Ajker Patrika

মনোনয়নপত্র দাখিল করেছেন জাসদের ৮৯ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মনোনয়নপত্র দাখিল করেছেন জাসদের ৮৯ প্রার্থী

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ মনোনীত ৮৯ জন প্রার্থী নিজ নিজ নির্বাচনী এলাকার রিটার্নিং অফিসার/সহকারী রিটার্নিং অফিসারের কাছে তাঁদের মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামীকাল শুক্রবার থেকে দল মনোনীত প্রার্থীদের দলীয় প্রতীক ‘মশাল’ বরাদ্দের চিঠি প্রদান করা শুরু হবে বলে জানা গেছে। 

আজ বৃহস্পতিবার দলের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। দলের সভাপতি হাসানুল হক ইনু কুষ্টিয়া-২ এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার ফেনী-১ আসনে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

এ ছাড়াও মনোনয়নপত্র যারা দাখিল করেছেন তারা হলেন—পঞ্চগড়-১ মো. ফারুক আহম্মদ, দিনাজপুর-৪ লিয়াকত আলী, দিনাজপুর-৬ শাহ আলম বিশ্বাস, নীলফামারী-৩ আজিজুল ইসলাম, নীলফামারী-৪ মো. আজিজুল হক, লালমনিরহাট-১ হাবিব মো. ফারুক, লালমনিরহাট-৩ আজমুল হক পুতুল, রংপুর-৩ সাহীদুল ইসলাম, গাইবান্ধা-১ মো. গোলাম আহসান হাবিব মাসুদ, গাইবান্ধা-২ গোলাম মারুফ মনা, গাইবান্ধা-৩ এস এম খাদেমুল ইসলাম খুদী, জয়পুরহাট-১ আবুল খায়ের মো. শাখাওয়াত হোসেন, জয়পুরহাট-২ আবুল খায়ের মো. শাখাওয়াত হোসেন, বগুড়া-১ হাসান আকবর আফজল হারুন, বগুড়া-৩ আব্দুল মালেক সরকার, বগুড়া-৪ এ কে এম রেজাউল করিম তানসেন, বগুড়া-৫ রাসেল মাহমুদ, বগুড়া-৬ এমদাদুল হক ইমদাদ, বগুড়া-৭ মো. আব্দুর রাজ্জাক, নওগাঁ-৫ এস এম আজাদ হোসেন মুরাদ, রাজশাহী-২ আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, রাজশাহী-৬ জুলফিকার মান্নান জামী, নাটোর-১ মো. মোয়াজ্জেম হোসেন, সিরাজগঞ্জ-১ সাইফুল ইসলাম, সিরাজগঞ্জ-৪ মোস্তফা কামাল বকুল, সিরাজগঞ্জ-৬ মোজাম্মেল হক, পাবনা-১ শেখ আনিসুজ্জামান, পাবনা-২ মোছা. পারভীন খাতুন, পাবনা-৪ মো. আব্দুল খালেক, কুষ্টিয়া-১ শরিফুল কবির স্বপন, কুষ্টিয়া-৩ গোলাম মোহসীন, চুয়াডাঙ্গা-২ দেওয়ান মো. ইয়াছিন উল্লাহ, ঝিনাইদহ-২ ফজলুল করিম গামা, বাগেরহাট-৩ শেখ নুরুজ্জামান মাসুম, সাতক্ষীরা-১ শেখ মো. ওবায়েদুস সুলতান বাবলু। 

পটুয়াখালী-১ কে এম আনোয়ারুজ্জামান মিয়া (চুন্নু), পটুয়াখালী-৪ বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, ভোলা-১ বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, বরিশাল-৬ মো. মোহসীন, পিরোজপুর-১ সাইদুল ইসলাম ডালিম, টাঙ্গাইল-৪ এস এম আবু মোস্তফা, টাঙ্গাইল-৭ মো. মঞ্জুর রহমান মজনু, শেরপুর-২ লাল মো. শাহজাহান কিবরিয়া, ময়মনসিংহ-২ শিব্বির আহমেদ লিটন, ময়মনসিংহ-৪ নজরুল ইসলাম চুন্নু, ময়মনসিংহ-৫ মো. শামসুল আলম খান, ময়মনসিংহ-৬ সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, ময়মনসিংহ-৭ রতন সরকার, ময়মনসিংহ-৯ গিয়াস উদ্দিন, ময়মনসিংহ-১১ সাদিক হোসেন, নেত্রকোণা-৪ মো. মসফিকুর রহমান, মানিকগঞ্জ-১ আফজাল হোসেন খান জকি, মানিকগঞ্জ-২ মো. রফিকুল ইসলাম সিদ্দিকী, মানিকগঞ্জ-৩ সৈয়দ সারোয়ার আলম চৌধুরী, ঢাকা-৭ হাজী ইদ্রিস ব্যাপারি, ঢাকা-৯ নিলাঞ্জনা রিফাত (সুরভী), ঢাকা-১৪ আবু মো. হানিফ, ঢাকা-১৫ মুহাম্মদ সামছুল ইসলাম সুমন, গাজীপুর-৩ জহিরুল হক মন্ডল বাচ্চু, গাজীপুর-৫ মোহাম্মদ তারিকুল ইসলাম আকন্দ (লিটন), নরসিংদী-২ জায়েদুল কবীর, নরসিংদী-৫ মো: মাহফুজুর রহমান (রাহাত), নারায়ণগঞ্জ-৪ মো. সৈয়দ হোসেন, রাজবাড়ী-২ আব্দুল মতিন মিয়া, গোপালগঞ্জ-২ মো. ফুলমিয়া মোল্লা, শরীয়তপুর-২ মো. ফিরোজ মিয়া (ফিরোজ শাহী), সুনামগঞ্জ-৪ আবু তাহের মো. রুহুল আমিন (তুহীন), মৌলভীবাজার-২ বদরুল হোসেন ইকবাল, মৌলভীবাজার-৩ আব্দুল মোসাব্বির, ব্রাহ্মণবাড়িয়া-৩ মো. আব্দুর রহমান খান (ওমর), ব্রাহ্মণবাড়িয়া-৫ আখতার হোসেন সাঈদ, কুমিল্লা-১ ধীমন বড়ুয়া, কুমিল্লা-৪ মামুনুর রশিদ, কুমিল্লা-৯ মনিরুল আনোয়ার, চাঁদপুর-১ মো. সাইফুল ইসলাম সোহেল, চাঁদপুর-২ মো. হাছান আলী সিকদার, চাঁদপুর-৫ মনির হোসেন মজুমদার, নোয়াখালী-১ মো. হারুন অর রশীদ সুমন, নোয়াখালী-২ নইমুল আহসান জুয়েল, নোয়াখালী-৪ এস এম রহিম উল্যাহ, নোয়াখালী-৫ মোহাম্মদ মোকসুদের রহমান মানিক, লক্ষ্মীপুর-২ আমির হোসেন মোল্লা, লক্ষ্মীপুর-৪ মোশারেফ হোসেন, চট্টগ্রাম-৩ নুরুল আখতার, চট্টগ্রাম-১০ আনিসুর রহমান, চট্টগ্রাম-১১ মো. জসিম উদ্দিন ও চট্টগ্রাম-১৬ কামাল মোস্তফা চৌধুরী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত