নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ৪৪ কোটি ৭০ লাখ ডলার ঋণ নিচ্ছে সরকার। এই ঋণের টাকা কীভাবে পরিশোধ করা হবে—প্রশ্ন রেখেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘ঋণ নিয়েছেন ভালো কথা। কিন্তু ঋণ শোধ করবেন কীভাবে? এরই মধ্যে রিজার্ভ শেষ করেছেন, ঋণ শোধ করা কঠিন হবে।’
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর সহধর্মিণীর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
আইএমএফের ঋণ প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, ‘ঋণ নিয়েছেন ভালো কথা। কিন্তু ঋণ শোধ করবেন কীভাবে? এরই মধ্যে রিজার্ভ শেষ করেছেন, ঋণ শোধ করা কঠিন হবে। অন্যদিকে সমস্ত টাকা বিদেশে পাচার করেছেন। কি খাতে খরচ করলেন, কোথায় খরচ করলেন, জনগণকে জানালেন না। আইএমএফের ঋণ নিয়ে আবারও আজকে জনগণকে আরেক ঋণের মধ্যে ফেলতে যাচ্ছেন।’
‘সম্প্রতি অর্থমন্ত্রী বলেছিলেন, আমাদের আইএমএফের লোনের দরকার নেই। তবে এখন আইএমএফের লোন নিচ্ছেন কেন?’ সে প্রশ্নও তোলেন মির্জা ফখরুল।
চলমান আন্দোলনকে বাধাগ্রস্ত করতে মামলা দেওয়াকে অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার করছে সরকার—এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের মামলা দেওয়ার প্রবণতাকে গ্রাম্য মাতবরের সঙ্গেও তুলনা করেছেন তিনি। তবে এসব করে সরকারের শেষ রক্ষা হবে না বলেও তিনি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।
মির্জা ফখরুল বলেন, ‘ঢাকা শহরে এখন নতুন করে আবার মামলা দেওয়া শুরু হয়েছে। পুরোনো মামলায় এখন নেতা কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। এই আরেকটা পুরোনো খেলা। এই খেলাই তারা খেলছে ১৪ বছর ধরে যে, মামলা দিয়ে সব বন্ধ করে দেওয়া হবে।’
আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সরকার নতুন ফন্দিফিকির করছে—এমন অভিযোগ করে ফখরুল বলেন, ‘এর অংশ হিসেবে মায়ের ডাকের আদলে মায়ের কান্না নামে আরেক সংগঠন করা হয়েছে। তারা মানুষ হত্যার দায়ে জিয়াউর রহমানের বিচার দাবি করছে।’ এই বিষয়ে নেতা কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘এটাকে হালকা করে নেবেন না। এর মধ্য দিয়ে সুদূরপ্রসারী একটা চক্রান্ত শুরু হয়েছে। এই চক্রান্ত হচ্ছে গণতন্ত্র রক্ষার চলমান আন্দোলনকে ব্যর্থ করে দেওয়া।’
সরকারকে পদত্যাগ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আজকে আমাদের দাবি খুব সামান্য। আপনি এই মুহূর্তে পদত্যাগ করেন, যদি দেশকে বাঁচাতে চান, জাতিকে বাঁচাতে চান। পদত্যাগ করে সংসদকে বিলুপ্ত করে দেন, একটা তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দেন। ওই সরকার নির্বাচন অনুষ্ঠান করবে।’
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ৪৪ কোটি ৭০ লাখ ডলার ঋণ নিচ্ছে সরকার। এই ঋণের টাকা কীভাবে পরিশোধ করা হবে—প্রশ্ন রেখেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘ঋণ নিয়েছেন ভালো কথা। কিন্তু ঋণ শোধ করবেন কীভাবে? এরই মধ্যে রিজার্ভ শেষ করেছেন, ঋণ শোধ করা কঠিন হবে।’
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর সহধর্মিণীর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
আইএমএফের ঋণ প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, ‘ঋণ নিয়েছেন ভালো কথা। কিন্তু ঋণ শোধ করবেন কীভাবে? এরই মধ্যে রিজার্ভ শেষ করেছেন, ঋণ শোধ করা কঠিন হবে। অন্যদিকে সমস্ত টাকা বিদেশে পাচার করেছেন। কি খাতে খরচ করলেন, কোথায় খরচ করলেন, জনগণকে জানালেন না। আইএমএফের ঋণ নিয়ে আবারও আজকে জনগণকে আরেক ঋণের মধ্যে ফেলতে যাচ্ছেন।’
‘সম্প্রতি অর্থমন্ত্রী বলেছিলেন, আমাদের আইএমএফের লোনের দরকার নেই। তবে এখন আইএমএফের লোন নিচ্ছেন কেন?’ সে প্রশ্নও তোলেন মির্জা ফখরুল।
চলমান আন্দোলনকে বাধাগ্রস্ত করতে মামলা দেওয়াকে অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার করছে সরকার—এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের মামলা দেওয়ার প্রবণতাকে গ্রাম্য মাতবরের সঙ্গেও তুলনা করেছেন তিনি। তবে এসব করে সরকারের শেষ রক্ষা হবে না বলেও তিনি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।
মির্জা ফখরুল বলেন, ‘ঢাকা শহরে এখন নতুন করে আবার মামলা দেওয়া শুরু হয়েছে। পুরোনো মামলায় এখন নেতা কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। এই আরেকটা পুরোনো খেলা। এই খেলাই তারা খেলছে ১৪ বছর ধরে যে, মামলা দিয়ে সব বন্ধ করে দেওয়া হবে।’
আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সরকার নতুন ফন্দিফিকির করছে—এমন অভিযোগ করে ফখরুল বলেন, ‘এর অংশ হিসেবে মায়ের ডাকের আদলে মায়ের কান্না নামে আরেক সংগঠন করা হয়েছে। তারা মানুষ হত্যার দায়ে জিয়াউর রহমানের বিচার দাবি করছে।’ এই বিষয়ে নেতা কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘এটাকে হালকা করে নেবেন না। এর মধ্য দিয়ে সুদূরপ্রসারী একটা চক্রান্ত শুরু হয়েছে। এই চক্রান্ত হচ্ছে গণতন্ত্র রক্ষার চলমান আন্দোলনকে ব্যর্থ করে দেওয়া।’
সরকারকে পদত্যাগ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আজকে আমাদের দাবি খুব সামান্য। আপনি এই মুহূর্তে পদত্যাগ করেন, যদি দেশকে বাঁচাতে চান, জাতিকে বাঁচাতে চান। পদত্যাগ করে সংসদকে বিলুপ্ত করে দেন, একটা তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দেন। ওই সরকার নির্বাচন অনুষ্ঠান করবে।’
গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ রোববার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এ নিন্দা জানান।
১৩ ঘণ্টা আগেপ্রায় দেড় যুগ পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান। সব ঠিক থাকলে আগামী মঙ্গলবার সকালে শাশুড়ি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরবেন তিনি। দেশে ফিরে জোবাইদা রাজধানীর ধানমন্ডিতে তাঁর বাবার বাসায় উঠবেন বলে জানা গেছে।
১৫ ঘণ্টা আগেসামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানের লুক্সেমবার্গের ল্যান্ড ব্যাংকিং ফান্ডে বিনিয়োগ করা ৫৬ কোটি ৬৫ লাখ ৮২ হাজার ৬০১ টাকা ৭৪ পয়সা অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
১৬ ঘণ্টা আগেগাজীপুরের চান্দনা এলাকায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার অভিযোগ করেছেন দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। আজ রোববার সন্ধ্যায় সারজিসের ভ্যারিফায়েড ফেসবুকে আইডিতে এক স্ট্যাটাসে তিনি এই অভিযোগ করেন।
১৭ ঘণ্টা আগে