Ajker Patrika

বায়তুল মোকাররমের গেটে অনুমতি মেলেনি, ঢাবিতে সমাবেশ করতে চায় আ.লীগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১৭: ৫৩
বায়তুল মোকাররমের গেটে অনুমতি মেলেনি, ঢাবিতে সমাবেশ করতে চায় আ.লীগ

বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আগামীকাল বৃহস্পতিবার শান্তি সমাবেশের অনুমতি চেয়েছিল আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম তিন সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। শুরুতে মৌখিকভাবে তাদের সেখানে সমাবেশ করার অনুমতি দেওয়া হলেও পরে নিষেধ করা হয়। সে জন্য তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম মাঠে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছে।

এ বিষয়ে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু আজকের পত্রিকাকে বলেন, ‘বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করতে আমাদের মৌখিক অনুমোদন দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী আমরা প্রস্তুতিও নিয়েছি। এখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে রাস্তায় সমাবেশ না করার জন্য। আমরা সেটা মেনে নিয়েছি।’

আফজালুর রহমান বাবু আরও বলেন, ‘আমরা পরে সোহরাওয়ার্দী উদ্যানে চেয়েছিলাম। কিন্তু সেই বিষয়ে হাইকোর্টের নির্দেশনা আছে। তাই সর্বশেষ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম মাঠে সমাবেশ করতে পারি। সেখানে অস্থায়ী মঞ্চ করা হবে। জিমনেসিয়াম মাঠের অনুমতির জন্য ঢাবি কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।’ 

আবেদনের প্রক্রিয়া ছাত্রলীগের মাধ্যমে হচ্ছে বলে জানা গেছে। তবে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান জানান, তিনি এ বিষয়ে এখনো কিছু জানেন না।  

শেখ ওয়ালী আসিফ ইনান আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সমাবেশের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর আবেদনের বিষয়ে এখনো জানি না। যদি এ রকম কোনো বিষয়ে দিকনির্দেশনা থাকে তাহলে পরবর্তীকালে জানানো হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত