Ajker Patrika

পেনশন স্কিম টাকা চুরির নতুন ফন্দি: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ১৭: ৩২
পেনশন স্কিম টাকা চুরির নতুন ফন্দি: মির্জা ফখরুল

পেনশন স্কিমকে মানুষের টাকা চুরির নতুন ফন্দি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার বিকেলে রাজধানীর দয়াগঞ্জে বিএনপির গণমিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

মির্জা ফখরুল বলেন, ‘কিছু নাই, দেশটাকে ফোকলা বানিয়েছে (সরকার)। এখন আবার আরেকটা নতুন কায়দা বের করেছে—পেনশন স্কিম। মানুষের টাকা চুরির আরেকটা নতুন ফন্দি। ওই টাকা চুরি করে নির্বাচন করতে চায়। মানুষ এবার তা হতে দেবে না।’ 

আন্দোলনে ভীতসন্ত্রস্ত হয়ে সরকার বিএনপি নেতা-কর্মীদের নির্বিচারে গ্রেপ্তার করছে অভিযোগ করে ফখরুল বলেন, ‘ভয়ে মুখ শুকিয়ে গেছে। টেলিভিশনে দেখবেন এখন মুখে হাসি নাই, চকচকা কাপড় এখন কম পরে।’

গণমিছিলপূর্ব সমাবেশে উপস্থিত বিএনপির নেতা-কর্মীরাপুলিশের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, ‘পুলিশের বড় ৯ অফিসার আমেরিকায় যেতে পারেন না। সেখানে সম্পদ কীভাবে রক্ষা করবেন, সেই চিন্তায় রাতে তাঁদের ঘুম হয় না। আমরা বলতে চাই পুলিশের মাঠ পর্যায়ের কর্মীরা দুর্নীতি করেন না।’ 

সমাবেশ থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবি জানান ফখরুল। অন্যথায় সরকার পালানোর পথ খুঁজে পাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত