Ajker Patrika

ইউনূস গুডউইলের প্রতিফলন দেখতে চাই: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইউনূস গুডউইলের প্রতিফলন দেখতে চাই: রিজভী

জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অন্যথায় অন্তর্বর্তী সরকারের বিপ্লবী ভূমিকা প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন তিনি। 

রাজধানীর মোহাম্মদপুরে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ছাত্র-জনতার আন্দোলনে নিহত মাহমুদুর রহমান সৈকতের বাসায় গিয়ে সাংবাদিকদের কাছে রিজভী এ মন্তব্য করেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সৈকতের পরিবারকে আর্থিক সহায়তা দেয় ‘আমরা বিএনপি পরিবার’। 

অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে রুহুল কবির রিজভী বলেন, ‘ড. ইউনূসের “ইউনূস গুডউইল” বলে একটা কথা আছে, সেই গুডউইলের আমরা প্রতিফলন দেখতে চাই। সেই প্রতিফলন শুধু আন্তর্জাতিক দাতা সংস্থা থেকে নয়, দেশের মধ্যে সুশাসন, আইনের শাসন এবং ভয়ংকর জুলাইয়ে যে নারকীয় গণহত্যা হয়েছে, সেই অপরাধীদের গ্রেপ্তার এবং বিচারের নিশ্চয়তা না দিলে অন্তর্বর্তী সরকারের বিপ্লবী ভূমিকা মানুষের কাছে ম্লান হয়ে যাবে।’ 

বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে সবাই সমর্থন দিয়েছে। কিন্তু কাজের গতি যদি ধীর হয়, তাহলে তো এ দেশের মানুষের কাছে আপনারা দিনকে দিন প্রশ্নবিদ্ধ হবেন। আপনারা একটা বিপ্লবী সরকার। কিশোর বাচ্চাদের আত্মত্যাগের মধ্য দিয়ে পৃথিবী কাঁপানো যে বিপ্লব হলো ৫ আগস্ট, আপনারা তার সরকার। ওই সমস্ত অপরাধীরা ঘুরে বেড়ায়, তারা পিকনিক করে, লাঠিমিছিল করে, আর আপনারা যদি নিশ্চুপ থাকেন, এটা তো হতে পারে না।’ তিনি বলেন, সৈকতের মৃত্যুর ঘটনায় তাঁর পিতা একটি মামলা করেছেন। কিন্তু পুলিশ এখনো প্রধান আসামিসহ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। 

এ সময় আরও উপস্থিত ছিলেন—‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা আরিফুর রহমান তুষার প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত