নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আওয়ামী লীগের আগামী দিনের কর্মসূচি নিয়ে দলীয় সভাপতি শেখ হাসিনা নানা পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ রোববার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভায় শাপলা চত্বরকে ঘিরে বিশাল সমাবেশসহ অক্টোবরজুড়ে নানা কর্মসূচি ঘোষণা করেছেন তিনি।
ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ শাখা ও ঢাকার আশপাশের জেলা শাখা এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে এ সভা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।
আওয়ামী লীগের কর্মসূচি প্রসঙ্গে কাদের বলেন, ৩ অক্টোবর সাভারের আমিন বাজারে শান্তি ও উন্নয়ন সমাবেশ হবে। ৭ অক্টোবর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন হবে, সেদিন জনসভা হবে। সমাবেশে ঢাকা মহানগরসহ আশপাশের জেলার নেতা-কর্মীদের উপস্থিত থাকা অপরিহার্য। ১০ অক্টোবর পদ্মা সেতু হয়ে ঢাকা-ভাঙ্গা রেল সেতুর উদ্বোধন হবে। এ উপলক্ষে মাওয়া প্রান্তে সুধী সমাবেশ হবে। ভাঙ্গায় একটা সমাবেশের প্রস্তাব থাকলেও সেটা অনুমোদন হয়নি। ১৩ অক্টোবর কাঁচপুরে শান্তি সমাবেশ হবে। ১৮ অক্টোবর শেখ রাসেলের জন্মদিবস। সেই দিনটি জাতীয়ভাবে উদ্যাপন করা হবে।
২৩ অক্টোবর আগারগাঁও-মতিঝিল মেট্রোরেল উদ্বোধনের কথা উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘সেদিন শাপলা চত্বরকে ঘিরে বিশাল সমাবেশ করব। ২৮ অক্টোবর কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন করা হবে। সেদিন কর্তৃপক্ষ ও আওয়ামী লীগ যৌথ সভা হবে।’
কাদের বলেন, ‘এ মুহূর্তে ঢাকা ও আশপাশে কর্মসূচির আয়োজন করার দরকার আছে।’
আওয়ামী লীগের আগামী দিনের কর্মসূচি নিয়ে দলীয় সভাপতি শেখ হাসিনা নানা পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ রোববার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভায় শাপলা চত্বরকে ঘিরে বিশাল সমাবেশসহ অক্টোবরজুড়ে নানা কর্মসূচি ঘোষণা করেছেন তিনি।
ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ শাখা ও ঢাকার আশপাশের জেলা শাখা এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে এ সভা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।
আওয়ামী লীগের কর্মসূচি প্রসঙ্গে কাদের বলেন, ৩ অক্টোবর সাভারের আমিন বাজারে শান্তি ও উন্নয়ন সমাবেশ হবে। ৭ অক্টোবর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন হবে, সেদিন জনসভা হবে। সমাবেশে ঢাকা মহানগরসহ আশপাশের জেলার নেতা-কর্মীদের উপস্থিত থাকা অপরিহার্য। ১০ অক্টোবর পদ্মা সেতু হয়ে ঢাকা-ভাঙ্গা রেল সেতুর উদ্বোধন হবে। এ উপলক্ষে মাওয়া প্রান্তে সুধী সমাবেশ হবে। ভাঙ্গায় একটা সমাবেশের প্রস্তাব থাকলেও সেটা অনুমোদন হয়নি। ১৩ অক্টোবর কাঁচপুরে শান্তি সমাবেশ হবে। ১৮ অক্টোবর শেখ রাসেলের জন্মদিবস। সেই দিনটি জাতীয়ভাবে উদ্যাপন করা হবে।
২৩ অক্টোবর আগারগাঁও-মতিঝিল মেট্রোরেল উদ্বোধনের কথা উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘সেদিন শাপলা চত্বরকে ঘিরে বিশাল সমাবেশ করব। ২৮ অক্টোবর কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন করা হবে। সেদিন কর্তৃপক্ষ ও আওয়ামী লীগ যৌথ সভা হবে।’
কাদের বলেন, ‘এ মুহূর্তে ঢাকা ও আশপাশে কর্মসূচির আয়োজন করার দরকার আছে।’
দুদু বলেন, ‘দেশে এখন জবাবদিহিমূলক সরকার দরকার। এ সরকার পেতে হলে ভালো নির্বাচন দরকার। এই ভালো নির্বাচনের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর খুব কাছাকাছি থেকে ফিরে এসেছেন। তাঁকে চিকিৎসা পর্যন্ত শেখ হাসিনা করতে দেয়নি। মিথ্যা মামলায় তাঁকে ৬ বছর জেলে রেখেছিল।’
৩ ঘণ্টা আগেপ্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির একটি প্রতিনিধিদল। আজ রোববার বিকেল ৪টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
৩ ঘণ্টা আগেজুলাই সনদের চূড়ান্ত খসড়ায় কিছু বিষয়ে বিএনপি অসামঞ্জস্য দেখছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি আরও বলেন, এ বিষয়ে দলের পক্ষ থেকে শিগগির মতামত জানানো হবে।
৫ ঘণ্টা আগেবর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বড় স্বস্তির জায়গা হচ্ছে মুক্ত গণমাধ্যম, এ মন্তব্য করে তিনি বলেন, ‘এখন আর কোনো সংবাদমাধ্যমে কেউ হস্তক্ষেপ করে না—কেউ বলে না, “এই খবরটা প্রচার করতে পারবে না’ কিংবা “ওই খবরটা বারবার প্রচার করতে হবে।
৫ ঘণ্টা আগে