ঠাকুরগাঁও প্রতিনিধি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গত ১৫ বছরে দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে পদ্ধতিগতভাবে ধ্বংস করা হয়েছে। তবে এখন আমাদের সামনে সুযোগ এসেছে দেশকে নতুন করে গড়ে তোলার।’ শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে ‘মির্জা রুহুল আমিন স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
২৪ ফেব্রুয়ারির আন্দোলনে নিহতদের স্মরণ করে মির্জা ফখরুল বলেন, ‘একটা কথা আমাদের সব সময় মনে রাখতে হবে—এই দেশটা আমার, অন্য কারও নয়। দেশ গড়ার দায়িত্ব আমাদের সবার।’ তিনি বলেন, ‘দেশকে যেভাবে নতুন করে গড়ে তুলতে হবে, তেমনি খেলাধুলার ক্ষেত্রেও আমাদের শপথ নিতে হবে—খেলাধুলাকে উৎসাহিত করতে হবে, এগিয়ে নিতে হবে।’
খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বিএনপির মহাসচিব বলেন, ‘খেলাধুলা শরীর ও মনের বিকাশে অপরিহার্য। এতে আত্মবিশ্বাস বাড়ে, মনোযোগ ও একাগ্রতা তৈরি হয়। রোগ প্রতিরোধক্ষমতা বেড়ে যায়, হৃদ্রোগের ঝুঁকি কমে।’ তিনি বলেন, ‘খেলাধুলা শুধু শরীরচর্চা নয়, এটি সামাজিক সম্পর্ক গড়ে তোলে এবং তরুণদের সৃজনশীল করে তোলে।’
ফখরুল বলেন, ‘দল-মতের ভেদাভেদ নয়, খেলাধুলায় হোক ঐক্যের প্রতীক। যাঁরা সত্যিকারের যোগ্য, তাঁদের নিয়েই হোক অনুশীলন, হোক উন্নয়নের পথচলা।’
অনুষ্ঠানে এসে স্মৃতিচারণা করে বিএনপির এই নেতা বলেন, ‘আমি এখন রাজনীতির মাঠে, কিন্তু মনটা পড়ে থাকে খেলার মাঠে। যারা খেলাধুলা করে, তাদের মন বড় হয়।’ তিনি বলেন, ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক মানের খেলা আয়োজনের জন্য একটি স্টেডিয়াম গড়ে তোলা দরকার।
নতুন সুযোগের কথা তুলে ধরে ফখরুল বলেন, ‘আমাদের সামনে একটি নতুন সুযোগ তৈরি হয়েছে—গণতান্ত্রিক পরিবেশ গড়ে তোলা ও একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে।’
এর আগে মির্জা ফখরুল ঠাকুরগাঁও সদর উপজেলার ছোট খোচাবাড়ি এলাকায় ইএসডিওর তত্ত্বাবধানে নির্মিত একটি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। সন্ধ্যায় পৈতৃক বাসভবনে দলীয় নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সর্দার মোস্তফা শাহীন, মুক্তিযোদ্ধা নুর করিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, ঠাকুরগাঁও সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ক্যাপ্টেন (অব.) আইয়ুব আলী, সাবেক ইউপি চেয়ারম্যান পয়গম আলী এবং আয়োজক নূরে শাহাদত সজন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি হিসেবে মির্জা ফখরুল বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গত ১৫ বছরে দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে পদ্ধতিগতভাবে ধ্বংস করা হয়েছে। তবে এখন আমাদের সামনে সুযোগ এসেছে দেশকে নতুন করে গড়ে তোলার।’ শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে ‘মির্জা রুহুল আমিন স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
২৪ ফেব্রুয়ারির আন্দোলনে নিহতদের স্মরণ করে মির্জা ফখরুল বলেন, ‘একটা কথা আমাদের সব সময় মনে রাখতে হবে—এই দেশটা আমার, অন্য কারও নয়। দেশ গড়ার দায়িত্ব আমাদের সবার।’ তিনি বলেন, ‘দেশকে যেভাবে নতুন করে গড়ে তুলতে হবে, তেমনি খেলাধুলার ক্ষেত্রেও আমাদের শপথ নিতে হবে—খেলাধুলাকে উৎসাহিত করতে হবে, এগিয়ে নিতে হবে।’
খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বিএনপির মহাসচিব বলেন, ‘খেলাধুলা শরীর ও মনের বিকাশে অপরিহার্য। এতে আত্মবিশ্বাস বাড়ে, মনোযোগ ও একাগ্রতা তৈরি হয়। রোগ প্রতিরোধক্ষমতা বেড়ে যায়, হৃদ্রোগের ঝুঁকি কমে।’ তিনি বলেন, ‘খেলাধুলা শুধু শরীরচর্চা নয়, এটি সামাজিক সম্পর্ক গড়ে তোলে এবং তরুণদের সৃজনশীল করে তোলে।’
ফখরুল বলেন, ‘দল-মতের ভেদাভেদ নয়, খেলাধুলায় হোক ঐক্যের প্রতীক। যাঁরা সত্যিকারের যোগ্য, তাঁদের নিয়েই হোক অনুশীলন, হোক উন্নয়নের পথচলা।’
অনুষ্ঠানে এসে স্মৃতিচারণা করে বিএনপির এই নেতা বলেন, ‘আমি এখন রাজনীতির মাঠে, কিন্তু মনটা পড়ে থাকে খেলার মাঠে। যারা খেলাধুলা করে, তাদের মন বড় হয়।’ তিনি বলেন, ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক মানের খেলা আয়োজনের জন্য একটি স্টেডিয়াম গড়ে তোলা দরকার।
নতুন সুযোগের কথা তুলে ধরে ফখরুল বলেন, ‘আমাদের সামনে একটি নতুন সুযোগ তৈরি হয়েছে—গণতান্ত্রিক পরিবেশ গড়ে তোলা ও একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে।’
এর আগে মির্জা ফখরুল ঠাকুরগাঁও সদর উপজেলার ছোট খোচাবাড়ি এলাকায় ইএসডিওর তত্ত্বাবধানে নির্মিত একটি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। সন্ধ্যায় পৈতৃক বাসভবনে দলীয় নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সর্দার মোস্তফা শাহীন, মুক্তিযোদ্ধা নুর করিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, ঠাকুরগাঁও সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ক্যাপ্টেন (অব.) আইয়ুব আলী, সাবেক ইউপি চেয়ারম্যান পয়গম আলী এবং আয়োজক নূরে শাহাদত সজন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি হিসেবে মির্জা ফখরুল বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন।
মিডিয়াকে ব্যবহার করে এনসিপির নেতা-কর্মীদের গ্রহণযোগ্যতা ‘নষ্ট’ করার জন্য অনেক ‘অপশক্তি’ কাজ করছে অভিযোগ করে এ বিষয়ে সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তরিকুল।
২০ ঘণ্টা আগেসংসদে উচ্চকক্ষের মতো নিম্নকক্ষেও পিআর পদ্ধতিতে নির্বাচন বাস্তবায়নের দাবিতে জামায়াত ইসলামী আন্দোলন করবে বলে জানিয়েছেন দলটি নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আজ রোববার (১০ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ
২০ ঘণ্টা আগেবিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি এস এম আসলাম এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক টিএইচ তোফাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্যস
২১ ঘণ্টা আগেবিএনপির এই নেতা বলেন, ‘আমাদের সমাজের দৃষ্টিভঙ্গির সংস্কার প্রয়োজন, মানসিক সংস্কার প্রয়োজন। এটাই আমাদের সামাজিক আন্দোলন হওয়া উচিত। সমাজ, রাষ্ট্র—এমনকি দলকেও প্রতিদিনই সংস্কারের মধ্য দিয়ে যেতে হবে। এই সংস্কারের মধ্য দিয়ে আমরা একটি জনকল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে পারব।’
২১ ঘণ্টা আগে