Ajker Patrika

অক্টোবরজুড়ে আওয়ামী লীগের কর্মসূচি, শাপলা চত্বরে হবে মহাসমাবেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ২২: ০৪
অক্টোবরজুড়ে আওয়ামী লীগের কর্মসূচি, শাপলা চত্বরে হবে মহাসমাবেশ

আওয়ামী লীগের আগামী দিনের কর্মসূচি নিয়ে দলীয় সভাপতি শেখ হাসিনা নানা পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ রোববার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভায় শাপলা চত্বরকে ঘিরে বিশাল সমাবেশসহ অক্টোবরজুড়ে নানা কর্মসূচি ঘোষণা করেছেন তিনি। 

ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ শাখা ও ঢাকার আশপাশের জেলা শাখা এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে এ সভা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। 

আওয়ামী লীগের কর্মসূচি প্রসঙ্গে কাদের বলেন, ৩ অক্টোবর সাভারের আমিন বাজারে শান্তি ও উন্নয়ন সমাবেশ হবে। ৭ অক্টোবর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন হবে, সেদিন জনসভা হবে। সমাবেশে ঢাকা মহানগরসহ আশপাশের জেলার নেতা-কর্মীদের উপস্থিত থাকা অপরিহার্য। ১০ অক্টোবর পদ্মা সেতু হয়ে ঢাকা-ভাঙ্গা রেল সেতুর উদ্বোধন হবে। এ উপলক্ষে মাওয়া প্রান্তে সুধী সমাবেশ হবে। ভাঙ্গায় একটা সমাবেশের প্রস্তাব থাকলেও সেটা অনুমোদন হয়নি। ১৩ অক্টোবর কাঁচপুরে শান্তি সমাবেশ হবে। ১৮ অক্টোবর শেখ রাসেলের জন্মদিবস। সেই দিনটি জাতীয়ভাবে উদ্‌যাপন করা হবে। 

২৩ অক্টোবর আগারগাঁও-মতিঝিল মেট্রোরেল উদ্বোধনের কথা উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘সেদিন শাপলা চত্বরকে ঘিরে বিশাল সমাবেশ করব। ২৮ অক্টোবর কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন করা হবে। সেদিন কর্তৃপক্ষ ও আওয়ামী লীগ যৌথ সভা হবে।’ 

কাদের বলেন, ‘এ মুহূর্তে ঢাকা ও আশপাশে কর্মসূচির আয়োজন করার দরকার আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীর প্রতি অবমাননা: হেফাজতকে তিন এনসিপি নেত্রীসহ ৬ নারীর লিগ্যাল নোটিশ

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

রোগী দেখতে হবে কমপক্ষে ১০ মিনিট, অতিদরিদ্রদের জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবা

সন্ধ্যায় বাজারে গিয়ে নিখোঁজ, ভোরে কালভার্টের নিচে মিলল নারীর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত