Ajker Patrika

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আসতেই থাকবে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ১৫: ০৪
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আসতেই থাকবে: মির্জা ফখরুল

গুম ও খুনের সংস্কৃতি বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আসতেই থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও শহরের তাঁতীপাড়া মহল্লার বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। 

এ সময় মির্জা ফখরুল বলেন, ‘গত পরশু আমেরিকান প্রেসিডেন্ট খুব পরিষ্কার করে বলে দিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুনির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা এত তাড়াতাড়ি উঠবে না। তবে এটা আমাদের জন্য আনন্দের বিষয় নয়। দেশের ভূখণ্ডের ওপর এ ধরনের নিষেধাজ্ঞা আসা মানেই দেশের জন্য মানহানিকর ও লজ্জার।’

বিএনপির মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ এখন আন্তর্জাতিকভাবে চিহ্নিত স্বৈরতন্ত্র লালনকারী একটি দল। বিভিন্ন পত্র-পত্রিকা, রিসার্চ সেন্টার ও বিভিন্ন দেশ আওয়ামী লীগ এবং এই সরকারকে স্বৈরাচারী দল হিসেবে চিহ্নিত করেছে।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক বাংলাদেশে সুনির্দিষ্ট ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা প্রমাণ করে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে মানবাধিকার রিপোর্ট, সে রিপোর্টে বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠান সম্পর্কে, বিশেষ করে মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো আন্তর্জাতিক বিশ্বে প্রমাণিত হয়ে গেছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘দেশের মানুষ নিজেরাই টের পাচ্ছেন তাঁরা সম্পূর্ণভাবে ফ্যাসিবাদী শাসন প্রক্রিয়ার মধ্যে চলছেন। সুতরাং এখানে নতুন করে রাষ্ট্রদূতদের ডেকে কথা বলার বিষয় নয়। রাষ্ট্রদূতদের আমরা কখনো ডাকি না। তাঁরাই আমাদের অফিসে (বিএনপির অফিসে) নিয়মিত এসে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এটি তাঁরা আগেও করতেন, এখনো করেন।’

মির্জা ফখরুল বক্তব্যে আরও বলেন, ‘দুঃখজনক ব্যাপার, আওয়ামী লীগ সরকার পুরোপুরিভাবে নির্ভরশীল হয়ে পড়েছে আমলাদের ওপরে। শুধু তাই নয়, তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপরেও নির্ভরশীল। আওয়ামী লীগ যখন গণতন্ত্রের কথা বলে, তখন আমাদের কাছে হাস্যকর মনে হয়। জনগণও হাস্যকর মনে করে। সম্প্রতি ঢাকার কলাবাগানের খেলার মাঠ রক্ষা করতে গিয়ে এক নারী ও তাঁর কিশোর ছেলে প্রতিবাদ করায় তাদের জেলেহাজতে নেওয়া হয়েছে। এ ঘটনা প্রমাণ করে তারা কতটা স্বৈরাচারী ও পাওয়ারফুল।’

তিনি বলেন, কুমিল্লায় এবং আরো একটি জায়গায় তারা (আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী) দুজন নিরীহ নাগরিককে ক্রসফায়ারে হত্যা করেছে। তাদের কোনো ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করে নিয়ে যায়। এখানেই প্রমাণিত হয়, কোনো প্রতিষ্ঠানের ওপরে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপরে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। 

ফখরুল বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতে বলতে আওয়ামী লীগের মুখে ফেনা উঠে যায়। সেই চেতনাকে তারাই আজ সম্পূর্ণভাবে ভূলুণ্ঠিত করে দিয়েছে। এখন একদলীয় শাসনের সঙ্গে এক ব্যক্তির শাসন প্রতিষ্ঠা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, দপ্তর সম্পাদক মামুন উর রশীদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদসহ বিএনপি ও তাঁর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত