নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গত ২ দিনে দেশজুড়ে ঘটে যাওয়া একাধিক হত্যাকাণ্ডের প্রতিবাদে ও হত্যাকারীদের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রজোট।
আজ শুক্রবার (১২ জুলাই) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের টিএসসি থেকে শুরু হয়ে ভিসি চত্বর, কলাভবন, মধুর ক্যানটিন প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে এসে শেষ হয় গণতান্ত্রিক ছাত্রজোটের আজকের মিছিল।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রথীন্দ্রনাথ বাপ্পি, বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল ও ছাত্রজোটের অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রথীন্দ্রনাথ বাপ্পি বলেন, দেশে চলমান সন্ত্রাসের রাজত্ব নতুন না কিছু না। ৫ আগস্টের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার এই সন্ত্রাস রুখতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। এর আগে আমরা একাধিকবার ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছি। কিন্তু ইন্টেরিম সরকার এই অযোগ্য উপদেষ্টাকে ক্ষমতায় বসিয়ে জনগণের জানমালকে হুমকির মুখে ফেলেছে।
বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল বলেন, ‘রক্তাক্ত এক জুলাই আন্দোলন পার করে আসার এক বছর না যেতেই আমাদের আবার হত্যার বিরুদ্ধে এসে দাঁড়াতে হচ্ছে।’
মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগের নির্মম হত্যাকাণ্ডকে ইঙ্গিত করে জুবেল বলেন, ‘পুরান ঢাকায় এমন নির্মম ঘটনা শেষ কবে দেখেছি আমাদের মনে পড়ে না।’
যুবদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযোগ তোলেন জুবেল বলেন, চলমান এসব ঘটনা কেবলমাত্র তাদের পুরোনো চরিত্রকেই স্মরণ করিয়ে দেয়। অথচ গণ-অভ্যুত্থানের পর আমরা একটা নতুন বাংলাদেশ চেয়েছিলাম।
গত ২ দিনে দেশজুড়ে ঘটে যাওয়া একাধিক হত্যাকাণ্ডের প্রতিবাদে ও হত্যাকারীদের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রজোট।
আজ শুক্রবার (১২ জুলাই) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের টিএসসি থেকে শুরু হয়ে ভিসি চত্বর, কলাভবন, মধুর ক্যানটিন প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে এসে শেষ হয় গণতান্ত্রিক ছাত্রজোটের আজকের মিছিল।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রথীন্দ্রনাথ বাপ্পি, বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল ও ছাত্রজোটের অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রথীন্দ্রনাথ বাপ্পি বলেন, দেশে চলমান সন্ত্রাসের রাজত্ব নতুন না কিছু না। ৫ আগস্টের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার এই সন্ত্রাস রুখতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। এর আগে আমরা একাধিকবার ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছি। কিন্তু ইন্টেরিম সরকার এই অযোগ্য উপদেষ্টাকে ক্ষমতায় বসিয়ে জনগণের জানমালকে হুমকির মুখে ফেলেছে।
বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল বলেন, ‘রক্তাক্ত এক জুলাই আন্দোলন পার করে আসার এক বছর না যেতেই আমাদের আবার হত্যার বিরুদ্ধে এসে দাঁড়াতে হচ্ছে।’
মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগের নির্মম হত্যাকাণ্ডকে ইঙ্গিত করে জুবেল বলেন, ‘পুরান ঢাকায় এমন নির্মম ঘটনা শেষ কবে দেখেছি আমাদের মনে পড়ে না।’
যুবদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযোগ তোলেন জুবেল বলেন, চলমান এসব ঘটনা কেবলমাত্র তাদের পুরোনো চরিত্রকেই স্মরণ করিয়ে দেয়। অথচ গণ-অভ্যুত্থানের পর আমরা একটা নতুন বাংলাদেশ চেয়েছিলাম।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। আজ রোববার রাষ্ট্রপতির এপিএস মুহাম্মদ সাগর হোসাইন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে যান এবং রাষ্ট্রপতির পক্ষ থেকে তাঁর শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন। জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য
৯ ঘণ্টা আগে‘ফ্যাসিবাদ পতন’-এর বর্ষপূর্তিতে আজ রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে এক জনসমাবেশে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ২৪ দফার এই ইশতেহারে দ্বিতীয় প্রজাতন্ত্র গঠনের আহ্বান জানিয়ে আগামী দিনের রাষ্ট্র ও রাজনীতির কাঠামো পুনর্গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
১০ ঘণ্টা আগেআজ রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ করেছে সংগঠনটি।
১১ ঘণ্টা আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, জুলাই ঘোষণাপত্রকে সাংবিধানিক এবং জুলাই সনদকে আইনি স্বীকৃতি দিতে হবে। তিনি আরও বলেন, এই সনদের সংস্কারগুলো অন্তর্বর্তীকালীন সরকারকেই বাস্তবায়ন করতে হবে।
১৪ ঘণ্টা আগে