Ajker Patrika

আগামীকাল গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ ও পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ আগস্ট ২০২২, ২৩: ৩৬
আগামীকাল গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ ও পদযাত্রা

আগামীকাল শনিবার সকাল ১১টা ৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জ্বালানি তেলের বর্ধিত দাম প্রত্যাহার ও দাম কমাও-মানুষ বাঁচাও’ এই দাবিতে এবং সরকার ও শাসনব্যবস্থা বদলের লক্ষ্যে জনগণের বৃহত্তর ঐক্যের আহ্বানে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। 

সমাবেশ শেষে একটি পদযাত্রা বাহাদুর শাহ পার্ক অভিমুখে যাত্রা করবে। 

সমাবেশের সভাপতিত্ব করবেন গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বক্তব্য রাখবেন গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতা জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন-এর প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সমাবেশ পরিচালনা করবেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলী সদস্য জুলহাস নাইন বাবু।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত