোণ পরিবর্তিত হলে সূর্যের আলো অন্যদিক থেকে আসে। সেই আলোয় চার্জ হতে পারে যানটির সৌরবিদ্যুৎব্যবস্থা।

সামাজিক প্ল্যাটফর্ম এক্সে চাঁদে স্লিমের তোলা পাথরের একটি ছবি পোস্ট করেছে জাক্সা। চাঁদের সেই পাথরের নাম দেওয়া হয়েছে ‘টয় পুডল’। জাক্সা জানিয়েছে, ল্যান্ডারটি চাঁদের সৃষ্টি সম্পর্কে সূত্র খুঁজতে পাথরের গঠন বিশ্লেষণ করবে।

চাঁদে মুন স্নাইপারের সফল অবতরণের মাধ্যমে বিশ্বের পঞ্চম দেশ হিসেবে ইতিহাস গড়েছে জাপান। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ভারতের পর চাঁদে অবতরণের তালিকায় যুক্ত হলো জাপানের নাম।

মুন স্নাইপারের তোলা চাঁদের পাথর ‘টয় পুডল’। ছবি: জাক্সাস্লিম দুটি ছোট রোভার (অমসৃণ জমিনে চলাচল ও অনুসন্ধানের কাজ করা যন্ত্র) নিয়ে গেছে। জাক্সার তথ্যমতে, রেকর্ড করা ডেটা ঠিকঠাক মতো পাঠানো এটাই নির্দেশ করে যে চাঁদের মাটি স্পর্শের আগে রোভারগুলো সফলভাবে মুক্ত করতে সক্ষম হয়েছিল স্লিম।

চাঁদের জন্ম, বিবর্তন নিয়ে তুলে আনা অনেক নতুন তথ্যের ভিত্তিতে চাঁদের ইতিহাস নিয়ে গবেষণার জন্য পাঠানো হয়েছে মুন স্নাইপার। ইনফ্রারেড (অবলোহিত) ক্যামেরা দিয়ে চাঁদের বুকে ছবি তুলবে রোভার। তবে এই অনুসন্ধান এবং এর ফলাফল সম্পর্কে জানতে কত দিন লাগতে পারে, তা অনিশ্চিত।

গত বছরের ৭ সেপ্টেম্বর স্লিমের সফল উৎক্ষেপণ করেছিল জাপান। গত ২৫ ডিসেম্বর চাঁদের কক্ষপথে যানটি প্রবেশের কথা জানিয়েছিল জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সা।

এর আগে গত বছরের ২৩ আগস্ট সন্ধ্যায় ভারতের চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে। এর মধ্য দিয়ে চতুর্থ দেশ হিসেবে চন্দ্রপৃষ্ঠে এবং প্রথম দেশ হিসেবে দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করার গৌরব অর্জন করে ভারত।

তবে ৪ সেপ্টেম্বর চন্দ্রযান-৩-এর ল্যান্ডার ‘বিক্রম’ চাঁদের বুকে ‘ঘুমিয়ে পড়ে’। চাঁদের দক্ষিণ মেরুতে সূর্যাস্তের কারণে সেটি শক্তির উৎসের অভাবে কর্মক্ষমতা হারায়। এই অঞ্চলে পৃথিবীর ১৪ রাতের সমান সময় অন্ধকার থাকে। ২২ সেপ্টেম্বরের দিকে ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান স্লিপিং মুড থেকে জেগে উঠতে পারে বলে আশা করেছিলেন ভারতীয় বিজ্ঞানীরা। তবে সেটি আজও জাগেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত