মারুফ কিবরিয়া, ঢাকা
‘মার্কা কী, সোনালি আঁশ’—এমন আরও বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে মিছিলসহ মনোনয়নপত্র দাখিল করতে এসেছিলেন ঢাকা-৮ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী এম এ ইউসুফ। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আসেন তিনি।
এ সময় তাঁর সঙ্গে প্রায় অর্ধশত নেতা-কর্মী ছিলেন। তাঁদের প্রত্যেকের হাতে ছিল বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড। সেই সঙ্গে দলীয় প্রতীকের নাম উচ্চারণ করে মিছিলও করেন নেতা-কর্মীরা। মিছিলে দলের নেতা-কর্মীদের পাশাপাশি তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকারও অংশ নেন।
নির্বাচন কমিশনের (ইসি) বিধি অনুযায়ী প্রার্থীর সঙ্গে মনোনয়নপত্র জমার সময় পাঁচজনের বেশি কর্মী সমর্থক থাকতে পারবেন না। এ ক্ষেত্রে আচরণবিধি লঙ্ঘন করেছেন কি না, জানতে চাইলে তৃণমূল বিএনপির এই নেতা আজকের পত্রিকাকে বলেন, ‘আমি মনে করি না এতে আচরণবিধি লঙ্ঘন হয়েছে। ভোট একটি উৎসব। মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে।’
ঢাকায় মোট ২০টি আসনের ১৫টি ঢাকা মহানগরে ও পাঁচটি ঢাকা জেলায়। এ কারণে ঢাকার ২০টি আসনকে দুই ভাগে বিভক্ত করে দুটি রিটার্নিং অফিসারের কার্যালয় স্থাপন করা হয়েছে। একটি পুরান ঢাকার জনসন রোডে অবস্থিত জেলা প্রশাসকের কার্যালয়ে, অন্যটি সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে। এর মধ্যে সেগুনবাগিচার ঢাকা বিভাগীয় কার্যালয় ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে ঢাকা-৪ থেকে ঢাকা-১৮ আসনের মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়া যাচ্ছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।
‘মার্কা কী, সোনালি আঁশ’—এমন আরও বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে মিছিলসহ মনোনয়নপত্র দাখিল করতে এসেছিলেন ঢাকা-৮ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী এম এ ইউসুফ। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আসেন তিনি।
এ সময় তাঁর সঙ্গে প্রায় অর্ধশত নেতা-কর্মী ছিলেন। তাঁদের প্রত্যেকের হাতে ছিল বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড। সেই সঙ্গে দলীয় প্রতীকের নাম উচ্চারণ করে মিছিলও করেন নেতা-কর্মীরা। মিছিলে দলের নেতা-কর্মীদের পাশাপাশি তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকারও অংশ নেন।
নির্বাচন কমিশনের (ইসি) বিধি অনুযায়ী প্রার্থীর সঙ্গে মনোনয়নপত্র জমার সময় পাঁচজনের বেশি কর্মী সমর্থক থাকতে পারবেন না। এ ক্ষেত্রে আচরণবিধি লঙ্ঘন করেছেন কি না, জানতে চাইলে তৃণমূল বিএনপির এই নেতা আজকের পত্রিকাকে বলেন, ‘আমি মনে করি না এতে আচরণবিধি লঙ্ঘন হয়েছে। ভোট একটি উৎসব। মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে।’
ঢাকায় মোট ২০টি আসনের ১৫টি ঢাকা মহানগরে ও পাঁচটি ঢাকা জেলায়। এ কারণে ঢাকার ২০টি আসনকে দুই ভাগে বিভক্ত করে দুটি রিটার্নিং অফিসারের কার্যালয় স্থাপন করা হয়েছে। একটি পুরান ঢাকার জনসন রোডে অবস্থিত জেলা প্রশাসকের কার্যালয়ে, অন্যটি সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে। এর মধ্যে সেগুনবাগিচার ঢাকা বিভাগীয় কার্যালয় ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে ঢাকা-৪ থেকে ঢাকা-১৮ আসনের মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়া যাচ্ছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।
মিডিয়াকে ব্যবহার করে এনসিপির নেতা-কর্মীদের গ্রহণযোগ্যতা ‘নষ্ট’ করার জন্য অনেক ‘অপশক্তি’ কাজ করছে অভিযোগ করে এ বিষয়ে সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তরিকুল।
২০ ঘণ্টা আগেসংসদে উচ্চকক্ষের মতো নিম্নকক্ষেও পিআর পদ্ধতিতে নির্বাচন বাস্তবায়নের দাবিতে জামায়াত ইসলামী আন্দোলন করবে বলে জানিয়েছেন দলটি নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আজ রোববার (১০ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ
২০ ঘণ্টা আগেবিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি এস এম আসলাম এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক টিএইচ তোফাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্যস
২১ ঘণ্টা আগেবিএনপির এই নেতা বলেন, ‘আমাদের সমাজের দৃষ্টিভঙ্গির সংস্কার প্রয়োজন, মানসিক সংস্কার প্রয়োজন। এটাই আমাদের সামাজিক আন্দোলন হওয়া উচিত। সমাজ, রাষ্ট্র—এমনকি দলকেও প্রতিদিনই সংস্কারের মধ্য দিয়ে যেতে হবে। এই সংস্কারের মধ্য দিয়ে আমরা একটি জনকল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে পারব।’
২১ ঘণ্টা আগে