নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকার ভয় পেয়েই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিচ্ছে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। গুম, খুন ও ক্রসফায়ারের শিকার হওয়া ১৪টি পরিবারকে শিক্ষাবৃত্তি ও আর্থিক অনুদান প্রদান উপলক্ষে জাতীয়তাবাদী হেল্প সেল এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, ‘কালকেও (সোমবার) চিকিৎসকেরা বলেছেন চিকিৎসার জন্য তাঁর বাইরে যাওয়া খুব দরকার। কিন্তু এই সরকার তাঁকে বাইরে যেতে দিচ্ছে না। বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য তারা (সরকার) দেশের বাইরে যেতে দেয় না। কারণ বিদেশে গিয়ে যদি ফিরে আসেন, তাহলে তারা তাঁকে সামাল দিতে পারবে না। তারেক রহমান যদি দেশে আসেন, তাহলে এখানে লাখ লাখ মানুষ রাস্তায় বেরিয়ে আসবে। এই ভয়েই তারা সেটা করতে দেয় না।’
বিএনপি আবারও জেগে উঠেছে দাবি করে এর মহাসচিব বলেন, ‘গোটা দেশের মানুষ দেখছে মানুষ কীভাবে রাস্তায় বেরিয়ে আসছে। প্রায় প্রতিটি থানা-উপজেলায় বড় বড় মিছিল হয়েছে। এর মধ্যেও তারা (সরকার) থেমে নেই। সমস্যাটা ওই জায়গায় হাসিনার, আওয়ামী লীগের এত নির্যাতন-নিপীড়ন, এত হত্যা, এত খুন-গুমের পরেও বিএনপিকে দমিয়ে রাখা যাচ্ছে না। বিএনপি আবারও ফিনিক্স পাখির মতো ধ্বংসাবশেষ থেকে জেগে উঠছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় তাদের (সরকার) রাগের কারণ, ভয়ের কারণ।’
দেশের বর্তমান পরিস্থিতির জন্য সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘এরা (সরকার) বড়াই করছে। সিঙ্গাপুর বানিয়ে দিয়েছে, মালয়েশিয়া বানিয়ে দিয়েছে, মানুষের পার ক্যাপিটা নাকি ২ হাজার ৮০০ ডলার হয়ে গেছে। আর নিজেদের চা-শ্রমিকেরা ১২০ টাকা প্রতিদিন পায় না। তারা আন্দোলন করছে, সংগ্রাম করছে। অন্যদিকে শতকরা ৪২ জন দারিদ্র্যসীমার নিচে চলে গেছে। তারা দুবেলা দুমুঠো খেতে পায় না। তার পরেও তারা বলবে, আমরা নাকি উন্নয়ন দেখতে পাই না। আপনারা তো আওয়ামী লীগের যাঁরা আছেন, তাঁরা জনগণের পকেট কেটে নিজেদের পকেট ভারী করেছেন।’
তারেক রহমানও আয়নাঘরের শিকার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও ‘আয়নাঘর’ নামে গোয়েন্দা সংস্থার আলোচিত নির্যাতন সেলের শিকার হয়েছিলেন—এমন অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ‘আয়নাঘর’ নিয়ে সমালোচনা করে অনুষ্ঠানে তিনি বলেন, ‘এই সরকারের গোয়েন্দা সংস্থাগুলো মানুষকে তুলে নিয়ে যায়। তাদের যে টর্চার সেল আছে আয়নাঘর, সেই আয়নাঘরে নিয়ে যায়, যাদের মেরে ফেলতে হয়, তাদের মেরে ফেলে, যাদের রেখে দিতে হয়, রাখে, টর্চার করে। বছরের পর বছর তাদের সেখানে আটকে রাখে। এখানে অনেকের নাম শোনা গেছে, যাঁরা প্রায় ৮ থেকে ৯ বছর ১০ বছর ধরে আটকা আছেন। সৌভাগ্যক্রমে যাঁরা বেরোতে পেরেছেন, তাঁদের অনেকে বিদেশে চলে গেছেন। সেখান থেকে তাঁরা বলছেন যে, এখানে এ ধরনের একটা সেলে তাঁদের আটকে রাখা হয়েছিল। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি নিজে বলেছেন যে, আমিও (তারেক রহমান) সেখানকার একজন ভিকটিম।’
সরকার ভয় পেয়েই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিচ্ছে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। গুম, খুন ও ক্রসফায়ারের শিকার হওয়া ১৪টি পরিবারকে শিক্ষাবৃত্তি ও আর্থিক অনুদান প্রদান উপলক্ষে জাতীয়তাবাদী হেল্প সেল এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, ‘কালকেও (সোমবার) চিকিৎসকেরা বলেছেন চিকিৎসার জন্য তাঁর বাইরে যাওয়া খুব দরকার। কিন্তু এই সরকার তাঁকে বাইরে যেতে দিচ্ছে না। বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য তারা (সরকার) দেশের বাইরে যেতে দেয় না। কারণ বিদেশে গিয়ে যদি ফিরে আসেন, তাহলে তারা তাঁকে সামাল দিতে পারবে না। তারেক রহমান যদি দেশে আসেন, তাহলে এখানে লাখ লাখ মানুষ রাস্তায় বেরিয়ে আসবে। এই ভয়েই তারা সেটা করতে দেয় না।’
বিএনপি আবারও জেগে উঠেছে দাবি করে এর মহাসচিব বলেন, ‘গোটা দেশের মানুষ দেখছে মানুষ কীভাবে রাস্তায় বেরিয়ে আসছে। প্রায় প্রতিটি থানা-উপজেলায় বড় বড় মিছিল হয়েছে। এর মধ্যেও তারা (সরকার) থেমে নেই। সমস্যাটা ওই জায়গায় হাসিনার, আওয়ামী লীগের এত নির্যাতন-নিপীড়ন, এত হত্যা, এত খুন-গুমের পরেও বিএনপিকে দমিয়ে রাখা যাচ্ছে না। বিএনপি আবারও ফিনিক্স পাখির মতো ধ্বংসাবশেষ থেকে জেগে উঠছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় তাদের (সরকার) রাগের কারণ, ভয়ের কারণ।’
দেশের বর্তমান পরিস্থিতির জন্য সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘এরা (সরকার) বড়াই করছে। সিঙ্গাপুর বানিয়ে দিয়েছে, মালয়েশিয়া বানিয়ে দিয়েছে, মানুষের পার ক্যাপিটা নাকি ২ হাজার ৮০০ ডলার হয়ে গেছে। আর নিজেদের চা-শ্রমিকেরা ১২০ টাকা প্রতিদিন পায় না। তারা আন্দোলন করছে, সংগ্রাম করছে। অন্যদিকে শতকরা ৪২ জন দারিদ্র্যসীমার নিচে চলে গেছে। তারা দুবেলা দুমুঠো খেতে পায় না। তার পরেও তারা বলবে, আমরা নাকি উন্নয়ন দেখতে পাই না। আপনারা তো আওয়ামী লীগের যাঁরা আছেন, তাঁরা জনগণের পকেট কেটে নিজেদের পকেট ভারী করেছেন।’
তারেক রহমানও আয়নাঘরের শিকার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও ‘আয়নাঘর’ নামে গোয়েন্দা সংস্থার আলোচিত নির্যাতন সেলের শিকার হয়েছিলেন—এমন অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ‘আয়নাঘর’ নিয়ে সমালোচনা করে অনুষ্ঠানে তিনি বলেন, ‘এই সরকারের গোয়েন্দা সংস্থাগুলো মানুষকে তুলে নিয়ে যায়। তাদের যে টর্চার সেল আছে আয়নাঘর, সেই আয়নাঘরে নিয়ে যায়, যাদের মেরে ফেলতে হয়, তাদের মেরে ফেলে, যাদের রেখে দিতে হয়, রাখে, টর্চার করে। বছরের পর বছর তাদের সেখানে আটকে রাখে। এখানে অনেকের নাম শোনা গেছে, যাঁরা প্রায় ৮ থেকে ৯ বছর ১০ বছর ধরে আটকা আছেন। সৌভাগ্যক্রমে যাঁরা বেরোতে পেরেছেন, তাঁদের অনেকে বিদেশে চলে গেছেন। সেখান থেকে তাঁরা বলছেন যে, এখানে এ ধরনের একটা সেলে তাঁদের আটকে রাখা হয়েছিল। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি নিজে বলেছেন যে, আমিও (তারেক রহমান) সেখানকার একজন ভিকটিম।’
শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ নেতাদের বড় একটি অংশ ভারতে আশ্রয় নিয়েছেন। কলকাতার নিউটাউনে বসে তাঁরা এখন আয়েশ ও নানা কর্মকান্ড করছেন। এ লক্ষ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল থেকে শুরু করে বিভিন্ন সাবেক সংসদ সদস্য প্রতিদিন অনলাইন বৈঠক ও রাজনৈতিক পরিকল্পনায় ব্যস্ত।
৩ ঘণ্টা আগেআজ বুধবার বিকেলে ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলনের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করীম এসব কথা বলেন। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, সব গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের জেলা
৩ ঘণ্টা আগেআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খোলা মাঠে ভোট গ্রহণ চায় আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। একই সঙ্গে নির্বাচনী দায়িত্বে ভোটার নয় এমন স্কুল ছাত্রদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে দলটি।
৪ ঘণ্টা আগেজাতীয় নাগরিক পার্টিসহ ইসলামপন্থী বিভিন্ন রাজনৈতিক দলের আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচনের দাবিকে ‘অযৌক্তিক’ বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি প্রশ্ন তুলেছেন, পিআর পদ্ধতি সম্পর্কে জনগণ আদৌ কিছু জানেন কি না। এ বিষয়ে তাঁরা কতটা
৪ ঘণ্টা আগে