Ajker Patrika

রওশন এরশাদ এখন অনেকটাই সুস্থ: জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রওশন এরশাদ এখন অনেকটাই সুস্থ: জি এম কাদের

থাইল্যান্ডে চিকিৎসাধীন জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ এখন অনেকটাই সুস্থ বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, ‘রওশন এরশাদ এখন আগের চেয়ে সুস্থ আছেন। তিনি রাজনীতিতে সক্রিয় হতে না পারলেও আমাদের পরামর্শ দিয়ে সহায়তা করতে পারবেন।’ 

আজ বৃহস্পতিবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে পার্টির কেন্দ্রীয় বর্ধিত সভার উদ্বোধনী বক্তৃতায় জাপা চেয়ারম্যান এ কথা জানান। 

জিএম কাদের বলেন, ‘জাতীয় পার্টি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে। যারা জাতীয় পার্টির ঐক্য বিনষ্ট করতে অপচেষ্টা চালাবে তারা কখনোই সফল হবে না।’ 

সভায় জনগণের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে জি এম কাদের বলেন, ‘দেশের মানুষের সার্বিক নিরাপত্তা অনিশ্চিত হয়ে পড়েছে। অর্থনৈতিক নিরাপত্তা নেই, সামাজিক নিরাপত্তা নেই, সড়কে বের হলে জীবনের নিরাপত্তা নেই, স্বামী ও সন্তান নিয়ে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হচ্ছেন নারী। নিজের ঘরেও মানুষের নিরাপত্তা নেই। এখন নিজের জমিতে ঘর তুলতেও চাঁদা দিতে হয়। মানুষ জানে না, কার কাছে গেলে কী সমাধান পাওয়া যায়।’ 

দ্রব্যমূল্য বৃদ্ধির কঠোর সমালোচনা করে জাপা চেয়ারম্যান বলেন, ‘প্রতিদিন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েই চলেছে। আজ একটির দাম বেশি, কাল অন্যটির দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। প্রতিদিন মানুষের ব্যয় বাড়ছে কিন্তু আয় বাড়ছে না। প্রতিদিন বেকারের সংখ্যা বাড়ছে, কিন্তু কর্মসংস্থান বাড়ছে না। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক হয়ে পড়েছে। কোথাও জবাবদিহি নেই। পরতে পরতে দুর্নীতি ছেয়ে গেছে। প্রতিদিনই দুর্নীতি বাড়ছে, দেখার যেন কেউ নেই। এভাবে চলতে পারে না, দেশের মানুষ এমন পরিস্থিতি থেকে মুক্তি চায়।’ 

গত বছরের ৫ নভেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে উন্নত চিকিৎসার জন্য রওশন এরশাদকে থাইল্যান্ডে নেওয়া হয়। সেখানে বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। তার সঙ্গে আছেন ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদ ও পুত্রবধূ মাহিমা এরশাদ। এর আগে কয়েক মাস দেশের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা নেন তিনি। বার্ধক্যজনিত সমস্যার পাশাপাশি নানা ধরনের জটিলতায় ভুগছেন রওশন এরশাদ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

গুলি–ককটেল ছুড়তে ছুড়তে গজারিয়ার দুর্গম চরের পুলিশ ফাঁড়িতে ডাকাত দলের হামলা

ফজলুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে অষ্টগ্রামে বিক্ষোভ

কুমিল্লায় দুই ট্যাংকে পানি, তদন্ত শেষ হয়নি ১ মাসে

মব সৃষ্টিকারীরা হত্যার হুমকি দিচ্ছে, আমার জীবন বড় শঙ্কায়: ফজলুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত