Ajker Patrika

দুর্নীতির কারণে ডেঙ্গু প্রতিরোধে চরম ব্যর্থ সরকার: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ১৬: ১৯
দুর্নীতির কারণে ডেঙ্গু প্রতিরোধে চরম ব্যর্থ সরকার: মির্জা ফখরুল

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ব্যর্থতার দায়ে স্বাস্থ্যমন্ত্রীসহ ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রের পদত্যাগ দাবি করেছেন তিনি। 

আজ রোববার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। 

বিএনপির মহাসচিব বলেন, ‘অযোগ্যতা ও দুর্নীতির কারণে ডেঙ্গু প্রতিরোধে চরম ব্যর্থ সরকার। স্বাস্থ্য খাতে সর্বগ্রাসী দুর্নীতির কারণে ডেঙ্গু পরিস্থিতি এখন মহামারি আকার ধারণ করেছে। ডেঙ্গু শুরু হওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রী ও মেয়র পরিবারের প্রমোদভ্রমণেই প্রমাণিত হয় এই রোগ নিয়ে শাসকগোষ্ঠীর অবহেলা ও উদাসীনতা। মানবতাহীন অনির্বাচিত গণবিরোধী সরকার বলেই তারা জনস্বাস্থ্যের প্রতি ভ্রুক্ষেপহীন।’ 

দেশে বিরাজমান ডেঙ্গুর ভয়াবহ চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘হাসপাতালে রোগীদের ঠাঁই হচ্ছে না, আবার চিকিৎসাব্যয় মেটাতে নিঃস্ব হয়ে যাচ্ছে মানুষ। লাশের সারি প্রতিদিনই দীর্ঘ হচ্ছে। শিশুরা মারাত্মকভাবে ঝুঁকিতে, মৃতের একটা বড় অংশ শিশু। সম্প্রতি সাত দিনের ব্যবধানে দুই সন্তান হারিয়ে ঢাকা ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার খবর কি ব্যর্থ এই সরকারের বিবেককে নাড়া দেয় না? তাদের এসব নিয়ে কোনো চিন্তা নেই, জবাবদিহি নেই।’ 

তিনি বলেন, ‘শুধু সরকারের দুর্নীতি ও অবহেলার কারণে ডেঙ্গু এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসা সরঞ্জামের বাড়তি দাম পরিস্থিতি প্রকট করার জন্য অনেকাংশে দায়ী। ঢাকার বাইরে রোগ নির্ণয়ের কীট পাওয়া যাচ্ছে না। নিম্নমানের কীট ও সরকারের উদাসীনতার জন্য কী পরিমাণ রোগী ডেঙ্গুতে আক্রান্ত তা আমরা জানি না, ডেঙ্গু প্রতিরোধের নামে সিটি করপোরেশন হাজারো কোটি টাকা লুটে নিচ্ছে।’ 

সংবাদ সম্মেলনে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দলের নেতা-কর্মীদের পাশাপাশি দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান বিএনপির মহাসচিব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত