নিজস্ব প্রতিবেদক,ঢাকা
পাঠ্যবইয়ে ভুল তথ্য ও ইতিহাস বিকৃতি করে জাতির শেকড় ধরে টান দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর মতে, এটা জাতির অস্তিত্বের প্রশ্নে অনেক বড় ইস্যু।
আজ বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে পাঠ্যবইয়ের ভুল নিয়ে এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) সহযোগিতায় ‘অপরিণামদর্শী কারিকুলাম ও মানহীন পাঠ্যপুস্তক: দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি ধ্বংসের নীলনকশা’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বিএনপি।
সম্প্রতি এক অনুষ্ঠানে পাঠ্যবইয়ের ভুল সংশোধনের আশ্বাস দেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি। একটি মহল বিষয়টিকে ইস্যু বানানোর চেষ্টা করছে অভিযোগ করে তিনি বলেন, ‘দয়া করে এটাকে ইস্যু বানাবেন না।’
শিক্ষামন্ত্রীর বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘শিক্ষামন্ত্রী বলেছেন, এটকে ইস্যু বানাবেন না। আপনি আমার শিকড় ধরে টান দেবেন, আর আমি ইস্যু বানাব না, কথা বলব না! আপনি আমার সমস্ত চরিত্রকে বদলে দিতে চাইবেন, আমার স্বাতন্ত্র্যকে বদলে দিতে চাইবেন আর আমি ইস্যু বানাব না? অবশ্যই এটা বড় ইস্যু এবং এটা জাতির অস্তিত্বের ইস্যু।’
সভায় ভুলে ভরা পাঠ্যবই বাতিলের দাবি জানান ফখরুল। একই সঙ্গে এই দাবিতে সবাইকে রাস্তায় নামারও আহ্বান জানান তিনি। তিনি বলেন, ‘সরকার যা খুশি তাই করছে। দিনকে রাত আর রাতকে দিন বলছে। মুরগির ডিমকে অশ্বডিম্ব বলছে। এই সরকার একটি নতজানু ও ব্যর্থ জাতি তৈরির জন্য পরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছে। তারা আমাদের শেকড়ে টান দিয়েছে। ভবিষ্যৎ প্রজন্মকে ব্যর্থ করতে শিক্ষাব্যবস্থায় হাত দিয়েছে। সরকার আমাদের পরিচয় পাল্টে দিতে চায়, যার প্রমাণ এই পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃতি ও ভুল তথ্য সংযোজন। কেউ কিন্তু কোনো প্রতিবাদ করছে না।
জাতির অস্তিত্ব রক্ষায় ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ফখরুল বলেন, ‘মূল কথা হচ্ছে, উঠে দাঁড়ান। না হলে কেউ আপনাকে রক্ষা করবে না। বাইরে থেকে নিষেধাজ্ঞা দিয়ে কেউ রক্ষা করতে পারবে না। নিজেদেরই ঘুরে দাঁড়াতে হবে। জেগে উঠতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হবে।’
পাঠ্যবইয়ে ভুল তথ্য ও ইতিহাস বিকৃতি করে জাতির শেকড় ধরে টান দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর মতে, এটা জাতির অস্তিত্বের প্রশ্নে অনেক বড় ইস্যু।
আজ বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে পাঠ্যবইয়ের ভুল নিয়ে এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) সহযোগিতায় ‘অপরিণামদর্শী কারিকুলাম ও মানহীন পাঠ্যপুস্তক: দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি ধ্বংসের নীলনকশা’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বিএনপি।
সম্প্রতি এক অনুষ্ঠানে পাঠ্যবইয়ের ভুল সংশোধনের আশ্বাস দেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি। একটি মহল বিষয়টিকে ইস্যু বানানোর চেষ্টা করছে অভিযোগ করে তিনি বলেন, ‘দয়া করে এটাকে ইস্যু বানাবেন না।’
শিক্ষামন্ত্রীর বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘শিক্ষামন্ত্রী বলেছেন, এটকে ইস্যু বানাবেন না। আপনি আমার শিকড় ধরে টান দেবেন, আর আমি ইস্যু বানাব না, কথা বলব না! আপনি আমার সমস্ত চরিত্রকে বদলে দিতে চাইবেন, আমার স্বাতন্ত্র্যকে বদলে দিতে চাইবেন আর আমি ইস্যু বানাব না? অবশ্যই এটা বড় ইস্যু এবং এটা জাতির অস্তিত্বের ইস্যু।’
সভায় ভুলে ভরা পাঠ্যবই বাতিলের দাবি জানান ফখরুল। একই সঙ্গে এই দাবিতে সবাইকে রাস্তায় নামারও আহ্বান জানান তিনি। তিনি বলেন, ‘সরকার যা খুশি তাই করছে। দিনকে রাত আর রাতকে দিন বলছে। মুরগির ডিমকে অশ্বডিম্ব বলছে। এই সরকার একটি নতজানু ও ব্যর্থ জাতি তৈরির জন্য পরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছে। তারা আমাদের শেকড়ে টান দিয়েছে। ভবিষ্যৎ প্রজন্মকে ব্যর্থ করতে শিক্ষাব্যবস্থায় হাত দিয়েছে। সরকার আমাদের পরিচয় পাল্টে দিতে চায়, যার প্রমাণ এই পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃতি ও ভুল তথ্য সংযোজন। কেউ কিন্তু কোনো প্রতিবাদ করছে না।
জাতির অস্তিত্ব রক্ষায় ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ফখরুল বলেন, ‘মূল কথা হচ্ছে, উঠে দাঁড়ান। না হলে কেউ আপনাকে রক্ষা করবে না। বাইরে থেকে নিষেধাজ্ঞা দিয়ে কেউ রক্ষা করতে পারবে না। নিজেদেরই ঘুরে দাঁড়াতে হবে। জেগে উঠতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হবে।’
জাতীয় সংসদ নির্বাচন হলে ক্ষমতার খরা কাটানোর আশাবাদী বিএনপি আগামী ডিসেম্বরে নির্বাচন দাবি করছে। দাবি আদায়ে মাঠের কর্মসূচি শুরু করেছে। করণীয় নিয়ে বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করছে। তবে ভোটের জন্য অপেক্ষা দীর্ঘ হলেও অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার মতো কোনো কর্মসূচি দেবে না দলটি। কোনো সংঘাতেও জড়াবে না।
৬ ঘণ্টা আগেবর্তমানে দেশে শ্রমিকসমাজ বিভিন্নভাবে অত্যাচারিত-নিপীড়িত ও নিষ্পেষিত উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময় অল্প কিছুদিনের ব্যবধানে লক্ষাধিক শ্রমিক চাকরিচ্যুত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) বিকেলে জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার..
৯ ঘণ্টা আগেআওয়ামী লীগের বিচার ও রাষ্ট্রের মৌলিক সংস্কার প্রশ্নে ঐকমত্য জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ও গণসংহতি আন্দোলনের নেতারা। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এবং নির্বাচনের আগে সংস্কার কীভাবে বাস্তবায়ন করা যায়, তা নিয়েও আলোচনা করেছেন তাঁরা।
১২ ঘণ্টা আগেদেশের হিন্দু সম্প্রদায়ের সদস্যদের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আপনারা কারও চেয়ে কম নন। আপনারা বাংলাদেশের নাগরিক। এ দেশ আপনাদের জন্মভূমি। রাজনৈতিক মত আলাদা হতে পারে, দল ভিন্ন হতে পারে, তবে অধিকার সবারই সমান। সেই অধিকার রক্ষা করতে আমরা জীবন দিতেও প্রস্তুত।’
১৬ ঘণ্টা আগে