Ajker Patrika

সুষ্ঠু ভোটে আ.লীগের চেয়ে ভালো করবে জাতীয় পার্টি: চুন্নু 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ১৪: ৪৪
সুষ্ঠু ভোটে আ.লীগের চেয়ে ভালো করবে জাতীয় পার্টি: চুন্নু 

সুষ্ঠু ও অবাধ নির্বাচন হলে ক্ষমতাসীন আওয়ামী লীগের চেয়ে জাতীয় পার্টি ভালো করবে—এমনটাই দাবি করেছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। আজ মঙ্গলবার রাজধানীর বনানীতে জাপার চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি এ দাবি করেন। 

মুজিবুল হক চুন্নু বলেন, ‘আওয়ামী লীগের পক্ষের চেয়ে আওয়ামী লীগের বিপক্ষের ভোট বেশি। এ অবস্থায় ভোটাররা যদি ভোটকেন্দ্রে আসার সুযোগ পান এবং তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তাহলে আমাদের বিশ্বাস জাতীয় পার্টি ভালো করবে।’ 

এসময় জাপার ২৭২ জন প্রার্থীর মনোনয়ন বৈধতা পেয়েছে বলেও জানান জাপার মহাসচিব। 

নির্বাচনের পরিবেশ প্রসঙ্গে চুন্নু বলেন, ‘প্রতীক বরাদ্দের পর মাঠে গেলে নির্বাচনের পরিবেশ বোঝা যাবে। নির্বাচন কমিশন সর্বোচ্চ সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দিয়েছে। একই সঙ্গে সরকারও কমিশনকে সহযোগিতার আশ্বাস দিয়েছে। এই আশ্বাস থেকেই আমরা নির্বাচনে এসেছি। আমরা আশা করছি ভোটের পরিবেশ সুষ্ঠু হবে। আর সুষ্ঠু পরিবেশে ভোট হলে জাতীয় পার্টি ভালো করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত