Ajker Patrika

আত্মসমর্পণের পর নাশকতার ৭ মামলায় জামিন পেলেন নিপুণ রায় 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আত্মসমর্পণের পর নাশকতার ৭ মামলায় জামিন পেলেন নিপুণ রায় 

নাশকতার অভিযোগে করা পৃথক সাত মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন পৃথক পৃথক আদেশে জামিন মঞ্জুর করেন। 

এর মধ্যে রাজধানীর রমনা থানার দুটি ও পল্টন থানার পাঁচটি মামলা রয়েছে। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন নিপুণ রায়ের আইনজীবী ওমর ফারুক ফারুকী। 

এর আগে এসব মামলায় হাইকোর্টে আগাম জামিনের আবেদন করলে হাইকোর্ট আগাম জামিন মঞ্জুর করেন এবং মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেন। 

ওমর ফারুক আইনজীবী বলেন, আগাম জামিন শেষ হওয়ায় নিপুণ রায় আদালতে আত্মসমর্পণ করেন। পরে আইনজীবীর মাধ্যমে জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত এসব মামলায় তাঁর (নিপুণ রায়) জামিন মঞ্জুর করেন। 
 
এর আগে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ নাশকতার অভিযোগে যেসব মামলা হয় তার মধ্যে ৮ মামলায় নিপুণ রায়কে আসামি করা হয়। পরে গত ৪ ডিসেম্বর হাইকোর্টের বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চ পৃথক আট মামলায় তাঁর আগাম জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে আগাম জামিন শেষে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট। 

একটি মামলার শুনানির জন্য অন্য তারিখ ধার্য রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত