নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে গত শনিবার রাতে এ তথ্য জানানো হয়। শিগগির নতুন কমিটি ঘোষণা করার কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
গত ৭ জুলাই সাইফুল আলম নিরবকে আহ্বায়ক ও আমিনুল হককে সদস্যসচিব করে ঢাকা মহানগর উত্তরের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়। মাত্র আড়াই মাসের ব্যবধানে সেই কমিটি বিলুপ্ত করা নিয়ে দলে এবং দলের বাইরে আলোচনা চলছে।
বিজ্ঞপ্তিতে কমিটি ভেঙে দেওয়ার কোনো কারণ না বলা হলেও দলীয় সূত্র বলছে, আহ্বায়ক কমিটির নেতাদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব অভিযোগের মধ্যে মোটাদাগে রয়েছে দখল ও চাঁদাবাজি। গত ৫ আগস্ট পটপরিবর্তনের পর নেতাদের বিরুদ্ধে এমন কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে। এসব অভিযোগের বিষয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নানা মাধ্যমে খবর নেন। তারপরই এই পদক্ষেপ।
বিলুপ্ত হওয়া কমিটির আহ্বায়ক ও সদস্যসচিবের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না বলেও জানিয়েছে একটি সূত্র। সূত্রের দাবি, কমিটি গঠনসহ নানা বিষয়ে দুই নেতার মতের মিল ছিল না। তাঁদের দুজনের নামেই মহানগর উত্তরে দখল ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। দুই নেতার মধ্যে একজনের বিরুদ্ধে অভিযোগ তুলনামূলক বেশি। নতুন কমিটিতে ওই নেতার থাকার সম্ভাবনা খুবই কম।
নতুন কমিটিতে কারা আসতে পারেন, জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় এক নেতা বলেন, এ বিষয়ে এখনো কিছু চূড়ান্ত করা হয়নি। তবে বিলুপ্ত কমিটির আহ্বায়ক ও সদস্যসচিবের যেকোনো একজন বাদ পড়তে পারেন। নতুন কমিটিতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়ালের যুক্ত হওয়ার সম্ভাবনা আছে।
কমিটি বিলুপ্ত করা ও অভিযোগের বিষয়ে জানতে গতকাল রোববার সাইফুল আলম নিরবের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়ায় কথা বলা যায়নি।
তবে বিলুপ্ত কমিটির সদস্যসচিব আমিনুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘দল যা ভালো মনে করেছে, তা-ই করেছে। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কিছু বলার সুযোগ নেই। তবে আশা করছি, আগামীতে ভালো কিছুই হবে।’
বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে গত শনিবার রাতে এ তথ্য জানানো হয়। শিগগির নতুন কমিটি ঘোষণা করার কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
গত ৭ জুলাই সাইফুল আলম নিরবকে আহ্বায়ক ও আমিনুল হককে সদস্যসচিব করে ঢাকা মহানগর উত্তরের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়। মাত্র আড়াই মাসের ব্যবধানে সেই কমিটি বিলুপ্ত করা নিয়ে দলে এবং দলের বাইরে আলোচনা চলছে।
বিজ্ঞপ্তিতে কমিটি ভেঙে দেওয়ার কোনো কারণ না বলা হলেও দলীয় সূত্র বলছে, আহ্বায়ক কমিটির নেতাদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব অভিযোগের মধ্যে মোটাদাগে রয়েছে দখল ও চাঁদাবাজি। গত ৫ আগস্ট পটপরিবর্তনের পর নেতাদের বিরুদ্ধে এমন কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে। এসব অভিযোগের বিষয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নানা মাধ্যমে খবর নেন। তারপরই এই পদক্ষেপ।
বিলুপ্ত হওয়া কমিটির আহ্বায়ক ও সদস্যসচিবের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না বলেও জানিয়েছে একটি সূত্র। সূত্রের দাবি, কমিটি গঠনসহ নানা বিষয়ে দুই নেতার মতের মিল ছিল না। তাঁদের দুজনের নামেই মহানগর উত্তরে দখল ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। দুই নেতার মধ্যে একজনের বিরুদ্ধে অভিযোগ তুলনামূলক বেশি। নতুন কমিটিতে ওই নেতার থাকার সম্ভাবনা খুবই কম।
নতুন কমিটিতে কারা আসতে পারেন, জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় এক নেতা বলেন, এ বিষয়ে এখনো কিছু চূড়ান্ত করা হয়নি। তবে বিলুপ্ত কমিটির আহ্বায়ক ও সদস্যসচিবের যেকোনো একজন বাদ পড়তে পারেন। নতুন কমিটিতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়ালের যুক্ত হওয়ার সম্ভাবনা আছে।
কমিটি বিলুপ্ত করা ও অভিযোগের বিষয়ে জানতে গতকাল রোববার সাইফুল আলম নিরবের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়ায় কথা বলা যায়নি।
তবে বিলুপ্ত কমিটির সদস্যসচিব আমিনুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘দল যা ভালো মনে করেছে, তা-ই করেছে। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কিছু বলার সুযোগ নেই। তবে আশা করছি, আগামীতে ভালো কিছুই হবে।’
মিডিয়াকে ব্যবহার করে এনসিপির নেতা-কর্মীদের গ্রহণযোগ্যতা ‘নষ্ট’ করার জন্য অনেক ‘অপশক্তি’ কাজ করছে অভিযোগ করে এ বিষয়ে সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তরিকুল।
২০ ঘণ্টা আগেসংসদে উচ্চকক্ষের মতো নিম্নকক্ষেও পিআর পদ্ধতিতে নির্বাচন বাস্তবায়নের দাবিতে জামায়াত ইসলামী আন্দোলন করবে বলে জানিয়েছেন দলটি নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আজ রোববার (১০ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ
২০ ঘণ্টা আগেবিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি এস এম আসলাম এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক টিএইচ তোফাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্যস
২০ ঘণ্টা আগেবিএনপির এই নেতা বলেন, ‘আমাদের সমাজের দৃষ্টিভঙ্গির সংস্কার প্রয়োজন, মানসিক সংস্কার প্রয়োজন। এটাই আমাদের সামাজিক আন্দোলন হওয়া উচিত। সমাজ, রাষ্ট্র—এমনকি দলকেও প্রতিদিনই সংস্কারের মধ্য দিয়ে যেতে হবে। এই সংস্কারের মধ্য দিয়ে আমরা একটি জনকল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে পারব।’
২১ ঘণ্টা আগে