নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর গোলাপবাগে শুরু হয়েছে বিএনপির গণসমাবেশ। এরই মধ্যে শনিবার সকাল থেকে বিভিন্ন রাজপথ ও অলিগলি নিজেদের দখলে নিয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা। এ সময় মাইকে দেশাত্মবোধক গান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ চলতে শোনা গেছে। নেতা-কর্মীরা ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘বিএনপির দালালেরা হুঁশিয়ার, সাবধান’সহ নানা স্লোগান দিচ্ছেন।
আজ শনিবার সকাল ৮টা ১৫ মিনিটে মোহাম্মদপুর আল্লাহ করিম মসজিদের সামনে দেখা যায় ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ অবস্থান কর্মসূচি পালন করছে। কথা হয় এই ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী বিধাননাথ দীপুর সঙ্গে। তিনি বলেন, ‘সকাল থেকেই আমরা এখানে ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মীরা অবস্থান কর্মসূচি পালন করছি। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও অরাজকতা রুখে দেব।’
শ্যামলী কলেজগেট জেনেভা ক্যাম্পের সড়কের মুখে, গাবতলী মাজার রোড, বেড়িবাঁধ রোডসহ বেশ কয়েকটি সড়কের মোড়ে স্থানীয় আওয়ামী লীগের তত্ত্বাবধানে চলছে এমন অবস্থান কর্মসূচি। এসব অস্থায়ী মঞ্চে লাগানো মাইকে চলছে দেশের গান ও বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ। কোনো কোনো মঞ্চে আওয়ামী লীগের নেতা-কর্মীদের দেখা না গেলেও সেখানে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বসে থেকে গল্প-গুজব করতে দেখা গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরে দেখা গেছে, বেশ ফাঁকা ক্যাম্পাস। তবে সতর্ক অবস্থানে দেখা গেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মীদের।
মিরপুর-১০ নম্বর গোলচক্কর এলাকায় কাফরুল রোডের মাথায় বিশাল এক মঞ্চে আওয়ামী লীগের প্রায় ২০০ নেতা-কর্মীর উপস্থিত দেখা গেছে। মাইকে চলছিল দেশের গান। উপস্থিত এক ব্যক্তি নিজেকে স্থানীয় আওয়ামী লীগের নেতা দাবি করে বলেন, ‘আমরা এখানে অবস্থান নিয়েছি জননেত্রী শেখ হাসিনার নির্দেশে। তাঁর নির্দেশেই এখান থেকে উঠে যাব। বিএনপি-জামায়াতের অপশক্তি রুখে দিতে যা করার তা-ই করব।
মাঝে মাঝেই উপস্থিত নেতা-কর্মীরা ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিচ্ছিলেন সে সময়। শেওড়াপাড়া, কাজীপাড়া ও মণিপুরীপাড়া এলাকায় দলীয় কোনো অবস্থান চোখে না পড়লেও পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান দেখা গেছে।
৯টা ২৫ মিনিটে ফার্মগেট এলাকার ফার্মভিউ হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট লিমিটেডের পাশে আওয়ামী লীগের নেতা-কর্মীদের অবস্থান নিতে দেখা গেছে।
এদিকে শনিবার সকাল থেকেই বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও ছিল নেতা-কর্মীদের সরব উপস্থিতি।
বিএনপির সমাবেশ সম্পর্কিত আরও পড়ুন:
রাজধানীর গোলাপবাগে শুরু হয়েছে বিএনপির গণসমাবেশ। এরই মধ্যে শনিবার সকাল থেকে বিভিন্ন রাজপথ ও অলিগলি নিজেদের দখলে নিয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা। এ সময় মাইকে দেশাত্মবোধক গান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ চলতে শোনা গেছে। নেতা-কর্মীরা ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘বিএনপির দালালেরা হুঁশিয়ার, সাবধান’সহ নানা স্লোগান দিচ্ছেন।
আজ শনিবার সকাল ৮টা ১৫ মিনিটে মোহাম্মদপুর আল্লাহ করিম মসজিদের সামনে দেখা যায় ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ অবস্থান কর্মসূচি পালন করছে। কথা হয় এই ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী বিধাননাথ দীপুর সঙ্গে। তিনি বলেন, ‘সকাল থেকেই আমরা এখানে ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মীরা অবস্থান কর্মসূচি পালন করছি। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও অরাজকতা রুখে দেব।’
শ্যামলী কলেজগেট জেনেভা ক্যাম্পের সড়কের মুখে, গাবতলী মাজার রোড, বেড়িবাঁধ রোডসহ বেশ কয়েকটি সড়কের মোড়ে স্থানীয় আওয়ামী লীগের তত্ত্বাবধানে চলছে এমন অবস্থান কর্মসূচি। এসব অস্থায়ী মঞ্চে লাগানো মাইকে চলছে দেশের গান ও বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ। কোনো কোনো মঞ্চে আওয়ামী লীগের নেতা-কর্মীদের দেখা না গেলেও সেখানে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বসে থেকে গল্প-গুজব করতে দেখা গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরে দেখা গেছে, বেশ ফাঁকা ক্যাম্পাস। তবে সতর্ক অবস্থানে দেখা গেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মীদের।
মিরপুর-১০ নম্বর গোলচক্কর এলাকায় কাফরুল রোডের মাথায় বিশাল এক মঞ্চে আওয়ামী লীগের প্রায় ২০০ নেতা-কর্মীর উপস্থিত দেখা গেছে। মাইকে চলছিল দেশের গান। উপস্থিত এক ব্যক্তি নিজেকে স্থানীয় আওয়ামী লীগের নেতা দাবি করে বলেন, ‘আমরা এখানে অবস্থান নিয়েছি জননেত্রী শেখ হাসিনার নির্দেশে। তাঁর নির্দেশেই এখান থেকে উঠে যাব। বিএনপি-জামায়াতের অপশক্তি রুখে দিতে যা করার তা-ই করব।
মাঝে মাঝেই উপস্থিত নেতা-কর্মীরা ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিচ্ছিলেন সে সময়। শেওড়াপাড়া, কাজীপাড়া ও মণিপুরীপাড়া এলাকায় দলীয় কোনো অবস্থান চোখে না পড়লেও পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান দেখা গেছে।
৯টা ২৫ মিনিটে ফার্মগেট এলাকার ফার্মভিউ হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট লিমিটেডের পাশে আওয়ামী লীগের নেতা-কর্মীদের অবস্থান নিতে দেখা গেছে।
এদিকে শনিবার সকাল থেকেই বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও ছিল নেতা-কর্মীদের সরব উপস্থিতি।
বিএনপির সমাবেশ সম্পর্কিত আরও পড়ুন:
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘আওয়ামী লীগ যখন জামায়াতে ইসলামীকে রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করেছে, আমি তার প্রতিবাদ করেছি। একইভাবে এখন বলছি, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না।’
৩ ঘণ্টা আগেস্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে ইস্তফা দেওয়ার পর রাজনীতিতে যুক্ত হয়ে জাতীয় নির্বাচনে প্রার্থী হবেন কি না, তা অবশ্য টক শোতে স্পষ্ট করেননি গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আসিফ মাহমুদ। একই সঙ্গে গণ-অভ্যুত্থানের ছাত্রনেতাদের নিয়
৫ ঘণ্টা আগেজুলাই সনদের আইনগত ভিত্তি দেওয়া ছাড়া বিদেশিদের দ্বারা কোনো পাতানো নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী অংশ নেবে না বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আজ বুধবার (১৩ আগস্ট) বিকেলে রাজধানীর বিজয়নগর সড়কে এক সমাবেশে প্রধান অতিথির বক্তেব্য তিনি এ কথা বলেন।
৬ ঘণ্টা আগেকমরেড হারুন চৌধুরী নিজেকে বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) সভাপতি দাবি করে বলেছেন, ‘দিলীপ বড়ুয়া দলের সাধারণ সম্পাদক ছিলেন। তবে তিনি এখন কোথায় আছেন, সেই বিষয়ে আমি কিছুই জানি না। আমি দলের সভাপতি।’
৬ ঘণ্টা আগে