নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় সংসদে বিভিন্ন ইস্যুতে সরকারের প্রশংসা করে থাকেন বিরোধী দল জাতীয় পার্টির সাংসদেরা। এ কারণে দেশের জনগণ তাঁদের ক্ষমতাসীন দলের দালাল বলে বলে উল্লেখ করেছেন দলটির মহাসচিব ও সাংসদ মুজিবুল হক চুন্নু। জাপা সেই তকমা মুছতে চায় বলেও সংসদে জানান তিনি।
আজ শনিবার জাতীয় সংসদে ‘মহাসড়ক বিল-২০২১ ’-এর সংশোধনী প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব এ কথা বলেন মুজিবুল হক।
এর আগে বিলটির জনমত যাচাইয়ের বক্তৃতায় সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের দেশে আমরা যত কথা বলি, তত কাজ করি না। যা বিশ্বাস করি, তা পালন করি না। যা পালন করি, তা বিশ্বাস করি না। সমালোচনার জন্য অনেক সময় আমরা শুধু সমালোচনার ঝড় বইয়ে দিই। প্রশংসার বিষয়গুলোকে আমরা নিদারুণভাবে উপেক্ষা করে যাই। সরকার ক্ষমতায় আছে বলে বিরোধী দল কি শুধু সমালোচনাই করবে। সরকারের কি কোনো ভালো কাজ নেই? যখন বক্তব্য দেন তখন কি সেই কাজগুলোর প্রশংসা কেউ করেন?’
পরে সংশোধনী প্রস্তাবের আলোচনায় অংশ নেন মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, ‘সড়ক পরিবহনমন্ত্রী দুঃখ করে বলেছেন, আমরা সরকারের ভালো কাজের প্রশংসা করি না। কথাটি সঠিক নয়। সংসদে দেখবেন। আমার এলাকার যে অল ওয়েদার রাস্তাসহ তিনি যেটি করেছেন, তার কথা অনেকবার বলেছি। শুধু বলেছি না, আমাদের সংসদ সদস্যরা সরকারের কথা বলতে গিয়ে এমন অবস্থা হয়েছে। পাবলিক আমাদের আওয়ামী লীগের দালাল বলে। আর কত বলব। আর কত বলব বলেন!’
চুন্নু বলেন, ‘আমরা এখন দালালি নামটা মুছতে চাই। তারপরও যদি আপনাদের মন না ভরে, তাহলে আর তো কিছু করার নাই।’
আর আগে জনমত যাচাই-বাছাইয়ের আলোচনা অংশ নিয়ে চুন্নু বলেন, ‘মহাসড়ক বিলটি অনেক গুরুত্বপূর্ণ। এই বিলটি অনেক দিন রাস্তায় ঘোরাঘুরি করছে। পাস করার কথা আরও আগে। নানান কারণে পাস হয়নি।’
সড়কের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের সড়কের নিরাপত্তা কী অবস্থায় আছে, সেটা গত কয়েক দিনের পত্রিকায় দেখেন। গত দুই দিনে উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির চালক নাই। কেমন নিরাপত্তা। কেমন মাতবর চালক, ১০ হাজার টাকায় অন্য লোক দিয়ে গাড়ি চালায়। সেই লোক এসে উঠায় দেয় ছাত্রের ওপরে। মানুষ মেরে ফেলে।’
এ সময় চুন্নু বলেন, ‘আমার পাশে বসে আছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি (মসিউর রহমান রাঙ্গা)। মালিক সমিতির সভাপতি জাতীয় পার্টির, সাধারণ সম্পাদক আওয়ামী লীগের (এনায়েত উল্লাহ)। শ্রমিক সংগঠনের সভাপতি আওয়ামী লীগের (শাজাহান খান), আর সাধারণ সম্পাদক কমিউনিস্ট পার্টির (ওসমান আলী)। যেখানে কিছু বলব ভালো করে, কোন সময় জানি কী হয়। ভয়ও পায় তবু বলতে হয়!’
এ সময় গাজীপুর সড়কের দুরবস্থা প্রসঙ্গে সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘উন্নয়নের নির্মাণকাজের একটি যন্ত্রণাও রয়েছে। সেই যন্ত্রণাটা এই সড়কে একটু বেশি হয়েছে। ভোগান্তি হয়ে গেছে। ওই রাস্তার ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত খারাপ। বাস র্যাপিড ট্রানজিটও বাংলাদেশে প্রথম। একটি কোম্পানি খুব লো প্রাইসে কাজটি নিয়েছে। যে কারণে কাজ করতে গিয়ে তারা ঘাটে ঘাটে আমাদের সমস্যায় ফেলেছে। প্রধানমন্ত্রী সেই দেশের সরকারের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। ফান্ডিংয়ের কিছু সমস্যা ছিল, তার সমাধান হয়েছে। আপনাদের বলতে পারি, এই বর্ষাই শেষ বর্ষা। আগামী বছর আপনাদের আর দুর্ভোগ পোহাতে হবে না।’
মন্ত্রী উল্লেখ করেন, ‘ছাত্রদের সঙ্গে দেওয়া প্রধানমন্ত্রী তাঁর কথা রেখেছেন। রমিজউদ্দিন কলেজের সেখানে আন্ডারপাস নির্মাণ হয়েছে। এটি উদ্বোধনের অপেক্ষায় আছে।’
জাতীয় সংসদে বিভিন্ন ইস্যুতে সরকারের প্রশংসা করে থাকেন বিরোধী দল জাতীয় পার্টির সাংসদেরা। এ কারণে দেশের জনগণ তাঁদের ক্ষমতাসীন দলের দালাল বলে বলে উল্লেখ করেছেন দলটির মহাসচিব ও সাংসদ মুজিবুল হক চুন্নু। জাপা সেই তকমা মুছতে চায় বলেও সংসদে জানান তিনি।
আজ শনিবার জাতীয় সংসদে ‘মহাসড়ক বিল-২০২১ ’-এর সংশোধনী প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব এ কথা বলেন মুজিবুল হক।
এর আগে বিলটির জনমত যাচাইয়ের বক্তৃতায় সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের দেশে আমরা যত কথা বলি, তত কাজ করি না। যা বিশ্বাস করি, তা পালন করি না। যা পালন করি, তা বিশ্বাস করি না। সমালোচনার জন্য অনেক সময় আমরা শুধু সমালোচনার ঝড় বইয়ে দিই। প্রশংসার বিষয়গুলোকে আমরা নিদারুণভাবে উপেক্ষা করে যাই। সরকার ক্ষমতায় আছে বলে বিরোধী দল কি শুধু সমালোচনাই করবে। সরকারের কি কোনো ভালো কাজ নেই? যখন বক্তব্য দেন তখন কি সেই কাজগুলোর প্রশংসা কেউ করেন?’
পরে সংশোধনী প্রস্তাবের আলোচনায় অংশ নেন মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, ‘সড়ক পরিবহনমন্ত্রী দুঃখ করে বলেছেন, আমরা সরকারের ভালো কাজের প্রশংসা করি না। কথাটি সঠিক নয়। সংসদে দেখবেন। আমার এলাকার যে অল ওয়েদার রাস্তাসহ তিনি যেটি করেছেন, তার কথা অনেকবার বলেছি। শুধু বলেছি না, আমাদের সংসদ সদস্যরা সরকারের কথা বলতে গিয়ে এমন অবস্থা হয়েছে। পাবলিক আমাদের আওয়ামী লীগের দালাল বলে। আর কত বলব। আর কত বলব বলেন!’
চুন্নু বলেন, ‘আমরা এখন দালালি নামটা মুছতে চাই। তারপরও যদি আপনাদের মন না ভরে, তাহলে আর তো কিছু করার নাই।’
আর আগে জনমত যাচাই-বাছাইয়ের আলোচনা অংশ নিয়ে চুন্নু বলেন, ‘মহাসড়ক বিলটি অনেক গুরুত্বপূর্ণ। এই বিলটি অনেক দিন রাস্তায় ঘোরাঘুরি করছে। পাস করার কথা আরও আগে। নানান কারণে পাস হয়নি।’
সড়কের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের সড়কের নিরাপত্তা কী অবস্থায় আছে, সেটা গত কয়েক দিনের পত্রিকায় দেখেন। গত দুই দিনে উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির চালক নাই। কেমন নিরাপত্তা। কেমন মাতবর চালক, ১০ হাজার টাকায় অন্য লোক দিয়ে গাড়ি চালায়। সেই লোক এসে উঠায় দেয় ছাত্রের ওপরে। মানুষ মেরে ফেলে।’
এ সময় চুন্নু বলেন, ‘আমার পাশে বসে আছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি (মসিউর রহমান রাঙ্গা)। মালিক সমিতির সভাপতি জাতীয় পার্টির, সাধারণ সম্পাদক আওয়ামী লীগের (এনায়েত উল্লাহ)। শ্রমিক সংগঠনের সভাপতি আওয়ামী লীগের (শাজাহান খান), আর সাধারণ সম্পাদক কমিউনিস্ট পার্টির (ওসমান আলী)। যেখানে কিছু বলব ভালো করে, কোন সময় জানি কী হয়। ভয়ও পায় তবু বলতে হয়!’
এ সময় গাজীপুর সড়কের দুরবস্থা প্রসঙ্গে সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘উন্নয়নের নির্মাণকাজের একটি যন্ত্রণাও রয়েছে। সেই যন্ত্রণাটা এই সড়কে একটু বেশি হয়েছে। ভোগান্তি হয়ে গেছে। ওই রাস্তার ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত খারাপ। বাস র্যাপিড ট্রানজিটও বাংলাদেশে প্রথম। একটি কোম্পানি খুব লো প্রাইসে কাজটি নিয়েছে। যে কারণে কাজ করতে গিয়ে তারা ঘাটে ঘাটে আমাদের সমস্যায় ফেলেছে। প্রধানমন্ত্রী সেই দেশের সরকারের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। ফান্ডিংয়ের কিছু সমস্যা ছিল, তার সমাধান হয়েছে। আপনাদের বলতে পারি, এই বর্ষাই শেষ বর্ষা। আগামী বছর আপনাদের আর দুর্ভোগ পোহাতে হবে না।’
মন্ত্রী উল্লেখ করেন, ‘ছাত্রদের সঙ্গে দেওয়া প্রধানমন্ত্রী তাঁর কথা রেখেছেন। রমিজউদ্দিন কলেজের সেখানে আন্ডারপাস নির্মাণ হয়েছে। এটি উদ্বোধনের অপেক্ষায় আছে।’
সংবিধান সংস্কার, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রক্রিয়া ও সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) নিয়ে রাজনৈতিক দলগুলোর দূরত্ব কমছেই না। প্রধান এই তিন ইস্যুতে বিএনপির বিপরীত অবস্থান বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। কোনো পক্ষই ছাড় দিতে রাজি নয়। দলগুলোর এই অনড় অবস্থানে অনৈক্যের জালে
৯ ঘণ্টা আগেচীন সফরের প্রথম দিনে হুয়াওয়ের এক্সিবিশন সেন্টার পরিদর্শন করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল। সেখানে তাঁরা প্রযুক্তি ও জ্ঞান বিনিময় নিয়ে আলোচনা করেন। আজ বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
১১ ঘণ্টা আগেতারেক রহমান যাতে আগামীতে প্রধানমন্ত্রী হতে না পারেন, সে জন্য জামায়াত ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু। তিনি বলেন, একাত্তরে স্বাধীনতাবিরোধী এ দল আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়েও ষড়যন্ত্র শুরু করেছে।
১২ ঘণ্টা আগেবিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চেতনা ধারণ করেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংগ্রাম চালিয়ে এসেছেন। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানসহ জাতীয় আন্দোলন-সংগ্রামের অনুপ্রেরণাও ছিলেন তিনি।
১৩ ঘণ্টা আগে