নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত নুর হোসেন হত্যার বিচার দাবি করেছে জাতীয় পার্টি (জাপা)। নুর হোসেন হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্তেরও দাবি জানিয়েছে দলটি। আজ বুধবার বনানী কার্যালয়ে এক আলোচনা সভায় জাপা চেয়ারম্যান জি এম কাদের এই দাবি জানান।
নুর হোসেন নিহত হওয়ার দিনটিকে ‘গণতন্ত্র দিবস’ হিসেবে পালন করে জাপা। এই দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে দলটি।
‘নুর হোসেন হত্যা’ বিভিন্ন প্রশ্ন রেখে সভায় জাপা চেয়ারম্যান বলেন, ‘কেন নুর হোসেন হত্যার ময়নাতদন্ত রিপোর্ট প্রকাশ হলো না? আজ দেশের মানুষ জানতে চায়, কেন নুর হোসেন হত্যায় মামলা হলো না? ১৯৯১ সালের পর সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের নামে অসংখ্য মামলা হয়েছে। কিন্তু নুর হোসেন হত্যার মামলা হলো না কেন? এখন মনে হচ্ছে জাতীয় পার্টির দুর্নাম করতেই ষড়যন্ত্রের মাধ্যমে নুর হোসেনকে হত্যা করা হয়েছে।’
জি এম কাদের বলেন, ‘নুর হোসেন বুকে ও পিঠে যে স্লোগান লিখেছিলেন আজ আমরাও সেই স্লোগান দিচ্ছি। আজ আমরাও বলছি, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। আমরা নুর হোসেন হত্যার বিচার চাই।’
আলোচনা সভায় অন্যদের মধ্যে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, অ্যাডভোকেট সালমা ইসলামসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত নুর হোসেন হত্যার বিচার দাবি করেছে জাতীয় পার্টি (জাপা)। নুর হোসেন হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্তেরও দাবি জানিয়েছে দলটি। আজ বুধবার বনানী কার্যালয়ে এক আলোচনা সভায় জাপা চেয়ারম্যান জি এম কাদের এই দাবি জানান।
নুর হোসেন নিহত হওয়ার দিনটিকে ‘গণতন্ত্র দিবস’ হিসেবে পালন করে জাপা। এই দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে দলটি।
‘নুর হোসেন হত্যা’ বিভিন্ন প্রশ্ন রেখে সভায় জাপা চেয়ারম্যান বলেন, ‘কেন নুর হোসেন হত্যার ময়নাতদন্ত রিপোর্ট প্রকাশ হলো না? আজ দেশের মানুষ জানতে চায়, কেন নুর হোসেন হত্যায় মামলা হলো না? ১৯৯১ সালের পর সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের নামে অসংখ্য মামলা হয়েছে। কিন্তু নুর হোসেন হত্যার মামলা হলো না কেন? এখন মনে হচ্ছে জাতীয় পার্টির দুর্নাম করতেই ষড়যন্ত্রের মাধ্যমে নুর হোসেনকে হত্যা করা হয়েছে।’
জি এম কাদের বলেন, ‘নুর হোসেন বুকে ও পিঠে যে স্লোগান লিখেছিলেন আজ আমরাও সেই স্লোগান দিচ্ছি। আজ আমরাও বলছি, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। আমরা নুর হোসেন হত্যার বিচার চাই।’
আলোচনা সভায় অন্যদের মধ্যে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, অ্যাডভোকেট সালমা ইসলামসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
জুলাই সনদের আইনি ভিত্তি ও সংস্কার হলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রস্তুত বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। দলীয় সফরে চীনের উদ্দেশে দেশ ছাড়ার আগে আজ মঙ্গলবার (২৬ আগস্ট) বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
১২ ঘণ্টা আগেনির্বাচন নিয়ে দলের অবস্থান সম্পর্কে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এনসিপিকে এভাবে ফ্রেম করা হয় যে–আমরা নির্বাচনবিমুখ। নির্বাচনের তারিখ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। নির্বাচন ফেব্রুয়ারিতে হতে পারে, ডিসেম্বরে হতে পারে, এমনকি আগামীকালও হতে পারে।
১৪ ঘণ্টা আগেজুলাই গণ-অভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে দলের চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিএনপি। আজ মঙ্গলবার সে নোটিশের জবাব দিয়েছেন তিনি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বরাবর লিখিত চিঠিতে এ জবাব দেন ফজলুর রহমান।
১৪ ঘণ্টা আগেদলের চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের পদ তিন মাসের জন্য স্থগিত করেছে বিএনপি। বিএনপির দপ্তরের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) পদ স্থগিতের বিষয়ে ফজলুর রহমানকে চিঠি দেওয়া হয়।
১৫ ঘণ্টা আগে