নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পরিবর্তিত পরিস্থিতিতে প্রতিবেশী ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চায় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার বিকেলে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান ।
মির্জা ফখরুল বলেন, ‘ভারত-বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক, তাকে কী করে আরও গভীর ও দৃঢ় করা যায়, সে বিষয়ে আলাপ হয়েছে। তাদের (ভারত) মূল বক্তব্য হচ্ছে, তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চায়। এই সম্পর্কের মধ্যে কী করে আরও সুস্থতা, আরও ইতিবাচকতা নিয়ে আসা যায়, সেটা নিয়ে তারা কাজ করতে আগ্রহী।’
এর আগে বিকেল ৪টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী ওই বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীও অংশ নেন।
সম্পর্ক উন্নয়নে ভারতের আগ্রহের কথা জানিয়ে ফখরুল বলেন, ‘ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ভারতের প্রতিনিধিরা এ ব্যাপারে যোগাযোগ করেছেন। একই সঙ্গে বিএনপিসহ দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গেও তাঁরা সম্পর্ক দৃঢ় করতে চায়।’
পানি সমস্যা ও সীমান্তে হত্যাকাণ্ডসহ আরও কিছু বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব।
তিনি বলেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের যে সমস্যাগুলো রয়েছে, আমরা সেই বিষয়গুলো তুলে ধরেছি। পানি নিয়ে সমস্যার কথা বলেছি, সীমান্তে হত্যা বন্ধ করা প্রয়োজন, সে কথাটি আমরা বলেছি। সেই সঙ্গে দুই দেশের নিরাপত্তার বিষয়েও আমরা কথা বলেছি।
তাঁরা বলেছেন, ‘এই বিষয়গুলোতে তাঁরা সজাগ এবং চেষ্টা করছেন কীভাবে দ্রুততার সঙ্গে এই সমস্যাগুলোর সমাধান করা যায়।’
পরিবর্তিত পরিস্থিতিতে প্রতিবেশী ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চায় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার বিকেলে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান ।
মির্জা ফখরুল বলেন, ‘ভারত-বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক, তাকে কী করে আরও গভীর ও দৃঢ় করা যায়, সে বিষয়ে আলাপ হয়েছে। তাদের (ভারত) মূল বক্তব্য হচ্ছে, তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চায়। এই সম্পর্কের মধ্যে কী করে আরও সুস্থতা, আরও ইতিবাচকতা নিয়ে আসা যায়, সেটা নিয়ে তারা কাজ করতে আগ্রহী।’
এর আগে বিকেল ৪টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী ওই বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীও অংশ নেন।
সম্পর্ক উন্নয়নে ভারতের আগ্রহের কথা জানিয়ে ফখরুল বলেন, ‘ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ভারতের প্রতিনিধিরা এ ব্যাপারে যোগাযোগ করেছেন। একই সঙ্গে বিএনপিসহ দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গেও তাঁরা সম্পর্ক দৃঢ় করতে চায়।’
পানি সমস্যা ও সীমান্তে হত্যাকাণ্ডসহ আরও কিছু বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব।
তিনি বলেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের যে সমস্যাগুলো রয়েছে, আমরা সেই বিষয়গুলো তুলে ধরেছি। পানি নিয়ে সমস্যার কথা বলেছি, সীমান্তে হত্যা বন্ধ করা প্রয়োজন, সে কথাটি আমরা বলেছি। সেই সঙ্গে দুই দেশের নিরাপত্তার বিষয়েও আমরা কথা বলেছি।
তাঁরা বলেছেন, ‘এই বিষয়গুলোতে তাঁরা সজাগ এবং চেষ্টা করছেন কীভাবে দ্রুততার সঙ্গে এই সমস্যাগুলোর সমাধান করা যায়।’
দেশে ফিরলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ১২ ঘণ্টারও বেশি সময় ভ্রমণ করে আজ মঙ্গলবার সকাল পৌনে ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাঁকে বহনকারী কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি।
২১ মিনিট আগেবিএনপি চেয়ারপারসন নিরাপদে দেশে ফিরবেন—এমন প্রত্যাশা জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের গণতন্ত্রে উত্তরণের পথে বিএনপির চেয়ারপারসনের দেশে ফিরে আসা তাৎপর্যপূর্ণ।
২ ঘণ্টা আগেআজকের পত্রিকা: জাতীয় সনদ তৈরির কথা বলছে অন্তর্বর্তী সরকার। এতে বিএনপি কী দেখতে চায়? মির্জা ফখরুল ইসলাম আলমগীর: সংস্কার প্রস্তাব যা এসেছে, তার মধ্যে যেগুলোতে আমরা একমত হব, সেগুলোর সমন্বয়ে সংস্কারের একটি সনদ তৈরি হবে। যে বিষয়গুলোয় মতৈক্য হবে না, সেগুলো জনগণের কাছে নিয়ে যেতে হবে।
১১ ঘণ্টা আগেবিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ঢাকার উদ্দেশে লন্ডন ছেড়েছেন। স্থানীয় সময় আজ সোমবার দুপুরে হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বিদায় জানান তারেক রহমানসহ পরিবারের সদস্যরা। সেখান তাঁকে বিদায় জানাতে আসা দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে খালেদা জিয়া বলেন, ‘ভাইয়ার খেয়াল রেখো।’
১৩ ঘণ্টা আগে