নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাবেক দুই সেনাশাসক মেজর জিয়াউর রহমান ও হোসেইন মোহাম্মদ এরশাদ দেশের সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছেন। জিয়াউর রহমান রাষ্ট্রকে ধার্মিক বানিয়েছেন। বুধবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত ‘জেল হত্যা, আইনের শাসন, সংবিধান ও সাংবিধানিকতা’—শীর্ষক আলোচনা সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এসব কথা বলেন।
শ ম রেজাউল করিম বলেছেন, ‘রাষ্ট্রের কোনো ধর্ম থাকতে পারে না, ধর্মনিরপেক্ষতা হবে রাষ্ট্রের মূলস্তম্ভ। জিয়াউর রহমান রাষ্ট্রকে ধার্মিক বানিয়েছেন। তার পর জেনারেল এরশাদ এবং খালেদা জিয়াও একই কায়দায় সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনায় ছুরি চালিয়েছেন। এমনকি যুদ্ধাপরাধীদের রাজনীতি করার অধিকার দিয়ে মুক্তিযোদ্ধাদের অবমাননা করেছে খালেদা জিয়া।’ বিএনপি অবৈধ দল উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘দেশের সর্বোচ্চ আদালত রায় দিয়েছে জিয়াউর রহমানের শাসন আমল এবং সব কর্মকাণ্ড অবৈধ ও অসাংবিধানিক। এ হিসেবে তার গড়া দল বিএনপিও অবৈধ।’
দেশে আইনের শাসন অব্যাহত আছে দাবি করে এই আইনপ্রণেতা বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার কারণে যুদ্ধাপরাধী বিচার হয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠা করেছে। নারায়ণগঞ্জে সাত খুনের বিচার হয়েছে।’
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আইন সম্পাদক ড. ওহিদুর রহমান টিপুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন—অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু প্রমুখ।
অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব সময় বাঙালির আত্মমর্যাদার কথা ভাবতেন বলেই মুক্তিযুদ্ধে বিজয়ের ১১ মাসের মধ্যে বাংলাদেশের সংবিধান প্রণয়ন করেছেন। স্বাধীনতা অর্জনের পরপরই দেশের সংবিধান প্রণয়নে বঙ্গবন্ধু একটি কমিটি করে দেন। ১৯৭২ সালের ৪ নভেম্বর বাংলাদেশের সংবিধান গৃহীত হয়। যুদ্ধে বিজয়ী কোনো একটি নতুন দেশে এত অল্পসময়ে সংবিধান প্রণয়ন ইতিহাসে বিরল ঘটনা। এটি বঙ্গবন্ধুর একটি অনন্য সাফল্য।’
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘বঙ্গবন্ধু বলতেন, বাংলাদেশের সংবিধান রচনার পটভূমি ১৯৫২ সালে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে শুরু হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা, ১৯৭৫ সালের ৩ নভেম্বর জাতীয় চার নেতাকে কারাগারের অভ্যন্তরে হত্যার পর ৭২ এর সংবিধানকে কাটাছেঁড়া করা হয়। দেশকে নিয়ে ষড়যন্ত্র চলতে থাকে। সংবিধান বিরোধী নানা কর্মকাণ্ড চলতে থেকে। কোনো একক শাসক বা ব্যক্তির ইচ্ছায় সংবিধান পরিবর্তন করা যায় না। সংবিধান পরিবর্তনের নির্দিষ্ট পদ্ধতি ও রীতি রয়েছে।’
সাবেক দুই সেনাশাসক মেজর জিয়াউর রহমান ও হোসেইন মোহাম্মদ এরশাদ দেশের সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছেন। জিয়াউর রহমান রাষ্ট্রকে ধার্মিক বানিয়েছেন। বুধবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত ‘জেল হত্যা, আইনের শাসন, সংবিধান ও সাংবিধানিকতা’—শীর্ষক আলোচনা সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এসব কথা বলেন।
শ ম রেজাউল করিম বলেছেন, ‘রাষ্ট্রের কোনো ধর্ম থাকতে পারে না, ধর্মনিরপেক্ষতা হবে রাষ্ট্রের মূলস্তম্ভ। জিয়াউর রহমান রাষ্ট্রকে ধার্মিক বানিয়েছেন। তার পর জেনারেল এরশাদ এবং খালেদা জিয়াও একই কায়দায় সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনায় ছুরি চালিয়েছেন। এমনকি যুদ্ধাপরাধীদের রাজনীতি করার অধিকার দিয়ে মুক্তিযোদ্ধাদের অবমাননা করেছে খালেদা জিয়া।’ বিএনপি অবৈধ দল উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘দেশের সর্বোচ্চ আদালত রায় দিয়েছে জিয়াউর রহমানের শাসন আমল এবং সব কর্মকাণ্ড অবৈধ ও অসাংবিধানিক। এ হিসেবে তার গড়া দল বিএনপিও অবৈধ।’
দেশে আইনের শাসন অব্যাহত আছে দাবি করে এই আইনপ্রণেতা বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার কারণে যুদ্ধাপরাধী বিচার হয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠা করেছে। নারায়ণগঞ্জে সাত খুনের বিচার হয়েছে।’
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আইন সম্পাদক ড. ওহিদুর রহমান টিপুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন—অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু প্রমুখ।
অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব সময় বাঙালির আত্মমর্যাদার কথা ভাবতেন বলেই মুক্তিযুদ্ধে বিজয়ের ১১ মাসের মধ্যে বাংলাদেশের সংবিধান প্রণয়ন করেছেন। স্বাধীনতা অর্জনের পরপরই দেশের সংবিধান প্রণয়নে বঙ্গবন্ধু একটি কমিটি করে দেন। ১৯৭২ সালের ৪ নভেম্বর বাংলাদেশের সংবিধান গৃহীত হয়। যুদ্ধে বিজয়ী কোনো একটি নতুন দেশে এত অল্পসময়ে সংবিধান প্রণয়ন ইতিহাসে বিরল ঘটনা। এটি বঙ্গবন্ধুর একটি অনন্য সাফল্য।’
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘বঙ্গবন্ধু বলতেন, বাংলাদেশের সংবিধান রচনার পটভূমি ১৯৫২ সালে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে শুরু হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা, ১৯৭৫ সালের ৩ নভেম্বর জাতীয় চার নেতাকে কারাগারের অভ্যন্তরে হত্যার পর ৭২ এর সংবিধানকে কাটাছেঁড়া করা হয়। দেশকে নিয়ে ষড়যন্ত্র চলতে থাকে। সংবিধান বিরোধী নানা কর্মকাণ্ড চলতে থেকে। কোনো একক শাসক বা ব্যক্তির ইচ্ছায় সংবিধান পরিবর্তন করা যায় না। সংবিধান পরিবর্তনের নির্দিষ্ট পদ্ধতি ও রীতি রয়েছে।’
দেশের হিন্দু সম্প্রদায়ের সদস্যদের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আপনারা কারও চেয়ে কম নন। আপনারা বাংলাদেশের নাগরিক। এ দেশ আপনাদের জন্মভূমি। রাজনৈতিক মত আলাদা হতে পারে, দল ভিন্ন হতে পারে, তবে অধিকার সবারই সমান। সেই অধিকার রক্ষা করতে আমরা জীবন দিতেও প্রস্তুত।’
১৫ মিনিট আগেবিএনপি রাষ্ট্রক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাওয়া থেকে বিরত থাকার প্রতিজ্ঞায় অটল নিজাম উদ্দিন অসুস্থ হয়ে পড়েছেন। গুরুতর অসুস্থ বিএনপির এই সমর্থকের খোঁজ নিতে বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
১৮ ঘণ্টা আগেঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদ-সংক্রান্ত মামলা ‘ইশরাক হোসেন বনাম শেখ ফজলে নূর তাপস গং’-এর রায় এবং এ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলছে, এ মামলার বিচারপ্রক্রিয়া ও কমিশনের আচরণ প্রশ্নবিদ্ধ এবং তা নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষতা
১৮ ঘণ্টা আগেগণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ পরিত্যক্ত রাজনৈতিক দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগ এখন মরা লাশ, এই লাশ নিয়ে টানাটানি করে কোনো লাভ হবে না। এখন আমাদের দায়িত্ব হচ্ছে এই মরা লাশকে কবর দেওয়া, যাতে দুর্গন্ধ না ছড়ায়।’ আজ মঙ্গলবার বিকেলে শরীয়তপুরের ভেদরগঞ
২০ ঘণ্টা আগে