Ajker Patrika

ঢাকা মহানগর, জবি, পলিটেকনিকসহ পাঁচ কলেজে ছাত্রদলের কমিটি

অনলাইন ডেস্ক
ঢাকা মহানগর, জবি, পলিটেকনিকসহ পাঁচ কলেজে ছাত্রদলের কমিটি

ঢাকা মহানগরের চারটি শাখা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ আরও পাঁচটি কলেজে আহ্বায়ক ও আংশিক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির সহযোগী এ ছাত্র সংগঠনটি ভেরিফায়েড পেজে এসব কমিটি ঘোষণা করা হয়। ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম শাখা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আংশিক কমিটি, ঢাকা পলিটেকনিক, ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, বাংলা কলেজ, কবি নজরুল কলেজ ও তেজগাঁও কলেজের কমিটি ঘোষণা করা হয়েছে।

ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এসব কমিটি অনুমোদন করেন।

বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ঢাকা মহানগর উত্তরে মোহাম্মদ সালাউদ্দিন আহমেদকে সভাপতি ও মাহফুজুর রহমান লিপকনকে সাধারণ সম্পাদক করে শাখা ছাত্রদলের ১৪ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। অন্যদিকে শামীম মাহমুদকে সভাপতি ও আব্দুর রহিম ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করে ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্রদলের দশ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

ঢাকা মহানগর পূর্বে সভাপতি হয়েছেন মো. সোহাগ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক হয়েছেন মো. আব্দুল হান্নান মজুমদার। এখানে ১১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। অন্যদিকে মোহাম্মদ রবিন খানকে সভাপতি ও মো. আকরাম আহমেদকে সাধারণ সম্পাদক করে ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের নয় সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

১৯ সদস্য বিশিষ্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল কমিটির আহ্বায়ক হয়েছেন মেহেদী হাসান হিমেল ও সদস্যসচিব সামসুল আরেফিন। এ ছাড়াও ১৮ জন যুগ্ম-আহ্বায়ক ও ৭ জনকে সদস্য করা হয়েছে। ঢাকা কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক হয়েছেন পিয়াল হাসান ও সদস্যসচিব মো. মিল্লাত হোসেন। এখানে ১৯ জনকে যুগ্ম-আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

তিতুমীর কলেজে ইমাম হোসেনকে আহ্বায়ক ও সেলিম রেজাকে সদস্যসচিব করে শাখা ছাত্রদলের ৩৯ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে ২৫ জন যুগ্ম আহ্বায়ক এবং ১২ জন সদস্যের দায়িত্ব পালন করবেন। ইরফান আহমেদ ফাহিমকে আহ্বায়ক ও নাজমুল হাসান সদস্যসচিব করে সরকারি কবি নজরুল কলেজ শাখা ছাত্রদলের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে ১৫ জন যুগ্ম আহ্বায়ক ও ৯ জন সদস্য রয়েছেন।

৩২ সদস্য বিশিষ্ট তেজগাঁও কলেজ ছাত্রদলের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে আহ্বায়ক হয়েছেন তরুণ মোর্শেদ ও সদস্যসচিব হয়েছে মো: সেলিম হোসেন। অন্যদিকে মো. মোখলেসুর রহমানকে আহ্বায়ক ও ফয়সাল রেজাকে সদস্যসচিব করে সরকারি বাঙলা কলেজ শাখা ছাত্রদলের কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়াও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ২ সদস্যের কমিটি দিয়েছে ছাত্রদল। এতে মো. সাব্বির আহমেদকে সভাপতি ও মো. হাফিজ উদ্দিন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত