Ajker Patrika

সংখ্যালঘুদের রক্ষায় জিএম কাদেরের আহ্বান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সংখ্যালঘুদের রক্ষায় জিএম কাদেরের আহ্বান

দেশের সংখ্যালঘুদের রক্ষায় নিজ দলের নেতা–কর্মীসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, 'জাতীয় পার্টির সব নেতা–কর্মীসহ দেশের সকলকে অনুরোধ জানাব, আপনারা সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষায় এগিয়ে আসুন। তাদের পাশে দাঁড়ান। বিপদে আপদে নিজের জীবন দিয়ে হলেও তাদের জীবনকে রক্ষা করুন।' 

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টি আয়োজিত সম্প্রীতি সমাবেশে তিনি এসব কথা বলেন। 

জিএম কাদের বলেন, হঠাৎ করে আমাদের সরকারি দলের একজন প্রতিমন্ত্রী কিছু বেফাঁস কথা বলে ফেললেন। তিনি ইসলাম ধর্ম নিয়ে কটাক্ষ করলেন। যেটা অনেকটাই আগুনের মতো উসকে দেওয়ার অবস্থা। সবদিক বিবেচনায় সরকারের তরফ থেকে আরও গভীরভাবে বিবেচনা করার সময় এসেছে, এই ষড়যন্ত্রকারী কারা? '

সরকারের কাছে দাবি জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আপনারা এটা উদ্‌ঘাটন করুন। কেন গোয়েন্দা সংস্থা এত সমন্বিত একটি প্রয়াস আগে থেকে বুঝতে পারল না। কেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটাকে ঠেকাতে পারল না।' 

জিএম কাদের বলেন, আমাদের দেশে একসঙ্গে মন্দিরে পূজা ও মসজিদে নামাজ হয়। সে সম্প্রীতি নষ্টের জন্য একটি বিশেষ মহল ষড়যন্ত্রের অংশ হিসেবেই এ ঘটনা ঘটিয়েছে। আমরা আশা করছি, এ পর্যন্ত যা হয়েছে তা আর বাড়বে না। এই ঘটনা যেন এখানেই শেষ হয়। 

সম্প্রীতি সমাবেশে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, 'ধর্ম নিয়ে রাজনীতি বাংলার মাটিতে চলবে না। সেই সঙ্গে যারা যারা এ কাজ করেছে, তাদের বিচারের আওতায় এনে আগামী ৭২ ঘণ্টার মধ্যে বিচার করুন।' 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপির ফাঁকা রাখা ঢাকার আসনে এনসিপির মনোনয়নপত্র নিলেন তাসনিম জারা

‘সি’ গ্রেডের গভর্নর খেতাব পেলেন ড. আহসান মনসুর

রাজধানীর মোহাম্মদপুরে বাসা থেকে ছাত্রদল নেতার লাশ উদ্ধার

কর্মী নিয়োগ দেবে কেয়ার বাংলাদেশ, বেতন ৪৫ হাজার টাকা

রাস্তার পাশে জ্বালানি তেল বিক্রি সাময়িক বন্ধ থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
Loading...