উত্তরা (ঢাকা) প্রতিনিধি
শিক্ষকদের রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তফা জামান। তিনি বলেছেন, ‘একমাত্র অপরাজনীতির কারণে শিক্ষকদের সম্মান নষ্ট হচ্ছে। আমি আহ্বান জানাব, শিক্ষকেরা যেন রাজনীতি না করেন। শিক্ষার্থীদের শিক্ষা কীভাবে বৃদ্ধি করা যায়, সেদিকে মনোযোগী হতে হবে। শিক্ষকদের রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে।’
উত্তরার কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠানে আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
এ সময় তিনি দলমত-নির্বিশেষে সব অভিভাবক ও শিক্ষক-শিক্ষার্থীকে স্কুলের উন্নয়নের কাজে পাশে থাকার অনুরোধ জানান।
মোস্তফা জামান বলেন, ‘আমরা যখন পড়াশোনা করেছি, আমাদের শিক্ষকেরা শুধু আমাদের মানুষ করতে পড়াশোনার রাজনীতি করেছে। এখন কিছু শিক্ষক রাজনীতির সঙ্গে জড়িত হয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিচ্ছে। তাদের কারণে শিক্ষকদের সম্মান অনেকটাই কমে গেছে। তাই দয়া করে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী যারা আছে, তাদের এখন রাজনীতি করার দরকার নেই।’
মোস্তফা জামান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমারা যারা শিক্ষার্থী আছ, তোমাদের সময় হলে রাজনীতিতে যুক্ত হবে। এখন পড়াশোনার সময়, তোমরা এখন মন দিয়ে পড়াশোনা কর।’
মোস্তফা জামান বলেন, আওয়ামী লীগ ক্ষমার যোগ্য না। তাদের ভেতরে কোনো অনুশোচনা নেই। ২৪ জুলাই তারা যে হত্যাকাণ্ড চালিয়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত ক্ষমা চায়নি। বরং তারা দেশ-বিদেশে পালিয়ে আছে। সেখানে বিভিন্ন মানুষকে হয়রানি করে দেশের সুনাম ক্ষুণ্ন করায় ব্যস্ত। আওয়ামী লীগ যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেদিকে লক্ষ রাখতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বডির সভাপতি সুরুজ্জামান, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের চেয়ারম্যান, বাংলাদেশ ডিবেট অ্যাসোসিয়েশনের আল মামুন রাসেল, তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন অর রশিদ খোকা প্রমুখ উপস্থিত ছিলেন।
শিক্ষকদের রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তফা জামান। তিনি বলেছেন, ‘একমাত্র অপরাজনীতির কারণে শিক্ষকদের সম্মান নষ্ট হচ্ছে। আমি আহ্বান জানাব, শিক্ষকেরা যেন রাজনীতি না করেন। শিক্ষার্থীদের শিক্ষা কীভাবে বৃদ্ধি করা যায়, সেদিকে মনোযোগী হতে হবে। শিক্ষকদের রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে।’
উত্তরার কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠানে আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
এ সময় তিনি দলমত-নির্বিশেষে সব অভিভাবক ও শিক্ষক-শিক্ষার্থীকে স্কুলের উন্নয়নের কাজে পাশে থাকার অনুরোধ জানান।
মোস্তফা জামান বলেন, ‘আমরা যখন পড়াশোনা করেছি, আমাদের শিক্ষকেরা শুধু আমাদের মানুষ করতে পড়াশোনার রাজনীতি করেছে। এখন কিছু শিক্ষক রাজনীতির সঙ্গে জড়িত হয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিচ্ছে। তাদের কারণে শিক্ষকদের সম্মান অনেকটাই কমে গেছে। তাই দয়া করে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী যারা আছে, তাদের এখন রাজনীতি করার দরকার নেই।’
মোস্তফা জামান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমারা যারা শিক্ষার্থী আছ, তোমাদের সময় হলে রাজনীতিতে যুক্ত হবে। এখন পড়াশোনার সময়, তোমরা এখন মন দিয়ে পড়াশোনা কর।’
মোস্তফা জামান বলেন, আওয়ামী লীগ ক্ষমার যোগ্য না। তাদের ভেতরে কোনো অনুশোচনা নেই। ২৪ জুলাই তারা যে হত্যাকাণ্ড চালিয়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত ক্ষমা চায়নি। বরং তারা দেশ-বিদেশে পালিয়ে আছে। সেখানে বিভিন্ন মানুষকে হয়রানি করে দেশের সুনাম ক্ষুণ্ন করায় ব্যস্ত। আওয়ামী লীগ যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেদিকে লক্ষ রাখতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বডির সভাপতি সুরুজ্জামান, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের চেয়ারম্যান, বাংলাদেশ ডিবেট অ্যাসোসিয়েশনের আল মামুন রাসেল, তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন অর রশিদ খোকা প্রমুখ উপস্থিত ছিলেন।
শাপলা, সাদা শাপলা বা লাল শাপলা প্রতীক বরাদ্দের জন্য নির্বাচন কমিশনের পরিচালনা বিধিমালা, ২০০৮ সংশোধন করার আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বুধবার দলটির পক্ষ থেকে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব বরাবর ই-মেইলের মাধ্যমে এই আবেদন পাঠানো হয়।
৩৫ মিনিট আগেনিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, আওয়ামী লীগের দুর্নীতি ও অপকর্মের বিচার হলে এবং অন্তর্বর্তী সরকার দৃঢ়তা দেখালে নিউইয়র্কে ফ্যাসিবাদের দোসররা এমন কর্মকাণ্ডের সাহস পেত না।
৩ ঘণ্টা আগেনিউইয়র্কে হেনস্তার ঘটনা আওয়ামী লীগের ভবিষ্যৎ আরও অনিশ্চিত করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
৩ ঘণ্টা আগেবাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নতুন কমিটি গঠন করা হয়েছে। কাজী সাজ্জাদ জহির চন্দন সভাপতি ও আবদুল্লাহ ক্বাফী রতন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সিপিবির ত্রয়োদশ কংগ্রেস শেষে আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) ৪৩ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।
৩ ঘণ্টা আগে