নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিজেকে পার্টির চেয়ারম্যান ঘোষণা করে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তির সঙ্গে রওশন এরশাদ জড়িত নন। আজ মঙ্গলবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে এমন কথা বলেছেন রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসীহ।
আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে নিজেকে দলের চেয়ারম্যান ঘোষণা করেন জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ। এ বিষয়ে রওশন এরশাদকে বেশ কয়েকবার ফোন করা হলে তিনি রিসিভ করেননি।
পরে রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসীহর সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ষড়যন্ত্রমূলকভাবে এই বিজ্ঞপ্তি দেওয়া হতে পারে। ওই চিঠির সঙ্গে ম্যাডাম (রওশন এরশাদ) জড়িত নন, আমরাও জড়িত না। হঠাৎ করে একটা চিঠি চলে এসেছে।’
তাহলে চিঠিটি (বিজ্ঞপ্তি) কারা দিল—এমন প্রশ্নের জবাবে গোলাম মসীহ বলেন, ‘এটা কারা করেছে বুঝতে পারছি না। চেয়ারম্যান কে হবেন—সেটা তো গঠনতন্ত্রে বলা হয়েছে। এভাবে তো চিঠি দিয়ে একজন বলতে পারেন না যে তিনি চেয়ারম্যান। এটার তো একটা প্রক্রিয়া আছে।’
এ বিষয়ে জানতে চাইলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু আজকের পত্রিকাকে বলেন, ‘উনি (রওশন এরশাদ) দলের কেউ না। সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাঁর নেই। তিনি কী করলেন, না করলেন সে নিয়ে আমাদের চিন্তা নেই।’
পরে রওশন এরশাদের ঘোষণার বিষয়টিকে ‘অসত্য’ দাবি করে সাংবাদিকদের তিনি বলেন, ‘জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত কিছু ব্যক্তি ম্যাডামের (রওশন এরশাদ) নাম ব্যবহার করে এমন একটি ভুয়া নিউজ দিয়েছে। এমন কোনো ঘটনা ঘটেনি এবং এমন ঘটনার সুযোগ নেই।’
চুন্নু আরও বলেন, ‘বিজ্ঞপ্তিতে জাতীয় পার্টির যে কজন কো-চেয়ারম্যানের কথা বলা হয়েছে, তাঁদের প্রত্যেকের সঙ্গে আমার কথা হয়েছে। তাঁরা এমন কোনো সিদ্ধান্তে সহায়তা করেননি এবং স্বাক্ষর করেননি বলে জানিয়েছেন।’
এদিকে জিএম কাদেরের অনুপস্থিতিতে রওশনের এমন ঘোষণার মাধ্যমে জাতীয় পার্টিতে ভাঙনের চেষ্টা চালানো হচ্ছে বলে আশঙ্কা করছেন দলের অনেক নেতা। জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ বলেন, দলে বিভক্তি আনার জন্য কোনো মহল এ ধরনের তৎপরতা চালাচ্ছে।
জাপার আরেক কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, ‘জিএম কাদের সাহেব আছেন, থাকবেন। রওশন এরশাদ আমাদের মায়ের মতো। তিনি আমাদের প্রধান পৃষ্ঠপোষক।’
জাপার প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু এক বিবৃতিতে বলেছেন, ‘জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে বহাল আছেন। আমরা তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি এবং থাকব।’
নিজেকে পার্টির চেয়ারম্যান ঘোষণা করে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তির সঙ্গে রওশন এরশাদ জড়িত নন। আজ মঙ্গলবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে এমন কথা বলেছেন রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসীহ।
আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে নিজেকে দলের চেয়ারম্যান ঘোষণা করেন জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ। এ বিষয়ে রওশন এরশাদকে বেশ কয়েকবার ফোন করা হলে তিনি রিসিভ করেননি।
পরে রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসীহর সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ষড়যন্ত্রমূলকভাবে এই বিজ্ঞপ্তি দেওয়া হতে পারে। ওই চিঠির সঙ্গে ম্যাডাম (রওশন এরশাদ) জড়িত নন, আমরাও জড়িত না। হঠাৎ করে একটা চিঠি চলে এসেছে।’
তাহলে চিঠিটি (বিজ্ঞপ্তি) কারা দিল—এমন প্রশ্নের জবাবে গোলাম মসীহ বলেন, ‘এটা কারা করেছে বুঝতে পারছি না। চেয়ারম্যান কে হবেন—সেটা তো গঠনতন্ত্রে বলা হয়েছে। এভাবে তো চিঠি দিয়ে একজন বলতে পারেন না যে তিনি চেয়ারম্যান। এটার তো একটা প্রক্রিয়া আছে।’
এ বিষয়ে জানতে চাইলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু আজকের পত্রিকাকে বলেন, ‘উনি (রওশন এরশাদ) দলের কেউ না। সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাঁর নেই। তিনি কী করলেন, না করলেন সে নিয়ে আমাদের চিন্তা নেই।’
পরে রওশন এরশাদের ঘোষণার বিষয়টিকে ‘অসত্য’ দাবি করে সাংবাদিকদের তিনি বলেন, ‘জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত কিছু ব্যক্তি ম্যাডামের (রওশন এরশাদ) নাম ব্যবহার করে এমন একটি ভুয়া নিউজ দিয়েছে। এমন কোনো ঘটনা ঘটেনি এবং এমন ঘটনার সুযোগ নেই।’
চুন্নু আরও বলেন, ‘বিজ্ঞপ্তিতে জাতীয় পার্টির যে কজন কো-চেয়ারম্যানের কথা বলা হয়েছে, তাঁদের প্রত্যেকের সঙ্গে আমার কথা হয়েছে। তাঁরা এমন কোনো সিদ্ধান্তে সহায়তা করেননি এবং স্বাক্ষর করেননি বলে জানিয়েছেন।’
এদিকে জিএম কাদেরের অনুপস্থিতিতে রওশনের এমন ঘোষণার মাধ্যমে জাতীয় পার্টিতে ভাঙনের চেষ্টা চালানো হচ্ছে বলে আশঙ্কা করছেন দলের অনেক নেতা। জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ বলেন, দলে বিভক্তি আনার জন্য কোনো মহল এ ধরনের তৎপরতা চালাচ্ছে।
জাপার আরেক কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, ‘জিএম কাদের সাহেব আছেন, থাকবেন। রওশন এরশাদ আমাদের মায়ের মতো। তিনি আমাদের প্রধান পৃষ্ঠপোষক।’
জাপার প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু এক বিবৃতিতে বলেছেন, ‘জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে বহাল আছেন। আমরা তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি এবং থাকব।’
নারী বিষয়ক সংস্কার কমিশন প্রস্তাবনার সমালোচনা করতে গিয়ে ‘বিভিন্ন’ সমাবেশ থেকে নারীদের প্রতি প্রকাশ্যে যে শ্লেষাত্মক ও অমর্যাদাকর বক্তব্য প্রদান করা হয়েছে তার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
৮ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে জাহিদুল ইসলাম বলেন, ‘আপনারা কোনো স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় আসেননি। তাই গণহত্যার মতো অপরাধের বিচারের ক্ষেত্রে আমাদের আইনের বয়ান শোনাবেন না। হাজারো শহীদের রক্তের বিনিময়ে যারা ক্ষমতায় এসেছে, তাদের কেউ কেউ আজ ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা করছে। আমরা স্পষ্টভাবে
২৪ মিনিট আগেলন্ডনের হিথরো বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে তিনি বিমানবন্দরে পৌঁছান।
২৮ মিনিট আগেবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে হিথরো বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছেন তারেক রহমান। আজ সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৭টার দিকে তারেক রহমান নিজ বাসা থেকে তাঁকে নিয়ে বের হন।
১ ঘণ্টা আগে