Ajker Patrika

জাতীয় পার্টির মাসব্যাপী কর্মসূচি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৪৫
জাতীয় পার্টির মাসব্যাপী কর্মসূচি 

মাসব্যাপী নানা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। সব কর্মসূচিতে জাপার চেয়ারম্যান জিএম কাদের উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

আজ রোববার জাপার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল সোমবার থেকে বৃহস্পতিবার (১০ মার্চ) পর্যন্ত মাসব্যাপী নানা কর্মসূচি পালন করা হবে। ঘোষিত কর্মসূচিতে যথা সময়ে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে অনুরোধ জানিয়েছেন জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু।

পার্টির দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির থানা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভার মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচির সূচনা হবে। রাজধানীর বনানীতে পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে। ১৭ ফেব্রুয়ারি বিকেল ৩টায় কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয়ে পার্টির সব অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। আগামী ২৮ ফেব্রুয়ারি চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত হবে পার্টির প্রেসিডিয়াম সভা। ১০ মার্চ সকাল ১১টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। বর্ধিত সভায় প্রেসিডিয়াম সদস্য, ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদক মণ্ডলীর সদস্য, যুগ্ম সাংগঠনিক, যুগ্ম সম্পাদক, নির্বাহী সদস্য, সাংগঠনিক জেলা শাখা ও কেন্দ্রীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

গুলি–ককটেল ছুড়তে ছুড়তে গজারিয়ার দুর্গম চরের পুলিশ ফাঁড়িতে ডাকাত দলের হামলা

ফজলুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে অষ্টগ্রামে বিক্ষোভ

কুমিল্লায় দুই ট্যাংকে পানি, তদন্ত শেষ হয়নি ১ মাসে

জিন সম্পাদনায় নতুন সাফল্য, ডায়াবেটিস রোগীদের আর ইনসুলিন নিতে হবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত