Ajker Patrika

পররাষ্ট্রমন্ত্রীর উক্তি জনগণের সঙ্গে তামাশা: ফখরুল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পররাষ্ট্রমন্ত্রীর উক্তি জনগণের সঙ্গে তামাশা: ফখরুল 

অন্যান্য দেশের তুলনায় আমরা সুখে আছি, বেহেশতে আছি পররাষ্ট্রমন্ত্রীর এমন উক্তিকে জনগণের সঙ্গে তামাশা বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘দেশের মানুষের যখন প্রতিমুহুর্তে ভোগান্তি হচ্ছে, কষ্ট করছে, হিমশিম খাচ্ছে এবং জীবন দুর্বিষহ হচ্ছে সেই সময়ে পররাষ্ট্র মন্ত্রী বেহেশতে যাওয়ার কথা বললেন, যে বেহেশতে আছে।’ 

আজ শনিবার দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপি মহাসচিব এ রকম এসব কথা বলেন।

ব্যক্তিগত পর্যায়ে কথা বলার জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘ইদানীংকালে ওনার (পররাষ্ট্র মন্ত্রী) যে চেহারা, সেই চেহারার মধ্যে যেটা ফুটে উঠেছেন যে, স্ফীত হয়েছেন এবং বেশির ভাগ মন্ত্রীদের যেটা হয়েছে যে, সকলেরই আমাদের দেশি ভাষায় বলি, সরি যে একটা হালকা কথা বলব, ‘চিটনাই বেড়ে গেছে’। তার কারণটা হচ্ছে প্রচুর লুটপাট হচ্ছে। সেই লুটপাটের কারণে তারা জনগণের সঙ্গে পরিহাস, তামাশা শুরু করেছে এই সমস্যা (বিদ্যুতের লোডশেডিং) নিয়ে।’ 

পররাষ্ট্রমন্ত্রীসহ সব মন্ত্রীদের এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকা উচিত এমন পরামর্শ দিয়ে ফখরুল বলেন, ‘মন্ত্রী মহোদয় এর আগেও এমন এমন সব উক্তি করেছেন যে উক্তিগুলোতে দেশের মানুষ কিছুটা হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তবে ওনার এ রকম পরিহাস করার কোনো অধিকার নেই।’ 

বিদ্যুৎ খাতে বিশেষ দায়মুক্তি আইন তৈরি করে দুর্নীতি ও লুটপাটের জন্য সংশ্লিষ্ট আমলা-প্রকৌশলীদের দায়মুক্তি দেওয়া হয়েছে। যা এই সব লুটপাট ও দুর্নীতিকে ত্বরান্বিত করেছে বলেও মনে করেন বিএনপি এই নেতা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত