Ajker Patrika

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের দৃষ্টান্তমূলক শাস্তি চায় বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ জুলাই ২০২৫, ১৫: ০৩
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সঠিক তদন্তের মধ্য দিয়ে তাঁর উপযুক্ত বিচার হবে, সে আশাই করে বিএনপি।

আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে খায়রুল হকের আটকের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে সাবেক বিচারপতি খায়রুল হকের দেওয়া রায় দেশের বিরুদ্ধে গেছে। বিলম্বে হলেও এত দিন পর সরকার তাঁর বিরুদ্ধে যে ব্যবস্থা নিয়েছে, এ জন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ। সঠিক তদন্তের মধ্য দিয়ে তার উপযুক্ত বিচার হবে, সেটাই আমরা আশা করি।’

খায়রুল হককে ‘বাংলাদেশের শত্রু’ আখ্যা দিয়ে তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘বাংলাদেশের এক বিশাল শত্রু, যিনি বাংলাদেশের বিশাল ক্ষতি করেছেন একটি বড় পদে থেকে এবং সেই পদে থেকে দেশের ভাগ্য নির্ধারণের দায়িত্ব পালন করতে গিয়ে তিনি প্রতারণার আশ্রয় নিয়েছেন। জনগণের সঙ্গে প্রতারণা করেছেন, রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেছেন।’

ফখরুল বলেন, ‘দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যাতে ভবিষ্যতে ওই জায়গাটাতে বসে কেউ রাষ্ট্রের ক্ষতি করতে না পারে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ফাইল বাসায় নিয়ে গায়েব করেন উপদেষ্টা— আসিফ মাহমুদের বিরুদ্ধে চট্টগ্রামের মেয়রের অভিযোগ

চীনা যুদ্ধবিমান থেকে এলএস-৬ বোমা ফেলে কেন নিজ দেশে ‘হত্যাযজ্ঞ’ চালাল পাকিস্তান

ফিলিস্তিনকে আজই রাষ্ট্রের স্বীকৃতি দেবে আরও ৬ দেশ, বিরোধিতা ইসরায়েল–যুক্তরাষ্ট্রের

ভবদহের দুঃখ ঘোচাতে আসছে সেনাবাহিনী, খনন করবে ৫ নদ-নদীর ৮১.৫ কিমি

ধর্ষণের শিকার শিশুর স্বজনকে মারতে উদ্যত হওয়া সেই চিকিৎসক বরখাস্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত