অনলাইন ডেস্ক
১২৪ বছরের বেশি সময় ধরে জ্বলছে একটি বৈদ্যুতিক বাল্ব। অবিশ্বাস্য মনে হলেও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি ফায়ার স্টেশনের ছাদে ঝুলে থাকা এই সাধারণ বাল্ব যেন সময়ের সাক্ষী হয়ে আজও আলো ছড়াচ্ছে।
এটি ‘সেন্টেনিয়াল বাল্ব’ নামে পরিচিত। ১৯০১ সালে যুক্তরাষ্ট্রের শেলবি ইলেকট্রিক কোম্পানির তৈরি করা এই বাতি সেই সময়েই ফায়ার স্টেশনে স্থাপন করা হয়েছিল। দীর্ঘ ১২৪ বছরের বেশি সময় ধরে চলমান এই বাতিকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ‘বিশ্বের দীর্ঘতম সময় ধরে জ্বলতে থাকা বাতি’ হিসেবে স্বীকৃতি দিয়েছে।
তবে গিনেস জানায়, এই দীর্ঘ সময়ে বাতিটি সব সময় জ্বলেছে এমন নয়। ভবন পরিবর্তনের সময় বা কিছু প্রযুক্তিগত কারণে মাঝেমধ্যে তা বন্ধ রাখা হয়েছে। তবু শতবর্ষ প্রাচীন একটি প্রযুক্তিপণ্য কীভাবে এত দীর্ঘকাল টিকে রইল, তা বিজ্ঞানীদের ভাবিয়ে তুলেছে। আধুনিক স্মার্ট বাল্বের যুগে এক শতকের বেশি সময় ধরে একটি বাতি জ্বলতে থাকা যেন অকল্পনীয়!
সাধারণ দর্শনার্থীদের জন্য এটি এখন পর্যটন আকর্ষণেও পরিণত হয়েছে। বাতিটির নিজস্ব একটি ওয়েবসাইট রয়েছে, যেখানে দর্শনার্থীরা একটি গেস্টবুকে স্বাক্ষর করতে পারেন, এমনকি লাইভ ‘বাল্বক্যাম’-এর মাধ্যমে বাতিটির বর্তমান অবস্থা দেখে নিতে পারেন।
এর স্থায়িত্বের অন্যতম কারণ হতে পারে বাতিটি তৈরির উপাদান। নির্মাতা অ্যাডলফ চেইলেট এই বাতিতে হাতে তৈরি কাচ ব্যবহার করেছিলেন এবং খুব ঘন ফিলামেন্ট বসিয়েছিলেন। এর ফলে বাতির কাচ সহজে ভাঙে না এবং ফিলামেন্টও দীর্ঘদিন ধরে আলো দিতে সক্ষম হয়েছে।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি মাত্র ৪ ওয়াট শক্তিতে জ্বলে। এর মানে হলো, বাল্বটি খুব কম আলো দেয়। ফলে বিদ্যুৎশক্তির খরচও অনেক কম। তাই দীর্ঘদিন ধরে এটি টিকে আছে।
২০১৫ সালের জুনে বাতিটির এক মিলিয়ন ঘণ্টা আলো দেওয়া উপলক্ষে এক বিশাল অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। যুক্তরাজ্যের ‘ইনডিপেনডেন্ট’ পত্রিকার তথ্যানুযায়ী, সেদিন ফায়ার স্টেশনটি তাদের ঐতিহাসিক কিছু জিনিস প্রদর্শন করে, কিছু স্মারক বিক্রি করে এবং একটি বারবিকিউ পার্টির আয়োজন করে। এতে স্থানীয় জনগণের মধ্যে গর্ব ও সামাজিক বন্ধন আরও জোরদার হয়।
এরপর আরও একটি দশক পার করে ফেলেছে এই বাতি। কত দিন পর্যন্ত এটি জ্বলবে, তা কেউ জানে না। ২০১১ সালে ‘দ্য মার্কারি নিউজ’-এর প্রতিবেদনে মার্কিন নেভাল একাডেমির অধ্যাপক ডেবোরা কাটজ বলেছিলেন, ‘এটি যেন কম বিপাকীয় ক্ষমতার প্রাণীর মতো। এটি খুব অল্প শক্তি দেয়, তাই অনেক দিন ধরে চলতে পারে।’
তাঁর মতে, এটি হয়তো ১২ লাখ ৫০ হাজার ঘণ্টা পর্যন্ত চলবে। হতে পারে, ১৫ লাখ ঘণ্টাও পেরিয়ে যাবে। এ কথা নিশ্চিতভাবে বলা যায়, সময় যতই যাবে, এই বাতির জনপ্রিয়তা ততই বাড়বে।
আধুনিক ফিলিপস হিউ স্মার্ট বাল্ব যেখানে ২৫ বছর পর্যন্ত চলার প্রতিশ্রুতি দেয়, সেখানে ১২৪ বছর ধরে জ্বলতে থাকা এই ‘সেন্টেনিয়াল বাল্ব’ নিঃসন্দেহে এক প্রকৌশল বিস্ময়।
তথ্যসূত্র: স্ল্যাশগিয়ার
১২৪ বছরের বেশি সময় ধরে জ্বলছে একটি বৈদ্যুতিক বাল্ব। অবিশ্বাস্য মনে হলেও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি ফায়ার স্টেশনের ছাদে ঝুলে থাকা এই সাধারণ বাল্ব যেন সময়ের সাক্ষী হয়ে আজও আলো ছড়াচ্ছে।
এটি ‘সেন্টেনিয়াল বাল্ব’ নামে পরিচিত। ১৯০১ সালে যুক্তরাষ্ট্রের শেলবি ইলেকট্রিক কোম্পানির তৈরি করা এই বাতি সেই সময়েই ফায়ার স্টেশনে স্থাপন করা হয়েছিল। দীর্ঘ ১২৪ বছরের বেশি সময় ধরে চলমান এই বাতিকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ‘বিশ্বের দীর্ঘতম সময় ধরে জ্বলতে থাকা বাতি’ হিসেবে স্বীকৃতি দিয়েছে।
তবে গিনেস জানায়, এই দীর্ঘ সময়ে বাতিটি সব সময় জ্বলেছে এমন নয়। ভবন পরিবর্তনের সময় বা কিছু প্রযুক্তিগত কারণে মাঝেমধ্যে তা বন্ধ রাখা হয়েছে। তবু শতবর্ষ প্রাচীন একটি প্রযুক্তিপণ্য কীভাবে এত দীর্ঘকাল টিকে রইল, তা বিজ্ঞানীদের ভাবিয়ে তুলেছে। আধুনিক স্মার্ট বাল্বের যুগে এক শতকের বেশি সময় ধরে একটি বাতি জ্বলতে থাকা যেন অকল্পনীয়!
সাধারণ দর্শনার্থীদের জন্য এটি এখন পর্যটন আকর্ষণেও পরিণত হয়েছে। বাতিটির নিজস্ব একটি ওয়েবসাইট রয়েছে, যেখানে দর্শনার্থীরা একটি গেস্টবুকে স্বাক্ষর করতে পারেন, এমনকি লাইভ ‘বাল্বক্যাম’-এর মাধ্যমে বাতিটির বর্তমান অবস্থা দেখে নিতে পারেন।
এর স্থায়িত্বের অন্যতম কারণ হতে পারে বাতিটি তৈরির উপাদান। নির্মাতা অ্যাডলফ চেইলেট এই বাতিতে হাতে তৈরি কাচ ব্যবহার করেছিলেন এবং খুব ঘন ফিলামেন্ট বসিয়েছিলেন। এর ফলে বাতির কাচ সহজে ভাঙে না এবং ফিলামেন্টও দীর্ঘদিন ধরে আলো দিতে সক্ষম হয়েছে।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি মাত্র ৪ ওয়াট শক্তিতে জ্বলে। এর মানে হলো, বাল্বটি খুব কম আলো দেয়। ফলে বিদ্যুৎশক্তির খরচও অনেক কম। তাই দীর্ঘদিন ধরে এটি টিকে আছে।
২০১৫ সালের জুনে বাতিটির এক মিলিয়ন ঘণ্টা আলো দেওয়া উপলক্ষে এক বিশাল অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। যুক্তরাজ্যের ‘ইনডিপেনডেন্ট’ পত্রিকার তথ্যানুযায়ী, সেদিন ফায়ার স্টেশনটি তাদের ঐতিহাসিক কিছু জিনিস প্রদর্শন করে, কিছু স্মারক বিক্রি করে এবং একটি বারবিকিউ পার্টির আয়োজন করে। এতে স্থানীয় জনগণের মধ্যে গর্ব ও সামাজিক বন্ধন আরও জোরদার হয়।
এরপর আরও একটি দশক পার করে ফেলেছে এই বাতি। কত দিন পর্যন্ত এটি জ্বলবে, তা কেউ জানে না। ২০১১ সালে ‘দ্য মার্কারি নিউজ’-এর প্রতিবেদনে মার্কিন নেভাল একাডেমির অধ্যাপক ডেবোরা কাটজ বলেছিলেন, ‘এটি যেন কম বিপাকীয় ক্ষমতার প্রাণীর মতো। এটি খুব অল্প শক্তি দেয়, তাই অনেক দিন ধরে চলতে পারে।’
তাঁর মতে, এটি হয়তো ১২ লাখ ৫০ হাজার ঘণ্টা পর্যন্ত চলবে। হতে পারে, ১৫ লাখ ঘণ্টাও পেরিয়ে যাবে। এ কথা নিশ্চিতভাবে বলা যায়, সময় যতই যাবে, এই বাতির জনপ্রিয়তা ততই বাড়বে।
আধুনিক ফিলিপস হিউ স্মার্ট বাল্ব যেখানে ২৫ বছর পর্যন্ত চলার প্রতিশ্রুতি দেয়, সেখানে ১২৪ বছর ধরে জ্বলতে থাকা এই ‘সেন্টেনিয়াল বাল্ব’ নিঃসন্দেহে এক প্রকৌশল বিস্ময়।
তথ্যসূত্র: স্ল্যাশগিয়ার
নিয়মিত আকাশপথে ভ্রমণ করা যাত্রীদের জন্য টার্বুলেন্স বা ঝাঁকুনি কোনো নতুন অভিজ্ঞতা নয়। শতাব্দীরও বেশি সময় ধরে চলমান বাণিজ্যিক বিমান চলাচলের ইতিহাসে এই টার্বুলেন্স মোকাবিলায় ব্যাপক উন্নতি হয়েছে।
১৭ ঘণ্টা আগেবিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসাক্ষেত্রে অগ্রণী কিছু ভবিষ্যৎদ্রষ্টা মনে করছেন, মানুষ এখন আর আগের মতো কেবল শতবর্ষ আয়ুর স্বপ্ন দেখছে না। বরং এমন এক সময় আসছে, যখন আমরা স্বাভাবিক আয়ুর চেয়ে ১০ গুণ বেশি সময়, অর্থাৎ হাজার বছর পর্যন্ত বেঁচে থাকতে পারি।
২ দিন আগেআমাদের সূর্যের চেয়ে ৩৬০০ গুণ বেশি ভরের বিশালাকৃতির ব্ল্যাকহোল খুঁজে পেলেন জ্যোতির্বিজ্ঞানীরা। এটি এখন পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে বড় ব্ল্যাকহোলগুলোর একটি এবং সম্ভবত সর্ববৃহৎ। ব্ল্যাকহোলটি অবস্থান করছে ‘কসমিক হর্সশু’ নামের একটি গ্যালাক্সির কেন্দ্রে, যা পৃথিবী থেকে প্রায় ৫০০ কোটি আলোকবর্ষ দূরে।
২ দিন আগেপৃথিবীর বাইরের কোনো গ্রহে যদি একদিন মানুষের বসতি গড়তে হয়, তাহলে কেমন হবে সেই পরিবেশ? সেটা বোঝার চেষ্টা থেকেই যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় তৈরি হয়েছিল ‘বায়োস্ফিয়ার ২’। তিন একরের বেশি জায়গাজুড়ে নির্মিত বিশাল কাচঘেরা ভবনটি যেন এক কৃত্রিম পৃথিবী।
২ দিন আগে