নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শেরপুরের নালিতাবাড়ী উপজেলা সমন্বয় কমিটিতে পদ পাওয়া এক নারী দাবি করেছেন, তিনি কোনো প্রকার রাজনৈতিক দলের সঙ্গেই জড়িত নন। এই কমিটির সঙ্গেও তিনি নেই। গতকাল শুক্রবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি এই তথ্য জানান।
সামিয়া সুলতানা শারমীন নামের ওই নারী একজন শিক্ষানবিশ আইনজীবী। তাঁকে কমিটিতে সদস্য পদ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাতে এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের স্বাক্ষরে ৩১ সদস্যের এই নালিতাবাড়ী উপজেলা সমন্বয় কমিটি প্রকাশ করা হয়।
কমিটিতে নিজের নাম দেখে সামিয়া ফেসবুকে লেখেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতে পারলাম যে সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয়কের সদস্যে আমার নাম। আমি কোনো প্রকার রাজনৈতিক দলের সাথে জড়িত না এবং আমি এই কমিটির সাথেও কোনোভাবে জড়িত না। কে বা কারা আমার নাম এই কমিটিতে দিয়েছে। আমি এই বিষয়ে কোনোভাবেই জড়িত ছিলাম না। আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। প্রয়োজনে এই বিষয়ে আইনের আশ্রয় নেব।’
জানতে চাইলে সামিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এই বিষয়ে কিছুই জানতাম না। তারা কোথা থেকে আমার নাম দিল? আমার অনুমতি ছাড়া নাম, মোবাইল নম্বর ব্যবহার করেছে। আমি একজন শিক্ষানবিশ আইনজীবী। আমাকে এই বিব্রতকর পরিস্থিতিতে যারা ফেলেছে, আমি তাদের শাস্তি চাই।’
এদিকে উপজেলার গুজাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে চাকরিরত জুবায়ের আহাম্মেদকে কমিটিতে প্রধান সমন্বয়কারী করা হয়েছে। এ ছাড়া শহর যুবলীগের ক্রীড়া সম্পাদক রকিবুল হাসান রকিসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একাধিক নেতা-কর্মী কমিটিতে স্থান পাওয়ায় ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। বিভিন্ন সময়ে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ওই নেতা-কর্মীদের তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে নিন্দা জানাচ্ছেন কেউ কেউ।
এ বিষয়ে যোগাযোগ করা হলে জেলা এনসিপির ১ নম্বর সদস্য আরিফ সাফফারী আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়গুলো আমরা জেনেছি। এ নিয়ে আমাদের ফোরামে আলোচনা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শেরপুরের নালিতাবাড়ী উপজেলা সমন্বয় কমিটিতে পদ পাওয়া এক নারী দাবি করেছেন, তিনি কোনো প্রকার রাজনৈতিক দলের সঙ্গেই জড়িত নন। এই কমিটির সঙ্গেও তিনি নেই। গতকাল শুক্রবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি এই তথ্য জানান।
সামিয়া সুলতানা শারমীন নামের ওই নারী একজন শিক্ষানবিশ আইনজীবী। তাঁকে কমিটিতে সদস্য পদ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাতে এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের স্বাক্ষরে ৩১ সদস্যের এই নালিতাবাড়ী উপজেলা সমন্বয় কমিটি প্রকাশ করা হয়।
কমিটিতে নিজের নাম দেখে সামিয়া ফেসবুকে লেখেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতে পারলাম যে সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয়কের সদস্যে আমার নাম। আমি কোনো প্রকার রাজনৈতিক দলের সাথে জড়িত না এবং আমি এই কমিটির সাথেও কোনোভাবে জড়িত না। কে বা কারা আমার নাম এই কমিটিতে দিয়েছে। আমি এই বিষয়ে কোনোভাবেই জড়িত ছিলাম না। আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। প্রয়োজনে এই বিষয়ে আইনের আশ্রয় নেব।’
জানতে চাইলে সামিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এই বিষয়ে কিছুই জানতাম না। তারা কোথা থেকে আমার নাম দিল? আমার অনুমতি ছাড়া নাম, মোবাইল নম্বর ব্যবহার করেছে। আমি একজন শিক্ষানবিশ আইনজীবী। আমাকে এই বিব্রতকর পরিস্থিতিতে যারা ফেলেছে, আমি তাদের শাস্তি চাই।’
এদিকে উপজেলার গুজাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে চাকরিরত জুবায়ের আহাম্মেদকে কমিটিতে প্রধান সমন্বয়কারী করা হয়েছে। এ ছাড়া শহর যুবলীগের ক্রীড়া সম্পাদক রকিবুল হাসান রকিসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একাধিক নেতা-কর্মী কমিটিতে স্থান পাওয়ায় ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। বিভিন্ন সময়ে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ওই নেতা-কর্মীদের তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে নিন্দা জানাচ্ছেন কেউ কেউ।
এ বিষয়ে যোগাযোগ করা হলে জেলা এনসিপির ১ নম্বর সদস্য আরিফ সাফফারী আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়গুলো আমরা জেনেছি। এ নিয়ে আমাদের ফোরামে আলোচনা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির প্রার্থী বাছাইপ্রক্রিয়া শেষের দিকে। মাঠপর্যায়ের জরিপ ও সাংগঠনিক রীতি মেনে প্রার্থী বাছাইয়ের এ প্রক্রিয়া চালাচ্ছে দলটি, যা আগামী অক্টোবরেই চূড়ান্ত রূপ দিতে চান নেতারা। দলের নীতিনির্ধারকেরা জানিয়েছেন, শিগগিরই এ প্রক্রিয়ার চূড়ান্ত ফল দৃশ্যমান হবে...
৩৩ মিনিট আগেআবার আওয়ামী লীগ প্রতিষ্ঠার স্বপ্ন শুধু দুঃস্বপ্ন নয়, পাগলের প্রলাপ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত বিক্ষোভ..
২ ঘণ্টা আগেজামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল। আজ বৃহস্পতিবার জামায়াত ঢাকা মহানগরী দক্ষিণের (ঢাকা-৬ আসনের) উদ্যোগে মন্দির ও পূজা..
৩ ঘণ্টা আগেনিখোঁজ হওয়া তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদের অবস্থান চিহ্নিত করে তাঁকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, মামুনের পরিবার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা সত্ত্বেও প্রশাসনের ভূম
৪ ঘণ্টা আগে