Ajker Patrika

কোথায় সংকট, দেশে কোনো সংকট দেখছি না: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ মে ২০২৫, ১৭: ২৯
আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের খবরের বিষয়ে বলেছেন, প্রধান উপদেষ্টার পদত্যাগে তিনি কোনো সংকট দেখছেন না। তিনি প্রশ্ন রেখেছেন, ‘কোথায় সংকট?’

আজ শনিবার রাজধানীর নিকুঞ্জে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) আয়োজিত ‘ক্যাপিটাল মার্কেট ইন বাংলাদেশ ডিসকোর্স: ফিলোসফি অ্যান্ড প্র্যাকটিস’—শীর্ষক অনুষ্ঠান শেষে বেরিয়ে আমীর খসরু সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

চলতি বছরের ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব বলে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আগামী ডিসেম্বরের আগেই নির্বাচন হতে পারে। এর জন্য ডিসেম্বর পর্যন্ত যেতে হবে কেন, তার আগেই হতে পারে।’

আমীর খসরু বলেন, ‘গত ১৬ বছর ধরে বাংলাদেশের মানুষ যার জন্য অপেক্ষা করছেন, তা হলো নির্বাচন। একটি গণতান্ত্রিক পরিবেশে যাওয়ার উপায় হলো নির্বাচন।’

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদত্যাগের খবর নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোথায় সংকট, আমরা দেশে কোনো সংকট দেখছি না। এগুলো কোনো আলোচনার বিষয় না। আলোচনার বিষয় হলো, বাংলাদেশে আমরা যত দ্রুত গণতন্ত্রের পথে এগিয়ে যাব এবং গণতান্ত্রিক অর্ডার ফিরে পাব।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার-সংসদ গঠন হবে, জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। যার জন্য গত ১৬ বছর বাংলাদেশের মানুষ ত্যাগ স্বীকার করেছে-এটাই হচ্ছে মুখ্য বিষয় আলোচনার বিষয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত