নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাওর সফর ও রাষ্ট্রপতির বাড়িতে নিমন্ত্রণ নিয়ে কড়া সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রী দেশের মানুষের সঙ্গে রসিকতা করেছেন বলেও মন্তব্য করেছেন তিনি।
আজ বুধবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বরিশাল বিভাগীয় স্থানীয় সরকারের সাবেক ও বর্তমান চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তৃণমূলের জনপ্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে এই সভার আয়োজন করেছে বিএনপি। যুক্তরাজ্য থেকে সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সভায় সভাপতির স্বাগত বক্তব্যে প্রধানমন্ত্রীর হাওর সফর নিয়ে মির্জা ফখরুল বলেন, ‘যখন দেশের মানুষ চালের জন্য টিসিবির দীর্ঘ লাইনে দাঁড়াচ্ছে, খাদ্যের জন্য হাহাকার করছে, সারা দেশের মানুষের মধ্যে যখন একটা অস্বস্তিকর হাহাকার পরিস্থিতি, প্রায় দুর্ভিক্ষের মতো একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেই সময় আমাদের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির বাড়িতে গেছেন, হাওরে উৎসব করেছেন। খাবারের তালিকায় ২৩ পদের শুধু মাছই ছিল। এটা একটা সম্পূর্ণরূপে রসিকতা সাধারণ মানুষের সঙ্গে। এটা কোনো দিনই এ দেশের মানুষ ক্ষমা করবে না।’
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘কয়েক মাসের মধ্যে তিন দফা বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। বিদ্যুৎ খাতে দুর্নীতির কারণে যে ব্যয় বেড়েছে, তার ঘাটতির জোগান দিতে জনগণের পকেট কাটতে দাম বাড়ানো হচ্ছে।’
তিনি বলেন, ‘সরকার লুটপাট করে বিদেশে টাকা পাচার করেছে। আর দেশের মানুষ খাদ্যের অভাবে ভুগছে। এই মুহূর্তে বাংলাদেশের অস্তিত্ব রক্ষায় আন্দোলন করে সরকারের বিদায় করা ছাড়া কোনো বিকল্প নেই। দেশে কারও নীরব থাকার সুযোগ নেই। জনগণকে ঐক্যবদ্ধ করে আন্দোলন এগিয়ে নেওয়া হবে।’
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদসহ আরও অনেকে অংশ নেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাওর সফর ও রাষ্ট্রপতির বাড়িতে নিমন্ত্রণ নিয়ে কড়া সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রী দেশের মানুষের সঙ্গে রসিকতা করেছেন বলেও মন্তব্য করেছেন তিনি।
আজ বুধবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বরিশাল বিভাগীয় স্থানীয় সরকারের সাবেক ও বর্তমান চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তৃণমূলের জনপ্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে এই সভার আয়োজন করেছে বিএনপি। যুক্তরাজ্য থেকে সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সভায় সভাপতির স্বাগত বক্তব্যে প্রধানমন্ত্রীর হাওর সফর নিয়ে মির্জা ফখরুল বলেন, ‘যখন দেশের মানুষ চালের জন্য টিসিবির দীর্ঘ লাইনে দাঁড়াচ্ছে, খাদ্যের জন্য হাহাকার করছে, সারা দেশের মানুষের মধ্যে যখন একটা অস্বস্তিকর হাহাকার পরিস্থিতি, প্রায় দুর্ভিক্ষের মতো একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেই সময় আমাদের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির বাড়িতে গেছেন, হাওরে উৎসব করেছেন। খাবারের তালিকায় ২৩ পদের শুধু মাছই ছিল। এটা একটা সম্পূর্ণরূপে রসিকতা সাধারণ মানুষের সঙ্গে। এটা কোনো দিনই এ দেশের মানুষ ক্ষমা করবে না।’
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘কয়েক মাসের মধ্যে তিন দফা বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। বিদ্যুৎ খাতে দুর্নীতির কারণে যে ব্যয় বেড়েছে, তার ঘাটতির জোগান দিতে জনগণের পকেট কাটতে দাম বাড়ানো হচ্ছে।’
তিনি বলেন, ‘সরকার লুটপাট করে বিদেশে টাকা পাচার করেছে। আর দেশের মানুষ খাদ্যের অভাবে ভুগছে। এই মুহূর্তে বাংলাদেশের অস্তিত্ব রক্ষায় আন্দোলন করে সরকারের বিদায় করা ছাড়া কোনো বিকল্প নেই। দেশে কারও নীরব থাকার সুযোগ নেই। জনগণকে ঐক্যবদ্ধ করে আন্দোলন এগিয়ে নেওয়া হবে।’
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদসহ আরও অনেকে অংশ নেন।
দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় (এনসিপি) যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার (১৮ আগস্ট) এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া যায়।
৮ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজিলাতুন্নেছা মুজিব হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহের সময় মব সৃষ্টি করে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে ছাত্রদল। আজ সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির ঢাবি শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস...
৯ ঘণ্টা আগেপ্রথমবারের মতো জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) অস্ট্রেলিয়া মহাদেশ শাখার ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। ১৫ আগস্ট এক বিজ্ঞপ্তির মাধ্যমে মো. শরিফুল ইসলাম শিবলীকে আহ্বায়ক এবং মো. বাদশা বুলবুলকে সদস্যসচিব করে কমিটি অনুমোদন দেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রধান সমন্বয়ক
১৫ ঘণ্টা আগেআজ রোববার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির সঙ্গে জাতীয় কবিতা পরিষদের মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
১ দিন আগে