Ajker Patrika

টিসিবির পণ্য বিক্রি বন্ধ

জনগণের পকেট কাটার নীতি নিয়েছে অন্তর্বর্তী সরকার: সিপিবি

অনলাইন ডেস্ক
জনগণের পকেট কাটার নীতি নিয়েছে অন্তর্বর্তী সরকার: সিপিবি

অন্তর্বর্তী সরকার নতুন করে ভ্যাট আরোপ, ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি বন্ধ ও ৪৩ লাখ পরিবারের কার্ড বাতিল করায় ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। আজ শুক্রবার দলটি বলেছে, ‘স্বৈরাচারী সরকারের মতো জনগণের পকেট কাটার নীতি নিয়েছে অন্তর্বর্তী সরকার।’

দলের সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে এ কথা বলেন।

বিবৃতিতে বলা হয়, জনজীবনের সংকট নিরসনের জন্য মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেট বিলোপ, সর্বজনীন রেশন ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালুর দাবি বাস্তবায়ন না করে সরকার উল্টো পদক্ষেপ নিয়েছে। টিসিবির মাধ্যমে ট্রাকে পণ্য বিক্রি বন্ধ করা ও ৪৩ লাখ পরিবারের কার্ড বাতিলের মাধ্যমে প্রায় ৫০ লাখ মানুষের পরিবারকে কম মূল্যে পণ্য দেওয়া থেকে বঞ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে। সাধারণ মানুষের ওপর অপ্রত্যক্ষ কর চাপিয়ে দেওয়া হয়েছে, যা জনজীবনকে অতিষ্ঠ করে তুলবে।

সিপিবি নেতারা বলেন, উচ্চ মুদ্রাস্ফীতি ও আইএমএফের চাপে নেওয়া এসব সিদ্ধান্ত প্রকারান্তরে স্বৈরাচারী সরকারের মতো জনগণের পকেট কাটার নীতি।

অবিলম্বে এসব সিদ্ধান্ত বাতিল, বিদেশে পাচার করা অর্থ ফেরানো, খেলাপি ঋণ আদায় ও ধনীদের ওপর বিশেষ কর আরোপের জন্য সিপিবি আহ্বান জানায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত