Ajker Patrika

'খিস্তি খেউড় করে তথ্যমন্ত্রীকে টেক্কা দিতে চান প্রতিমন্ত্রী'

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
'খিস্তি খেউড় করে তথ্যমন্ত্রীকে টেক্কা দিতে চান প্রতিমন্ত্রী'

তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদকে টেক্কা দিয়ে আলোচনায় আসতে মরিয়া তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান। যে কারণে বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে একের পর এক গালিগালাজ ও খিস্তি খেউড় করে চলেছেন তিনি। এমনটিই অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

আজ শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করে প্রতিমন্ত্রীর বক্তব্যকে পাগলের প্রলাপের সঙ্গে তুলনা করেন। তাঁর অভিযোগ তথ্য প্রতিমন্ত্রীর বক্তব্য গলির সন্ত্রাসী, মাস্তানের হুংকারের মত।

বাংলাদেশের দুর্ভাগ্য যে, এই ধরনের লোকেরাও এখন তথ্য প্রতিমন্ত্রীর চেয়ারে বসেন। মন্ত্রী হাছান মাহমুদের বাক্য দূষণে দেশের মানুষ অতিষ্ঠ। তাঁকে টেক্কা দেওয়ার জন্য এই প্রতিমন্ত্রী খিস্তি-খেউড়ের সংস্কৃতি চালু করেছেন। আলোচনায় আসতে যা মনে আসে তাই বলে চলেছেন। 

গালাগালি, খিস্তি খেউড়, হুমকি-ধমকি পরিহার করে আগামী দিনের চিন্তা করার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগকে পরামর্শ দেন বিএনপির শীর্ষ নেতা। তিনি বলেন, আজ হোক, কাল হোক সরকারকে জনগণের মুখোমুখি হতেই হবে। জনগণের আদালতে তাঁদের বিচার হবে। 

আওয়ামী লীগকে 'ভোট ডাকাতির জনক' আখ্যা দিয়ে রিজভী বলেন, গণতন্ত্রের কবর দিয়ে এই সরকার যে ডাকাতের মতো ক্ষমতায় বসে আছে, সেটা তাঁরা ভুলে গেছে। দেশে নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনতে হলে অবশ্যই নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করতে হবে। আওয়ামী লীগকে সরাতে হবে। নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া ভবিষ্যতে কোনো নির্বাচন হবে না। জনগণ হতে দেবে না। রাজপথে চূড়ান্ত ফয়সালা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত