Ajker Patrika

নুর হোসেন হত্যার বিচার চায় জাতীয় পার্টি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নুর হোসেন হত্যার বিচার চায় জাতীয় পার্টি

নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত নুর হোসেন হত্যার বিচার দাবি করেছে জাতীয় পার্টি (জাপা)। নুর হোসেন হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্তেরও দাবি জানিয়েছে দলটি। আজ বুধবার বনানী কার্যালয়ে এক আলোচনা সভায় জাপা চেয়ারম্যান জি এম কাদের এই দাবি জানান। 

নুর হোসেন নিহত হওয়ার দিনটিকে ‘গণতন্ত্র দিবস’ হিসেবে পালন করে জাপা। এই দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে দলটি। 

‘নুর হোসেন হত্যা’ বিভিন্ন প্রশ্ন রেখে সভায় জাপা চেয়ারম্যান বলেন, ‘কেন নুর হোসেন হত্যার ময়নাতদন্ত রিপোর্ট প্রকাশ হলো না? আজ দেশের মানুষ জানতে চায়, কেন নুর হোসেন হত্যায় মামলা হলো না? ১৯৯১ সালের পর সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের নামে অসংখ্য মামলা হয়েছে। কিন্তু নুর হোসেন হত্যার মামলা হলো না কেন? এখন মনে হচ্ছে জাতীয় পার্টির দুর্নাম করতেই ষড়যন্ত্রের মাধ্যমে নুর হোসেনকে হত্যা করা হয়েছে।’ 

জি এম কাদের বলেন, ‘নুর হোসেন বুকে ও পিঠে যে স্লোগান লিখেছিলেন আজ আমরাও সেই স্লোগান দিচ্ছি। আজ আমরাও বলছি, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। আমরা নুর হোসেন হত্যার বিচার চাই।’ 

আলোচনা সভায় অন্যদের মধ্যে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, অ্যাডভোকেট সালমা ইসলামসহ আরও অনেকে বক্তব্য রাখেন।    

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার জেলায় কর্মী নেবে সিটি ব্যাংক, আবেদন শেষ ১৬ নভেম্বর

বিএনপির ফাঁকা রাখা ঢাকার আসনে এনসিপির মনোনয়নপত্র নিলেন তাসনিম জারা

রাজধানীর মোহাম্মদপুরে বাসা থেকে ছাত্রদল নেতার লাশ উদ্ধার

কর্মী নিয়োগ দেবে কেয়ার বাংলাদেশ, বেতন ৪৫ হাজার টাকা

রাস্তার পাশে জ্বালানি তেল বিক্রি সাময়িক বন্ধ থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
Loading...